Topic: ম্যারাডোনার ইচ্ছাই সব!
[box]ম্যারাডোনা যা চাইবেন তাই পাইবেন। বিশ্বকাপে দলকে শিরোপা না জিতিয়ে বা কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয়ার পর ঐ দলের কোচের জন্য এমন সুযোগ শুধু ম্যারাডোনা বলেই সম্ভব। হেরে গেলেও কিংবদন্তি এই ফুটবলারের পাশে এখন পুরো আর্জেন্টিনা। দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে সর্বস্তরের মানুষের সমর্থন এখনও ম্যারাডোনাকে ঘিরে। সবার দাবি কোচ হিসেবে থাকুক ম্যারাডোনাই। দল হেরে যাওয়ার পর কোচ খেলোয়াড়দের কাটা ছেঁড়া যখন নিত্যদিনের ঘটনা সেখানে কোচ ম্যারাডোনার বিষয়টি সম্পূর্ণই আলাদা। ব্যর্থ হয়ে দেশের ফেরার কেউ দুয়োধ্বনি দেয়নি তাদের দেখে। 'বিশ্বকাপে কিছুই হারাইনি' এমন মনোভাবে মেসি হিগুয়াইনদের বরণ করে নেয়া হলো বিমানবন্দর থেকেই। ভক্তদের এমন ভালবাসা আরও আবেগী করে তুলল মেসিদের। তেমনি ম্যারাডোনার ৰেত্রেও। তবে ধারণা করা হচ্ছে কোচ পদ থেকে সরে দাঁড়াতে পারেন ম্যারাডোনা। এমন আভাস স্বয়ং ম্যারাডোনাই দিয়েছেন । আর কখনও মেসিদের সঙ্গে প্রাকটিস সেশনে দেখা যাবে না ফুটবলের এই ঈশ্বরকে এমন দুর্ভাবনায় বিগলিত হয়ে পড়ছে গোটা আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের সভাপতি জুলিও গ্রন্ডোনাও ঝুঁকে পড়েছেন ম্যারাডোনার প্রতি। ম্যারাডোনার এই বন্ধুর দাবি অনত্মত চুক্তির মেয়াদ পর্যনত্ম থাকুক ম্যারাডোনা। আবার বলেছেন ম্যারাডোনার ইচ্ছাই সব। তিনি থাকতে চাইলে থাকবেন। সবকিছুই তাঁর ওপর নির্ভর করছে। 'আর্জেন্টিনায় একমাত্র মানুষ ম্যারাডোনা যিনি ইচ্ছামতো সব কিছু করার ৰমতা রাখেন। আমরাও তাঁর সঙ্গেই আছি। তাঁর সঙ্গে আমাদের চুক্তির মেয়াদ এখনও বছরখানেকের মতো বাকি। সবকিছু তাঁর ওপর নির্ভর করছে' বলেন গ্রন্ডোনা। দলের সহকারী কোচ আলেজান্দ্রো মানকুসুর মতে, দলের সঙ্গে আরও কিছুদিন থাকতে পারেন ম্যারাডোনা। 'আমি মনে করি না ম্যারাডোনা এখনই সবকিছু ছেড়ে দেবেন। যদিও পরিষ্কার করে কিছুই বলা যাচ্ছে না। ম্যারাডোনা বলে কথা।' তবে ফুটবলপাগল আর্জেন্টাইন দর্শকদের প্রত্যাশা অনত্মত আগামী বছরে অনুষ্ঠেয় কোপা আমেরিকা কাপ পর্যনত্ম থাকবেন ম্যারাডোনা। বিশ্বকাপে না হোক কোপা কাপে দলকে চ্যাম্পিয়ন করে মাথা উঁচু করে বিদায় নেবেন ম্যারাডোনা। কিন্তু বরাবরই আবেগী আর মাথা গরম করা ম্যারাডোনা শেষ পর্যনত্ম কি করেন তাই দেখার বিষয়। তবে সূত্র মতে, ম্যারাডোনা বরখাসত্ম হচ্ছেন না এটা নিশ্চিত।[/box]
সূত্র : এখানে