Topic: মিডিয়াফায়ারের ফাইলগুলো রেজিউম ডাউনলোড সাপোর্ট করছে না

২০০ মেগাবাইটের একটি মুভি ফাইল ৩ ঘন্টা ধরে ১৪৬ মেগাবাইট পর্যন্ত ডাউনলোড করে বন্ধ রেখেছিলাম। কিন্তু দ্বিতীয়বার ফাইলটি আর রেজিউম ডাউনলোড সাপোর্ট করছে না। নতুন করে ডাউনলোড শুরু করার নির্দেশ আসছে।এভাবে আমার ১৪৬ MB  পানিতে পচে গেল। ট্রীটমেন্ট থাকলে জানাবেন, প্লীজ।

সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্বরণে
আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের সৃতির চরণে


Re: মিডিয়াফায়ারের ফাইলগুলো রেজিউম ডাউনলোড সাপোর্ট করছে না

টেস্ট করে দেখুন নীচের লিংকটা
http://www.rongmohol.com/viewtopic.php?id=4444

আশা করছি কাজ হবে।

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/1805_amar_thikana.gif


Re: মিডিয়াফায়ারের ফাইলগুলো রেজিউম ডাউনলোড সাপোর্ট করছে না

http://www.rongmohol.com/viewtopic.php?id=4444 ---এই লিংক এ যেভাবে লিখা আছে আমি টের কিছুই বুঝিনি ।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: মিডিয়াফায়ারের ফাইলগুলো রেজিউম ডাউনলোড সাপোর্ট করছে না

"এরপর আপনি আপনার ব্রাউজারের ক্যাচে.কুকিসহ আরও যেসব জিনিসগুলা থাকে সেগুলা ক্লিয়ার করুন.। "

ফায়ারফক্স থেকে এটা করতে ctrl + shift + del চাপুন।

তারপর ছবির মত সিলেক্ট করে ক্লিয়ার চাপুন। এরপর ফায়ারফক্স একবার বন্ধ করে আবার চালু করুন, হয়ে যাবে। 
http://a.imageshack.us/img842/5286/201008251613clearrecent.jpg

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: মিডিয়াফায়ারের ফাইলগুলো রেজিউম ডাউনলোড সাপোর্ট করছে না

বরাবর,
sawontheboss4,
বিনীত নিবেদন এই যে ,আমার pc এর কী problem হয়েছে বুচ্ছি না। X-marks সহ ফায়ারফক্স এর কয়েকটি addonn ইন্সটল হচ্ছেনা। বরং এটা দেখাচ্ছে ---
                                  ফায়ারফক্স চিহ্নিত স্থানে ফাইল ইনস্টল করতে পারেনি
https://addons.mozilla.org/en-US/firefo … ddondetail
কারণ: ইনস্টলেশনে অপ্রত্যাশিত ত্রুটি
আরও বিস্তারিত জানতে ত্রুটি কনসোল লগ পর্যালোচনা করুন।
-203
কী করতে হবে ভাইয়া  জানাবে।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: মিডিয়াফায়ারের ফাইলগুলো রেজিউম ডাউনলোড সাপোর্ট করছে না

আপনি ফায়ারফক্স এর কোন ভার্সন টি ব্যবহার করছেন?  help > About দেখে জানান।
যদি নতুন বেটা ভার্সন চালান, ইন্সটল হবে না! :-x

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: মিডিয়াফায়ারের ফাইলগুলো রেজিউম ডাউনলোড সাপোর্ট করছে না

ওই বক্স এর নীচে এটা লিখা আছে-
Mozilla/5.0 (Windows; U; Windows NT 6.0; bn-BD; rv:1.9.2.8) Gecko/20100722 Firefox/3.6.8

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: মিডিয়াফায়ারের ফাইলগুলো রেজিউম ডাউনলোড সাপোর্ট করছে না

ভার্সন to ঠিক ই আছে!
আপনার লিঙ্ক এ ক্লিক করলাম তারপর উপরের দান কোনই অ্যালাও দিলাম। ইন্সটল হল।   

http://www.chobimohol.com/image-9C8C_4C76AD8B.jpg

আপনি নেট কানেকশন ঠিক রেখে আরেকবার ট্রাই করেন, আর এসব ক্ষেত্রে স্ক্রীন শট দিলে সুবিধা হই।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: মিডিয়াফায়ারের ফাইলগুলো রেজিউম ডাউনলোড সাপোর্ট করছে না

স্ক্রীন শট দিতে জানিনা।
মনে হচ্ছে আমার pc তোমার কাছে নিয়ে যেতে হবে।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: মিডিয়াফায়ারের ফাইলগুলো রেজিউম ডাউনলোড সাপোর্ট করছে না

ন Problemo.। হ্যাপি টু গিভ সার্ভিস  )+D

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।