Topic: মিডিয়াফায়ারের ফাইলগুলো রেজিউম ডাউনলোড সাপোর্ট করছে না
২০০ মেগাবাইটের একটি মুভি ফাইল ৩ ঘন্টা ধরে ১৪৬ মেগাবাইট পর্যন্ত ডাউনলোড করে বন্ধ রেখেছিলাম। কিন্তু দ্বিতীয়বার ফাইলটি আর রেজিউম ডাউনলোড সাপোর্ট করছে না। নতুন করে ডাউনলোড শুরু করার নির্দেশ আসছে।এভাবে আমার ১৪৬ MB পানিতে পচে গেল। ট্রীটমেন্ট থাকলে জানাবেন, প্লীজ।
আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের সৃতির চরণে