Topic: যুক্তরাষ্ট্র তৈরি করবে দ্রুততম কম্পিউটার
বর্তমানে যুক্তরাষ্টেন্সর সর্ব্বোচ গতির কম্পিউটার হলো জাগুয়ার। জাগুয়ারের গতি ১.৭৫ পেটাফ্লপস। সম্প্রতি যুক্তরাষ্টেন্সর সেনাবাহিনী প্রতি সেকেন্ডে কুইনটিলিয়ন গাণিতিক হিসাবসম্পন্ন করতে সক্ষম এমন একটি কম্পিউটার তৈরির পরিকল্পনা করেছে। দ্য ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রোজেক্টস এজেন্সি (ডারপা) এক্সাস্কেল কম্পিউটারস নামের এই দ্রুতগতির কম্পিউটার তৈরি করবে। ডারপা’র তৈরি কম্পিউটারের গতি হবে বর্তমানের সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন কম্পিউটারের তুলনায় এক পেটাফ্লপেরও (এক পেটাফ্লপ অর্থ প্রতি সেকেন্ডে এক হাজার টিন্সলিয়ন গাণিতিক হিসাব করার ক্ষমতা) বেশি। ডারপা কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৮ সাল নাগাদ এই কম্পিউটার তৈরি করা সম্ভব হবে। মূলত ডারপার লক্ষ্য ছিল উপাত্ত তরঙ্গের বিশ্লেষণ করা এবং সেন্সর করা যায় এমন কম্পিউটার তৈরি করা। এর ফলে এমন প্রসেসর তৈরি করা সম্ভব হবে, যা বর্তমান কম্পিউটিংয়ের মুরস ল’-কে অগ্রাহ্য করতে সক্ষম হবে। মুর’স ল অনুসারে, প্রতি বছর কম্পিউটার প্রসেসরের ক্ষমতা প্রতি দুই বছরে দ্বিগুণ হতে থাকে। ডারপার এই গবেষণা প্রকল্পটির নাম দেয়া হয়েছে ‘ইউবিকুইটাস হাই পারফরম্যান্স কম্পিউটিং’ বা ইউএইচপিসি।
সুত্র: নয়া দিগন্ত