Pages ১
You are not logged in. Please login or register.
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → কম্পিউটার বিষয়ক → রাজশাহীতে বাংলা লায়ন এর স্পীড টেস্ট এর ফলাফল
128 এর জন্য তো এটাই যথেষ্ট।
তার মানে ডাউনলোড speed 122kbps । এই স্পীড হলে তো 500-600 মেগাবাইট ডাউনলোড করতে প্রায় 70 মিনিট লাগবে। এ রকম কী ?
kbps আর KB/s এর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে।
128 কেবিপিএস (kbps) এর লাইন এ 128 / 8 = 16 KB/s ডাউনলোড স্পীড পাওয়া যাবে।
256 কেবিপিএস (kbps) এর লাইন এ 256 / 8 = 32 KB/s ডাউনলোড স্পীড পাওয়া যাবে।
সুতরাং 1 জিবি ডাউনলোড করতে ১২৮ এর লাইন এ সময় লাগবে :
১ জিবি = ১০২৪ মেগাবাইট
১৬ * (৬০ * ৬০) ১ ঘণ্টা = ৫৭৬০০ কিলোবাইট = ৫৭.৬ মেগাবাইট
১০২৪ / ৫৭.৬ = ১৭ ঘন্টার কিছু বেশি
২৫৬ এর লাইন এ স্পীড ডবল হবাতে সময় লাগবে অর্ধেক অর্থাত্ ৯ ঘটার কাছাকাছি। । ;(
ঘুরে ফিরেই ওই এক-ই speed । লাভ নাই। আমি তো জিপি তে র-ও বেশি পাচ্ছি এই রমজানে ।
ঘুরে ফিরেই ওই এক-ই speed । লাভ নাই। আমি তো জিপি তে র-ও বেশি পাচ্ছি এই রমজানে ।
ব্যাপারটা জিপি এর ক্ষেত্রে হচ্ছে, লাইন কখনো constant থাকে না, শুধু আপ ডাউন করে, কিন্তু ওয়াইম্যাক্স এ constant।
16 মানে 16,
15 বা 14 নয়।
সবচেয়ে ভাল হই ১১৫০ টাকা দিয়ে ২৫৬ এর লাইন নেয়া। আলটাইম 32-34 constant। মজাই আলাদা ডাউনলোড এর। (y)
তৌফিক ভাই আমি বাংলালায়ন ২৫৬কেবিপিএস ব্যবহার করছি দারুন ডাউনলোড স্পীড ৩০-৩৫ তো থাকেই মাঝে মাঝে ৪০ ও পাওয়া যায়। তবে লাইন ড্রপ হয় মাঝে মধ্য।
তৌফিক ভাই আমি বাংলালায়ন ২৫৬কেবিপিএস ব্যবহার করছি দারুন ডাউনলোড স্পীড ৩০-৩৫ তো থাকেই মাঝে মাঝে ৪০ ও পাওয়া যায়। তবে লাইন ড্রপ হয় মাঝে মধ্য।
দারুন খবর দিলেন!! কিন্তু আপনি কোথা থেকে ব্যবহার করছেন জানতে পারি কী?
আমি রাজশাহীর কাদিরগঞ্জ এলাকা থেকে লিখছি। বাসার কাছেই বিটিএস তাই ভালই লাকী
আসলেই বিরক্তিকর,তোমার এই লাইন ড্রপ এর কারণে তো সেদিন ব্যবহারই করতে পারলাম না।
তাহলে এখন কী করা যায়? আমার তো টারগেট ছিল ঈদের পর ওয়াইম্যাক্স নেয়ার।
৫ জিবি প্যাকেজটা বেশ মনে ধরেছিল।
amito 128 কেবিপিএস er টা ইউজ korbo vabsi
আমার ও তাই ইচ্ছা ছিল, পরে ৩২ করে নেয়া যাবে। কিন্তু ৩২ করে আবার ১৬ তে কিন্তু ফেরা যাবে না। ;(
লাইন ড্রপ এর রহস্য টা জানতে পারলাম। বাংলালায়নের এখনও গ্রাউন্ড কাভারেজ আসেনি। আর ইউ.এস.বি পোর্ট ত নিচেই থাকে। ওরা বলছে মডেম টাকে কানেক্টিং ক্যাবল দিয়ে ৬-৭ ফিট উপরে ঝুলালেই হবে। আর যারা দোতলা বাসায় থাকে তাদের জানালার কাছে রাখতে বলেছে। তবে সিস্টেম ওপ্টিমাইজেসন করার চেস্টা চলছে।
তারমানে ল্যাপটপ এ ইউএসবি দিয়ে চালালে কোনও লাইন ড্রপ এর চান্স নেই।
জী ভাই
amar o drop line ar problem silo.connecting cable diye modem janalai jhulaisi.akhon r ai problem hocche na
আমি রাজশাহীর কাদিরগঞ্জ এলাকা থেকে লিখছি। বাসার কাছেই বিটিএস তাই ভালই লাকী
me too from kadirgonj and faced the same problem.
অামি Qubee ব্যবহার করছি। ভালই কাজ করছে। 256kbps 5MB ডাউনলোড করতে ১:৩০-২ মিনিট সময় লাগে (y)
অামি Qubee ব্যবহার করছি। ভালই কাজ করছে। 256kbps 5MB ডাউনলোড করতে ১:৩০-২ মিনিট সময় লাগে (y)
Rajshahi te Qubee?!? :rolleyes:
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → কম্পিউটার বিষয়ক → রাজশাহীতে বাংলা লায়ন এর স্পীড টেস্ট এর ফলাফল
Powered by PunBB 1.4.2, supported by Informer Technologies, Inc.
Currently installed 6 official extensions. Copyright © 2003–2009 PunBB.
Generated in ০.০৪ seconds (৭০.২১% PHP - ২৯.৭৯% DB) with ১১ queries