Topic: মোবাইল ফোনের জন্য ফায়ারফক্স

জনপ্রিয় ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্সের মোবাইল ফোনে ব্যবহার-উপযোগী নতুন সংস্করণ বাজারে ছেড়েছে। ফেনেক নামের দ্বিতীয় এ সংস্করণে যুক্ত হয়েছে নতুন বৈশিষ্ট্য। নতুন এই সংস্করণটি নকিয়া এন ৯০০ এবং মোবাইলের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রোয়েডের সর্বশেষ সংস্করণচালিত মোবাইল ফোনে কাজ করবে।
বাজারে আসা নতুন এ সংস্করণটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। নতুন এ সংস্করণের নানা ধরনের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ব্যবহারকারীর অবস্থানের ওপর ভিত্তি করে অবস্থান জানা, যেকোনো সাইটকে পিডিএফ আকারে সংরক্ষণসহ অনেক কিছুই। এ ছাড়া যেকোনো তথ্য সরাসরি সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক, টুইটারে সহজে শেয়ার করা যাবে।
ফেনেকে নানা সুবিধার মধ্যে অন্যতম হচ্ছে, কম্পিউটারের ফায়ারফক্স ব্রাউজারের বুকমার্ক, সংরক্ষণ করা গোপন নম্বর ইত্যাদি সব কিছু মোবাইলে ব্যবহারের সময় ইমপোর্ট করে নেওয়া যায়। তবে সব মোবাইল ফোনে এ সফটওয়্যার ব্যবহার করার সুবিধা পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত উল্লেখযোগ্য কয়েকটি মোবাইল ফোনেই ফেনেক ব্যবহার করা যাচ্ছে। তবে শিগগির ইন্টারনেট ব্যবহার-উপযোগী মোবাইল ফোনেও এ সেবা পাওয়া যাবে বলে জানা গেছে। —মজিলা ডট অর্গ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী
সুত্র: এখানে

সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্বরণে
আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের সৃতির চরণে


Re: মোবাইল ফোনের জন্য ফায়ারফক্স

মাথায় রাখলাম ,ভবিষ্যতে কাজে লাগবে।

ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে,
অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে।


Re: মোবাইল ফোনের জন্য ফায়ারফক্স

এটা রি পোস্ট রনি। আমি এ বিষয়ে ২৮ এ মার্চ ২০১০ এই একটা টপিক লিখেছি!  confused 

এখানে

রিপোষ্ট হলে কিন্তু পোস্ট মুছে দেবার নিয়ম!  ভবিষ্যতে যেন আর না হয়।  shame on you

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: মোবাইল ফোনের জন্য ফায়ারফক্স

sawontheboss4 wrote:

এটা রি পোস্ট রনি। আমি এ বিষয়ে ২৮ এ মার্চ ২০১০ এই একটা টপিক লিখেছি!  confused 

এখানে

রিপোষ্ট হলে কিন্তু পোস্ট মুছে দেবার নিয়ম!  ভবিষ্যতে যেন আর না হয়।  shame on you

ধরে ফেলেছেন ।



Re: মোবাইল ফোনের জন্য ফায়ারফক্স

জুবায়ের wrote:
sawontheboss4 wrote:

এটা রি পোস্ট রনি। আমি এ বিষয়ে ২৮ এ মার্চ ২০১০ এই একটা টপিক লিখেছি!  confused 

এখানে

রিপোষ্ট হলে কিন্তু পোস্ট মুছে দেবার নিয়ম!  ভবিষ্যতে যেন আর না হয়।  shame on you

ধরে ফেলেছেন ।

এডমিন হলে তো খেয়াল রাখতেই হই!  :-^

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।