(৪ replies, posted in কম্পিউটার বিষয়ক)

উপল BD wrote:

দেখা যাক কি হয়,হটমেইলে তো রেজিষ্ট্রেশন করতেই ঝামেলা। :rotfl:

সত্যি আমারো একই অবস্থা, একটা অ্যাকাউন্ট খুলতেই মাথার ঘাম পায়ের গোড়ালি দিয়ে বের হয়ে গেছে। অন্যদের তুলনায় কিছুটা ব্যাকডেটেড।
তাহলে এবার অপেক্ষার পালা shame on you  shame on you

(২ replies, posted in তথ্য বটিকা)

অ্যাস্পিরিন খাইলো কিন্তু পিপিআই ( ওমেপ্রজল, পানটোপ্রাজল ) খাইতে ভুলিয়া গেল তখন আবার আরেক সমস্যা যেকে বসতে পারে, নামটা সকলেই জানেন অর্থাত্ পেপটিক আল্সার, খালি পেটে খেলে এমনকি নাড়ি ফুটো হয়ে যেতে পারে । অভিজ্ঞ ডাক্তার গণ অবশ্যই এসকল বিষয় চিন্তা করেই অ্যাস্পিরিন দিবেন। সর্বোপরি এই তথ্যবহুল পোস্টটির জন্য উপলকে ধন্যবাদ  shame on you  shame on you

(৪ replies, posted in মোবাইল)

জনপ্রিয় ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্সের মোবাইল ফোনে ব্যবহার-উপযোগী নতুন সংস্করণ বাজারে ছেড়েছে। ফেনেক নামের দ্বিতীয় এ সংস্করণে যুক্ত হয়েছে নতুন বৈশিষ্ট্য। নতুন এই সংস্করণটি নকিয়া এন ৯০০ এবং মোবাইলের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রোয়েডের সর্বশেষ সংস্করণচালিত মোবাইল ফোনে কাজ করবে।
বাজারে আসা নতুন এ সংস্করণটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। নতুন এ সংস্করণের নানা ধরনের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ব্যবহারকারীর অবস্থানের ওপর ভিত্তি করে অবস্থান জানা, যেকোনো সাইটকে পিডিএফ আকারে সংরক্ষণসহ অনেক কিছুই। এ ছাড়া যেকোনো তথ্য সরাসরি সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক, টুইটারে সহজে শেয়ার করা যাবে।
ফেনেকে নানা সুবিধার মধ্যে অন্যতম হচ্ছে, কম্পিউটারের ফায়ারফক্স ব্রাউজারের বুকমার্ক, সংরক্ষণ করা গোপন নম্বর ইত্যাদি সব কিছু মোবাইলে ব্যবহারের সময় ইমপোর্ট করে নেওয়া যায়। তবে সব মোবাইল ফোনে এ সফটওয়্যার ব্যবহার করার সুবিধা পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত উল্লেখযোগ্য কয়েকটি মোবাইল ফোনেই ফেনেক ব্যবহার করা যাচ্ছে। তবে শিগগির ইন্টারনেট ব্যবহার-উপযোগী মোবাইল ফোনেও এ সেবা পাওয়া যাবে বলে জানা গেছে। —মজিলা ডট অর্গ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী
সুত্র: এখানে

বাংলাদেশের লাভ এইটাই যে, আমেরিকান সেনাবাহিনীতো বাংলাদেশেরই একটি বিদেশী শাখা  :তালি:  :তালি:  :তালি:

উপল BD wrote:

আসলেই বিরক্তিকর,তোমার এই লাইন ড্রপ এর কারণে তো সেদিন ব্যবহারই করতে পারলাম না।

তাহলে এখন কী করা যায়? আমার তো টারগেট ছিল ঈদের পর ওয়াইম্যাক্স নেয়ার।
৫ জিবি প্যাকেজটা বেশ মনে ধরেছিল।

সত্যিই কাজের জিনিস। প্রতিটি লেটার (a, b, c, d) দিয়ে একটা করে সর্টকাট ওপেন করা যাচ্ছে ।

তৌফিক, যা যা পড়বি সবকিছুরই নিয়মিত আপডেট দিস তাহলে আমারো পাস করার একটা সম্ববনা তৈরি হবে

(১ replies, posted in বিনোদন পাতা)

ম্প্রতি ‘মাই হিপস ডোন্ট লাই’খ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরার জীবনে নাকি হানা দিয়েছে এক অস্থীর বিতর্কের ঝড়। জানা গেছে, বার্সেলোনা ক্লাবের ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গে পরকীয়া করছেন শাকিরা! এই গুজবটি ছড়িয়ে পরার পর নাকি বেশ বিপাকে পড়েছেন এই পপ ডিভা।
খবর মোমেন্টোডটকমের।   
http://i.imagehost.org/0236/Pictures2010-08-12_00-42_glitz.jpg

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সেই ২০০০ সাল থেকে আর্জেন্টিনার প্রাক্তন প্রেসিডেন্ট ফার্নান্দো ডে লা রু’য়ার পুত্র অ্যান্টোনিও ডে লা রু’য়ার সঙ্গে প্রেম করলেও, সম্প্রতি জেরার্ড পিকের সঙ্গে তার নতুন প্রেমের গুজব ছড়িয়ে পড়ায় বেশ বিব্রতকর এক অবস্থাতেই পড়েছেন তিনি। 

জানা গেছে, ফিফা ওয়ার্ল্ডকাপ ২০১০ এর থিম সং ‘ওয়াকা ওয়াকা’র মিউজিক ভিডিওটির চিত্রায়নের সময়েই নাকি প্রথম পরিচয় হয় শাকিরা এবং জেরার্ড পিকের। জানা গেছে, এরপরের বিষয়টি হচ্ছে- ইবিযার যে হোটেলটিতে শাকিরা ছিলেন, সেই একই হোটেলে রুম ভাড়া না নিয়েই জেরার্ড পিক নাকি রাত কাটিয়েছেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, শাকিরা এবং জেরার্ড পিক এক হোটেলে রাত্রিবাস করেছেন! এই খবরটি প্রকাশ পাওয়ার পর তা যেনো এই কলম্বিয়ান পপ ডিভার পরকীয়া বিতর্কের আগুনে একেবারে ঘি ঢেলে দিয়েছে! খবরটি জেনে শাকিরার দীর্ঘকালের প্রেমিক অ্যান্তোনিও কি করেন এখন দেখার বিষয় হচ্ছে সেটাই!
সূত্র: বিডিনিউজ

(১৩ replies, posted in ৪৯ তম ব্যাচ)

লেক্চার শুরু করেছি বটে তবে কম্যুনিটি মেডিসিন এখনো শুরু করতে পারিনি, ফলে পার্সেন্টেজ এ পূর্বের অবস্থাই বিরাজ করছে। রাজশাহীতে তাড়াতাড়ি আসার উদ্দেশ্য এখন পর্যন্ত ব্যর্থ বলে প্রমাণিত হয়েছে।

১০

(৭ replies, posted in বিভিন্ন রোগ ও উপসর্গ)

sabbir48 wrote:

অ্যাপেনডিসাইটিস হলে যদি অপারেশন করা না হয় তাহলে অ্যাপেনন্ডিক্স ছিদ্র হয়ে যেতে পারে, ইনফেকশন পুরো পেটে ছড়িয়ে পড়তে পারে এবং জীবন বিপন্ন হতে পারে।

কয়েকদিন আগে আমার এক আত্ত্বীয় এই সমস্যায় পড়েছিল। একে বলা হয় generalized peritonitis। আসলেই সেটি জীবন বিপন্নকারী।

২০০ মেগাবাইটের একটি মুভি ফাইল ৩ ঘন্টা ধরে ১৪৬ মেগাবাইট পর্যন্ত ডাউনলোড করে বন্ধ রেখেছিলাম। কিন্তু দ্বিতীয়বার ফাইলটি আর রেজিউম ডাউনলোড সাপোর্ট করছে না। নতুন করে ডাউনলোড শুরু করার নির্দেশ আসছে।এভাবে আমার ১৪৬ MB  পানিতে পচে গেল। ট্রীটমেন্ট থাকলে জানাবেন, প্লীজ।

গত রবি বার থেকে শুরু হওয়া dermatology & venerelogy ওয়ার্ড  আগামীকাল বৃহস্পতিবার শেষ হচ্ছে। সহকারী অধ্যাপক ডাঃ আফসার সিদ্দিকী স্যার ৩ দিনের সংক্ষিপ্ত আলোচনায় এই বিষয়ে প্রাথমিক ধারণা দিলেন। তার সহজ সরল প্রাঞ্জল উপস্থাপনায় শিক্ষারথীরা অভিভূত। তিনি আমাদের ব্রণ ও সিফিলিস রোগ সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিয়েছেন।

১৩

(৫ replies, posted in রসের হাঁড়ি)

sawontheboss4 wrote:

স্ত্রী: আচ্ছা, তুমি সব সময় অফিসে যাওয়ার সময় ব্যাগে করে আমার ছবি নিয়ে যাও কেন?
স্বামী: অফিসে যখন আমি কোনো সমস্যায় পড়ি, তখন তোমার ছবিটি বের করে দেখলেই সব সমস্যার সমাধান হয়ে যায়, বুঝলে?
স্ত্রী: তাই নাকি! তাহলে দেখো, তোমার জন্য আমি কতটা সৌভাগ্যের!
স্বামী: হুম, আমার যখন সমস্যা আসে, তখন তোমার ছবি বের করে দেখি আর নিজেকে বলি, তোমার চেয়ে তো বড় কোনো সমস্যা পৃথিবীতে থাকতে পারে না। আর সঙ্গে সঙ্গে ছোট সমস্যাগুলো আর আমার কাছে সমস্যা বলে মনে হয় না।

এই জোকটা কর্ম জীবনে কাজে লাগাতে চাই।

১৪

(১ replies, posted in পরীক্ষার ফলাফল)

রেজাল্ট ভাল করা সকল শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন। তবে আর বসে থাকা নয় এখনই প্রস্তুত হতে হবে নিজেদের তরবারী শান দেয়ার জন্য। নইলে যে জীবন যুদ্ধে অনেকটাই পিছিয়ে পড়তে হবে যেটা কোনও মেধাবী শিক্ষার্থীর কাছে অবশ্যই কাম্য নয় shame on you  shame on you

টানা ১২ দিন অঘোষিত ছুটির পর আজ জুলাই ১৩, সকাল ৭:৩০ ঘটিকা হতে বহু প্রতীক্ষিত ক্লাস শুরু হয়েছে। তবে আজ ৩ টা লেক্চার এর মধ্যে ২ টা হয়েছে ( ফার্মা ও মাইক্রো)। কোনো কোনো ব্যাচে টুটোরিয়ালও হয়েছে।
                                মাইক্রো লেক্চার এ উপস্থিতি=১৪
                                ফার্মা লেক্চার এ উপস্থিতি=৩৭

পুরো একটা মুভির চিত্রই তুলে ধরেছেন দেখছি, তাহলে আর মুভিটা দেখছি না বোধহয় :তালি:  :তালি:

বিশ্বকাপজয়ী স্পেনও এবারের টুর্নামেন্টে একটি ম্যাচে হেরেছে। কিন্তু বিশ্বকাপের আটটি খেলা নিয়ে ভবিষ্যৎ বক্তা অক্টোপাস পলের ভবিষ্যদ্বাণীর একটিও ভুল হয়নি। একটা-দুটো খেলার ফল নিয়ে পূর্বাভাস সঠিক হওয়ার ঘটনা কাকতালীয় হতে পারে। কিন্তু আটটি পূর্বাভাসই সঠিক হওয়ার পর অনেকেই ধরে নিয়েছেন, অতিপ্রাকৃত কোনো ক্ষমতা রয়েছে অক্টোপাসটির।
ভবিষ্যৎ বক্তা হিসেবে জনপ্রিয় হয়ে ওঠা এই অক্টোপাসের জন্ম ২০০৮ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের ওয়েমাউথের একটি সি লাইফ সেন্টারে। এখনকার আবাসস্থল জার্মানির ওবেরহয়জেনে একটি সি লাইফ সেন্টারের অ্যাকুরিয়ামে। জার্মান কবি বয় লোরজেনের লেখা ‘ডের টিনটেনফিশ পল অক্টোপাস’ নামের কবিতার নামানুসারে অক্টোপাসটির নাম রাখা হয়েছে পল।
খেলার ফল নিয়ে সঠিক পূর্বাভাস দেওয়ার পর থেকে আন্তর্জাতিকভাবে খ্যাতি পায় পল। এই আন্তর্জাতিক খ্যাতির কারণে এখন অনেকেই পলের মালিকানা পেতে আগ্রহী হয়ে উঠেছেন। সম্প্রতি স্পেনের স্থানীয় ব্যবসায়ীরা পলকে জার্মানি থেকে স্পেনে নিয়ে আসার জন্য ৩০ হাজার ইউরো দিতে চেয়েছেন। ইতালির লোকজন প্রমাণ করার চেষ্টা করছে, পলকে ইতালির জলসীমা থেকে ধরা হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রীও পলকে রক্ষা করার আগ্রহের কথা জানিয়েছেন।
http://i.imagehost.org/0700/2010-07-13_22-53.jpg
ভবিষ্যৎ বক্তা হিসেবে পলের পরিচয় প্রকাশ পায় ২০০৮ সালের উয়েফা ইউরো টুর্নামেন্টের সময়। ওই সময় জার্মানির ছয়টি খেলার পূর্বাভাস জানায় পল। এর মধ্যে চারটি ঠিক হয়, ভুল হয় দুটি। এখন পর্যন্ত সব মিলিয়ে পলের ১৪টি খেলা নিয়ে পূর্বাভাসের মধ্যে ভুল বলতে ওই দুটিই।
পল কীভাবে দুটি দলের মধ্যে বিজয়ী দলকে বেছে নেয়, তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। হয়তো খাবারের গুণ-মানের ভিত্তিতে বা পতাকার রঙের প্রতি আকৃষ্ট হয়ে বিজয়ীকে নির্দেশ করে অক্টোপাসটি। কিন্তু ভালগারিস প্রজাতির এই অক্টোপাস সাধারণত বর্ণান্ধ।
যুক্তরাজ্যের ব্যাংগোর ইউনিভার্সিটির গবেষক শেলাঘ ম্যালহাম বলেন, এ ধরনের অক্টোপাসগুলো আনুভূমিক ডোরা বা রেখার প্রতি আকৃষ্ট হয়। জার্মানির পতাকায় চওড়া ডোরা রয়েছে। এ ছাড়া স্পেনের পতাকায় উজ্জ্বল হলুদ ডোরা ও সার্বিয়ার পতাকার সাদা ও নীল রঙের বৈচিত্র্যও ওই দুই দেশের পতাকার প্রতি পলকে আকৃষ্ট করে তুলতে পারে। কিন্তু পলের আচরণকে নিয়মতান্ত্রিকভাবে পরীক্ষা করা যেত, যদি সেটি কয়েকবার একই ধরনের বাক্স পছন্দ করত। কিন্তু তা করার উপায় নেই। কারণ প্রতি খেলায় পল মাত্র একটি বাক্স পছন্দ করে।
কিন্তু এখন বিশ্বকাপ শেষ হয়ে গেছে। পলের ভবিষ্যৎ কী? যেটুকু তথ্য পাওয়া গেছে, তা থেকে বলা যায়, অক্টোপাসটি জীবনের বাকি সময়টুকু সম্ভবত ওবেরহয়জেনে সি লাইফ সেন্টারের অ্যাকুরিয়ামেই পার করবে। তাকে সামনের দিনগুলোতে হয়তো আর পতাকাযুক্ত খাবারের বাক্স থেকে খাবার খেতে হবে না এবং তাকে ঘিরে সংবাদমাধ্যমের কর্মীদের ভিড়ও থাকবে না। অবসর সময়টি হয়তো অ্যাকুরিয়ামের পানিতে সাঁতার কেটেই পার করতে হবে পলকে। একজন বিজয়ী হিসেবে পলের এই অবসর গ্রহণকে স্বাগত।
সূত্র: এখানে

১৮

(২ replies, posted in টিপস এবং ট্রিকস)

'error reporting' খুজে পাইলাম না তো, তবে পাইছি 'system failure' :চিন্তা:  :চিন্তা:

তৃতীয় ওয়ানডেতেও অধিনায়ক মাশরাফি অসাধারণ বল করেছেন। তার বোলিং ফিগার সে কথাই জানান দিচ্ছে  (১০-৩১-৩)। কিন্তু বাংলাদেশ টিম যেন সেই পুরনো যুগেই ফিরে গেছে। সত্যিকার বাঘের মতই তারা একটি বড় শিকার করে অনেকদিন বিশ্ব্রামে থাকতে পছন্দ করে। আসলেই বাঘের বাচ্চা!!!! তবে টিম বাংলাদেশের উত্তোরোত্তর উন্নতি কামনা করি shame on you  shame on you

২০

(২ replies, posted in খেলাধূলা)

শেষ পর্যন্ত ১৪ গোল নিয়েই ক্লোসাকে বিশ্বকাপের রঙিন মঞ্চ থেকে বিদায় নিতে হল, জার্মানির একনিষ্ঠ সমর্থক হিসেবে এটিও কম দু:খের কারণ নয় :চিন্তা:  :চিন্তা:

প্রথমে মাইক্রোবায়োলজীর ফলাফল দেখুন

১।   http://j.imagehost.org/0944/11072010421.jpg

২।   http://a.imagehost.org/0203/11072010422.jpg

৩।   http://j.imagehost.org/0812/11072010423.jpg

৪।   http://a.imagehost.org/0852/11072010424.jpg

৫।   http://a.imagehost.org/0461/11072010425.jpg

৬।   http://j.imagehost.org/0053/11072010426.jpg

  এবার কম্যুনিটি মেডিসিনের ফলাফল লক্ষ্য করুন

১।   http://i.imagehost.org/0366/11072010415.jpg

২।   http://j.imagehost.org/0181/11072010416.jpg

৩।   http://j.imagehost.org/0127/11072010417.jpg

৪।   http://i.imagehost.org/0227/11072010418.jpg

৫।   http://i.imagehost.org/0488/11072010419.jpg

৬।   http://a.imagehost.org/0850/11072010420.jpg

প্রথমে ফার্মাকোলজির ফলাফল একনজরে দেখে নিন

১।   http://a.imagehost.org/0395/11072010408.jpg

২।   http://j.imagehost.org/0525/11072010409.jpg


এবার পাথলজীর ফলাফল একনজরে দেখে নিন

১।   http://j.imagehost.org/0061/11072010427.jpg

২।   http://j.imagehost.org/0142/11072010428.jpg

৩।   http://a.imagehost.org/0033/11072010429.jpg

৪।   http://a.imagehost.org/0071/11072010430.jpg

৫।   http://a.imagehost.org/0078/11072010431.jpg

২৩

(৯ replies, posted in সমস্যা ও সমাধান)

patch ফাইলটা সি-ড্রাইভ এ গিয়ে আইডিএম ফোল্ডার ওপেন করে পেস্ট করুন অথবা ঝামেলা এড়াতে ৫.১৮ ভার্সন ব্যবহার করুন, সব সুবিধাই আশা করি পাবেন।

সামাজিক যোগাযোগের (সোশ্যাল নেটওয়ার্কিং) জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন জার্মান কর্মকর্তারা। তাঁরা অভিযোগ করেছেন, ফেসবুকের গ্রাহক নন এমন ব্যক্তির ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করছে ফেসবুক, যা করা মোটেও উচিত নয়। অভিযোগ প্রমাণিত হলে ব্যক্তিগত গোপনীয়তা আইনের আওতায় ফেসবুক কর্তৃপক্ষকে কয়েক লাখ ইউরো জরিমানা করা হতে পারে।
জার্মানির হামবুর্গ নগরের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের (ডেটা প্রটেকশন অথরিটি) প্রধান জোহানেস ক্যাসপার বলেন, ‘কোনো তৃতীয় পক্ষ আমার ব্যক্তিগত তথ্য রাখবে, এটা আমার পক্ষে মেনে নেওয়া খুব কঠিন। এটা ব্যক্তিগত গোপনীতা রক্ষা আইনের বিপরীত। কাজেই আমরা ফেসবুকের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছি।’ জোহানেস ক্যাসপার বলেন, ‘ফেসবুকের গ্রাহক নন এমন বেশ কয়েকজন একই ধরনের অভিযোগ করেছেন।তাঁদের বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজন ফেসবুকে তাঁদের সম্পর্কে বিস্তারিত লিখেছিলেন। সেসব তথ্যই ফেসবুক বিনা অনুমতিতে সংরক্ষণ করেছে। এ ব্যাপারে ডেটা প্রটেকশন অথরিটি ফেসবুককে একটি নোটিশ পাঠিয়েছে। আগামী ১১ আগস্টের মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। তা না হলে তারা মামলা ঠুকে দেবে।’ ফেসবুক জানিয়েছে, তারা এ অভিযোগ তদন্ত করে দেখছে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে নোটিশের জবাব দেবে। বর্তমানে ফেসবুকের গ্রাহকসংখ্যা ৫০ কোটি। ফেসবুকে গ্রাহকসংখ্যার দিক দিয়ে জার্মানির অবস্থান চতুর্থ।—বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান
     তথ্যসূত্র:এখানে

২৫

(২ replies, posted in খেলাধূলা)

আসলে আর্জেন্টিনা দলটার বিশ্বকাপ জেতার মত দৃঢ় মানসিকতা আগামী ৫০ বছরে গড়ে উঠবে কিনা সন্দেহ, এ চিন্তা করেই আর্জেন্টিনাবাসী কোয়ার্টারফাইনাল কেই ফাইনাল ধরে নিয়ে তাই বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মেসি-টেভেজদের। এইরকম গতিহীন এবং আনাড়ি রক্ষণ ভাগ নিয়ে অবশ্যই ফাইনাল এ যাওয়ার সপ্ন দেখা উচিত না। সব দিন কিন্তু টেভেজ-হিগুয়েনরা গোল পাবেন না কারণ এটি ফুটবল, মাঝে মাঝে শক্ত রক্ষন্ভাগ দিয়েই ম্যাচ জিততে হয়। আধুনিক ফুটবল তাই বলে। এখন একক নৈপুন্য দিয়ে কিংবা একটি ভাল অংশ নিয়ে বিশ্বকাপ জেতার দিন শেষ shame on you  shame on you  shame on you