Topic: নতুনরূপে আসছে হটমেইল
হটমেইলকে ব্যবহারকারীদের কাছে আরো জনপ্রিয় করতে বিভিন্ন সুবিধা সংযুক্ত করার মাধ্যমে নতুনরূপে সাজাচ্ছে মাইক্রোসফট। জুলাই অথবা আগস্ট থেকে হটমেইল ব্যবহারকারীরা নতুন এ সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন। মাইক্রোসফট জানিয়েছে, নতুন সুবিধা চালুর পর হটমেইলের ইনবক্সে মেইলগুলো ব্যবহারকারীদের চাহিদার ভিত্তিতে বিভিন্ন ডিরেক্টরিতে জমা হবে। ইনবক্সে আসা ছবিগুলো ডাউনলোড ছাড়াও প্রিভিউ দেখার ব্যবস্থা থাকবে। এ ছাড়া থাকবে ভিডিও এবং অন্যান্য ফাইলের প্রিভিউ দেখাসহ ডাউনলোড সুবিধা। পাশাপাশি ছবি, ভিডিও এবং অন্যান্য ফাইল অ্যাটাচমেন্টের পদ্ধতিও আরো সহজ করা হয়েছে।
মাইক্রোসফটের নির্বাহী ক্রিস জোনস বলেন, 'আমাদের ওয়েবমেইলে ব্যবহারকারীদের যথেষ্ট সাড়া না পাওয়ার পেছনের কারণগুলো আমরা খুঁজে বের করেছি। নতুন ধরনের সুবিধা যোগ করার মাধ্যমে এ সেবাকে আমরা সবচেয়ে জনপ্রিয় ওয়েবমেইল সেবা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।'
মাইক্রোসফটের হটমেইলের তুলনায় ব্যবহারকারীদের কাছে জিমেইলের জনপ্রিয়তা বেশি_বাজার বিশ্লেষকদের এমন তথ্যের ভিত্তিতে নতুন সুবিধা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মাইক্রোসফটের ওয়েবমেইল সেবা হিসেবে ১৯৯৬ সালে যাত্রা শুরু হয় হটমেইলের। বর্তমানে হটমেইলের ৩৬ কোটি ব্যবহারকারী রয়েছে বলে জানিয়েছে, বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কমস্কোর।
আল-আমিন কবির, সূত্র : এপি