Topic: error বার্তা বন্ধ করা
কম্পিউটারে বিভিন্ন কাজ করার সময় প্রায়ই error লেখা বার্তা দেখা যায়। এ ধরনের সমস্যা থেকে রক্ষা পেতে My computer থেকে properties-এ ক্লিক করে advance নির্বাচন করুন। এবার error reporting ট্যাবে ক্লিক করুন। এখান থেকে disable error reporting নির্বাচন করুন। এর পর থেকে আপনার কম্পিউটার আর বিরক্তিকর error বার্তা প্রদর্শন করবে না।