Topic: এইচএসসির 2010 ফল প্রকাশ আজ
[box]এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশ হচ্ছে। সকাল সাড়ে ৯টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফলের কপি হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রী দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ই-মেইলে ফল পাঠিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলবেন। দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশের ঘোষণা দেওয়া হবে। সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও একযোগে ফল প্রকাশ করা হবে। ওয়েবসাইটেও ( www.educationboardresults.gov.bd ) ফল জানা যাবে। পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফল প্রকাশের নিয়ম থাকলেও এ বছর নির্ধারিত সময় শেষ হওয়ার তিন দিন আগে ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করা হচ্ছে। গত ১ এপ্রিল শুরু হয়ে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ১৮ মে। শিক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এবার আট শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) ও ঢাকা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাত লাখ ৩৬ হাজার ৩৭৩ জন। এর মধ্যে আট শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী পাঁচ লাখ ৮৭ হাজার ৫৪০ জন।[/box]
সূত্র : এখানে