অল্হাম্দুলিল্লাহ, আমার হয়েছে,
এখান থেকে ডাউনলোড করুন,সরাসরি।

এটা আজ কালের কণ্ঠ তে এসেছে।

দারুন ব্যাপার।

সিমেন্টেক গ্রুপের 'নরটন অ্যান্টি-ভাইরাস ২০১১' এবং 'নরটন ইন্টারনেট সিকিউরিটি ২০১১' রবিবার থেকে বাংলাদেশে বাজারজাত শুরু হয়েছে। সিমেন্টেকের দক্ষিণ এশিয়া অঞ্চলের বিক্রয় ব্যবস্থাপক গৌরভ কানওয়াল শনিবার সন্ধ্যায় ঢাকা শেরাটন হোটেলে আনুষ্ঠানিকভাবে 'নরটন ২০১১' অবমুক্ত করেন। এ সময় তিনি বলেন, 'সাইবার অপরাধীরা কেউ বসে নেই। তাই ব্যবহারকারীদের সেরা নিরাপত্তা দিয়ে নিজের কম্পিউটার নিরাপদ রাখতে হবে। সিমেন্টেকের তৈরি নরটন ২০১১ কম্পিউটার এবং সার্ভারকে শতভাগ নিরাপদ রাখবে।'
বাংলাদেশে নরটন বাজারজাতকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ বলেন, 'কম্পিউটারে প্রতিদিনের কাজ যেমন ইন্টারনেট ব্রাউজিং, ছবি বা ডকুমেন্ট ফাইল কপি ও আদান-প্রদানে নরটন কার্যকর ভূমিকা পালন করে। সিমেন্টেকের প্রাযুক্তিক শ্রেষ্ঠত্বই কম্পিউটার সুরক্ষার মূল চাবিকাঠি। নরটন ইন্টারনেট সিকিউরিটি ২০১১-এর বিক্রয় মূল্য তিনজন ব্যবহারকারীর জন্য দুই হাজার ২০০ টাকা এবং একজন ব্যবহারকারীর জন্য এক হাজার ১০০ টাকা। আর নরটন অ্যান্টি-ভাইরাস ২০১১-এর বিক্রয়মূল্য একজন ব্যবহারকারীর জন্য ৭০০ টাকা। এক বছরের বিক্রয়োত্তর সেবাও
পাওয়া যাবে।
utso

তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান ও ইন্টারনেটের মাধ্যমে ফোন করার সফটওয়্যার স্কাইপ ব্যবহারকারীরা এখন থেকে তাদের স্কাইপ অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে যেতে পারবেন এবং ইচ্ছা করলে যেকোনো বন্ধুকে টেলিফোন বা ভিডিও কল করতে পারবেন। স্কাইপ ফেসবুকের নিউজ ফিড এবং এর ফোনবুককে অঙ্গীভূত করেছে। অথচ গত মাসে এমনটি বলা হয়েছিল, ফেসবুক ব্যবহারকারীরা ইন্টারনেট ফোন কল করা এবং বন্ধুদের লিখিত বার্তা পাঠানোর জন্য স্কাইপ ব্যবহার করতে পারবে না। স্কাইপের উৎপাদন ব্যবস্থাপনা পরিচালক মাইক বার্টলেট বলেন, এটা দুই প্রতিষ্ঠানের এক হয়ে যাওয়ার প্রাথমিক পর্যায়। ভবিষ্যতে প্রতিষ্ঠান দুটি একসঙ্গে আরও কাজ করবে।
স্কাইপ তার ডেস্কটপ সেবায় ফেসবুকের একটি ট্যাব যোগ করেছে। এই ট্যাব নিউজ ফিড ও ফোনবুক দুটোই প্রদর্শন করছে। তবে একজন স্কাইপ ব্যবহারকারী ফেসবুকের সেই বন্ধুকে বিনা মূল্যে ভিডিও কল করতে পারবে, যে বন্ধুর স্কাইপ অ্যাকাউন্ট রয়েছে। যে বন্ধুর স্কাইপ অ্যাকাউন্ট নেই, তাকে ল্যান্ডলাইন বা মোবাইল ফোনে ফোন করা যাবে। এ জন্য নির্ধারিত মূল্যও পরিশোধ করতে হবে। মাইক বার্টলেট বলেন, ফেসবুক হচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ।
এ জন্য আমরা ফেসবুকের মধ্য দিয়ে আমাদের যোগাযোগ করার সক্ষমতাকে বাড়ানোর চেষ্টা করছি। তিনি জানান, ফেসবুক ও স্কাইপের একসঙ্গে কাজ করার এই উদ্যোগে কোনো অর্থ বিনিময় হয়নি। ফেসবুক যে তার ফোনবুকে আমাদের প্রবেশ করতে দিয়েছে, সে জন্য আমরা কৃতজ্ঞ।
তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান ও ইন্টারনেটের মাধ্যমে ফোন করার সফটওয়্যার স্কাইপ ব্যবহারকারীরা এখন থেকে তাদের স্কাইপ অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে যেতে পারবেন এবং ইচ্ছা করলে যেকোনো বন্ধুকে টেলিফোন বা ভিডিও কল করতে পারবেন। স্কাইপ ফেসবুকের নিউজ ফিড এবং এর ফোনবুককে অঙ্গীভূত করেছে। অথচ গত মাসে এমনটি বলা হয়েছিল, ফেসবুক ব্যবহারকারীরা ইন্টারনেট ফোন কল করা এবং বন্ধুদের লিখিত বার্তা পাঠানোর জন্য স্কাইপ ব্যবহার করতে পারবে না। স্কাইপের উৎপাদন ব্যবস্থাপনা পরিচালক মাইক বার্টলেট বলেন, এটা দুই প্রতিষ্ঠানের এক হয়ে যাওয়ার প্রাথমিক পর্যায়। ভবিষ্যতে প্রতিষ্ঠান দুটি একসঙ্গে আরও কাজ করবে।
স্কাইপ তার ডেস্কটপ সেবায় ফেসবুকের একটি ট্যাব যোগ করেছে। এই ট্যাব নিউজ ফিড ও ফোনবুক দুটোই প্রদর্শন করছে। তবে একজন স্কাইপ ব্যবহারকারী ফেসবুকের সেই বন্ধুকে বিনা মূল্যে ভিডিও কল করতে পারবে, যে বন্ধুর স্কাইপ অ্যাকাউন্ট রয়েছে। যে বন্ধুর স্কাইপ অ্যাকাউন্ট নেই, তাকে ল্যান্ডলাইন বা মোবাইল ফোনে ফোন করা যাবে। এ জন্য নির্ধারিত মূল্যও পরিশোধ করতে হবে। মাইক বার্টলেট বলেন, ফেসবুক হচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ।
এ জন্য আমরা ফেসবুকের মধ্য দিয়ে আমাদের যোগাযোগ করার সক্ষমতাকে বাড়ানোর চেষ্টা করছি। তিনি জানান, ফেসবুক ও স্কাইপের একসঙ্গে কাজ করার এই উদ্যোগে কোনো অর্থ বিনিময় হয়নি। ফেসবুক যে তার ফোনবুকে আমাদের প্রবেশ করতে দিয়েছে, সে জন্য আমরা কৃতজ্ঞ।

উৎসঃ প্রথম আলো

অনেকেই আছেন উইনডোজ 7 এ 2003 বা উইনডোজ XP তে 2007 ব্যবহার করেন। কিন্তু অনেকেই প্রথম বার হয়তো আমার মত 2007 এ .docx ফাইল সেভ করেছেন, কিন্তু বাইরের দোকানে মান্ধা তার আমলের 2003 ইউজ করছে। বিপত্তি হচ্ছে সে ফাইল সেই দোকানের কম্পু তে আর ওপেন হয়না, বাধ্য হয়ে হয় দোকানে নতুন করে compose করি !!
এর সমাধান আমি পেয়েছি---
সেটা হল,
*.docx কে আপনি Office 2003 তে ব্যবহার করতে পারবেন, এর জন্য আপনাকে একটি কম্পটাবিলিটি প্যাক ইন্সটল করতে হবে।
এজন্য মাইক্রোসফটের নিজস্ব ওয়েবসাইট http://download.microsoft.com থেকে কম্পটাবিলিটি প্যাক ইন্সটল ডাউনলোড করে ইন্সটল করুন।

অথবা এই লিংক সরাসরি।

আর নিচের এই লেখা গুলো কপি করে পেস্ট করে দিলাম । কোনও ভুল হলে জানাবেন।
System Requirements
________________________________________
•    Supported Operating Systems:Windows 2000 Service Pack 4;Windows Server 2003;Windows Vista;Windows Vista Service Pack 1;Windows XP Service Pack 1;Windows XP Service Pack 2;Windows XP Service Pack 3
Windows 7
•    Recommended Microsoft Office programs:
o    Microsoft Word 2000 with Service Pack 3, Microsoft Excel 2000 with Service Pack 3, and Microsoft PowerPoint 2000 with Service Pack 3

o    Microsoft Word 2002 with Service Pack 3, Microsoft Excel 2002 with Service Pack 3, and Microsoft PowerPoint 2002 with Service Pack 3

o    Microsoft Office Word 2003 with at least Service Pack 1, Microsoft Office Excel 2003 with at least Service Pack 1, and Microsoft Office PowerPoint 2003 with at least Service Pack 1

o    Microsoft Office Word Viewer 2003

o    Microsoft Office Excel Viewer 2003

o    Microsoft Office PowerPoint Viewer 2003

Instructions
________________________________________
To install this download:
1.    Ensure your system is up to date by installing all High-Priority/Required updates on Microsoft Update (required for Microsoft Office XP and 2003 users).

2.    After installing all High-Priority/Required updates with Microsoft Update, download the Compatibility Pack by clicking the Download button above and saving the file to your hard disk.

3.    Double-click the FileFormatConverters.exe program file on your hard disk to start the setup program.

4.    Follow the instructions on the screen to complete the installation.

To remove this download:
1.    On the Windows Start menu, click Control Panel.

2.    Select Add/Remove Programs.

3.    In the list of currently installed programs, select Compatibility Pack for the 2007 Office system and then click Remove or Add/Remove. If a dialog box appears, follow the instructions to remove the program.

4.    Click Yes or OK to confirm that you want to remove the program.



Microsoft Office Compatibility Pack for Word, Excel, and PowerPoint File Formats
If your download does not start after 30 seconds, click here: Start download
Instructions
Users of the Microsoft Office XP and 2003 programs Word, Excel, or PowerPoint—please install all High-Priority updates from Microsoft Update before downloading the Compatibility Pack.

By installing the Compatibility Pack in addition to Microsoft Office 2000, Office XP, or Office 2003, you will be able to open, edit, and save files using the file formats in newer versions of Word, Excel, and PowerPoint . The Compatibility Pack can also be used in conjunction with the Microsoft Office Word Viewer 2003, Excel Viewer 2003, and PowerPoint Viewer 2003 to view files saved in these new formats. For more information about the Compatibility Pack, see 924074.

Note: If you use Microsoft Word 2000 or Microsoft Word 2002 to read or write documents containing complex scripts, please see 925451 for information to enable newer versions of Word documents to be displayed correctly in your version of Word.

Administrators: The administrative template for the Word, Excel, and PowerPoint converters contained within the Compatibility Pack is available for download.

Update: The Microsoft Office Compatibility Pack has been updated to include SP2. Additionally, with the updated Compatibility Pack, if .DOCX or .DOCM files contain custom XML tags, those tags are removed when the file is opened in Word 2003. For more information,

3। mediafire লিংক

http://sawontheboss4.rmcforum.com/wp-content/uploads/2010/10/Avg-Pc-tune-up-508-x-230.jpg

AVG এন্টিভাইরাস বা ইন্টারনেট সিকুরিটি আমাদের পিসি কে কতখানি সুরক্ষা করে, টা আমরা জানি । তাই আমি আপনাদের সাথে AVG PC Tuneup সম্পর্কে আলচোনা করব যে AVG PC Tuneup 2011 দিয়ে কি কি করা যায় এবং কি উপকারিতা--

০১.আপনার ইন্টারনেট কানেকশন কে সব সময় অপ্টিমাইজ করবে।
০২.আপনি যখন অনলাইন এ থাকবেন তখন কিভাবে আপনার ইন্টারনেট কানেকশন কে কিভাবে গতিময় করে রাখতে হবে।
০৩.কোন কারন বশত আপনার ফাইল ডিলেট করলে বা ডিলেট হয়ে গেলে সহজেই ফেরত আনার ব্যাবস্থা।
০৪.ফাইল বা ফোল্ডার কে সব সময় সজত্ন করে রাখা।
০৫.রেজিস্ট্রি ক্লিনার করা যেটা করলে আপনার কম্পিউটার ফাস্ট ও সতেজ রাখবে।
০৬. ডিস্ক ক্লিনার যেটা করলে আপনার ডিস্ক এর অপ্রয়োজনীয় ফাইল ফাইল মুছে পরিস্কার কর রাখা।
০৭.ডিস্ক ও রেজিস্ট্রি ডেফ্রাগমেন্ট।
আরোও অনেক কিছু..................।।
ডাউনলোড লিংক:
  1। 48 ঘন্টার জন্য।
  2। বহু বড় সাইট থেকে।

http://img521.imageshack.us/img521/8206/microsoftn.jpg

বাজারে প্রচলিত উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট এঙ্প্লোরারের ৪৯টি সমস্যার সমাধান করেছে মাইক্রোসফট। উইন্ডোজে এ ত্রুটিগুলো শনাক্ত করার পর মাইক্রোসফট নিরাপত্তা বিভাগ অতিরিক্ত সফটওয়্যার (প্যাচ) বাজারে ছেড়েছে গতকাল। অতিরিক্ত এ সফটওয়্যারটির মধ্যে বিশ্বের সর্বোচ্চ দ্রুতগতির শক্তিশালী সাইবার আক্রমণের ভাইরাস বলে পরিচিত 'স্টাঙ্নেট' থেকে কম্পিউটার রক্ষার নিরাপত্তা টুলসও রয়েছে।
মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজভিত্তিক কম্পিউটার নেটওয়ার্কে নিরাপত্তাসহ অন্য ত্রুটি একসঙ্গে সমাধান করতে মাইক্রোসফট নিরাপত্তা বিভাগ বিশেষ উদ্যোগ নিয়েছিল। একই সঙ্গে উইন্ডোজ ব্যবহারকারীদের 'স্টাঙ্নেট' ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে কাজ করেছে মাইক্রোসফট। নিরাপত্তা বিশেষজ্ঞরা উইন্ডোজের সমস্যাগুলো সমাধান করার জন্য বিশেষ ধরনের অতিরিক্ত সফটওয়্যার তৈরি করেছেন, যেটি ব্যবহারকারীরা কম্পিউটারে ইনস্টল করলে ব্যবহারকারীদের নিরাপত্তা ত্রুটি নিয়ে আপাতত আর কোনো সমস্যা থাকবে না। এর আগে অ্যান্টিভাইরাস নির্মাতা ক্যাসপারস্কির নিরাপত্তাদল উইন্ডোজ সেভেনের ৪৯টি ত্রুটি সম্পর্কে মাইক্রোসফটকে অবহিত করে। মাইক্রোসফটের নিরাপত্তা বিশ্লেষক ইভান ম্যাকালিনটান বলেন, ব্যবহারকারীদের যত দ্রুত সম্ভব এ অতিরিক্ত সফটওয়্যারগুলো ইনস্টল করে নেওয়া উচিত। https:/www.microsoft.com/ technet/ security/bulletin/ms10-oct.mspx ঠিকানার ওয়েবসাইট থেকে কম্পিউটারের নির্দিষ্ট অ্যাপ্লিকেশন নির্বাচন করে নিরাপত্তা সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে।

টরেন্ট হলো পিয়ার-টু-পিয়ার ফাইল শেয়ারিং সিস্টেম। একাধিক ব্যক্তি একই ইন্টারনেট ব্যান্ডউইডথ ব্যবহার করে এ পদ্ধতিতে ফাইল ডাউনলোড করতে পারেন। এ পদ্ধতিতে দ্রুতগতিতে ফাইল ডাউনলোড করা যায়। টরেন্ট ফাইল ডাউনলোড করার জন্য রয়েছে একাধিক টরেন্ট ফাইল ডাউনলোড সাইট। http:/www.utorrent.com সাইট থেকে মিউটরেন্ট নামের টরেন্ট ফাইল ডাউনলোডার সফটওয়্যার ডাউনলোড করা যাবে এবং এর মাধ্যমে যেকোনো টরেন্ট ফাইল ডাউনলোড করা সম্ভব।

shame on you

তবে যারা গ্রামীণ ফোন ব্যবহার করেন তারা দয়া করে torrent থেকে কিছু নামাবেন না। কারণ তারা এই সাইট সাপোর্ট করে না।

ই-মেইল ঠিকানার পরিবর্তে ইউজারনেম দিয়েও ফেইসবুকে লগ-ইন করা যায়। এ জন্য প্রথমে ফেইসবুকে লগ-ইন করে Account g_GK Account Settings-G ক্লিক করুন। এখন টংবৎহধসব-এর ডান পাশের পযধহমব-এ ক্লিক করুন। Username eO&G নাম লিখে Check availability-এ ক্লিক করুন। নামটি সহজলভ্য থাকলে Confirm -এ ক্লিক করুন, আর ফাঁকা না থাকলে নাম পরিবর্তন করুন। আপনি যদি ধনপফব ইউজারনেম নির্বাচন করেন, তাহলে আপনার ফেইসবুকের ঠিকানা হবেwww.facebook.com/abcde|
Source

নতুন চেহারা পেল সামাজিক যোগাযোগের সাইট টুইটার। এখন থেকে ছয়টি ভাষায় টুইটারের নতুন এ সংস্করণ ব্যবহার করা যাবে। টুইটারের মুখপাত্র ক্যারোলিন পিনার বুধবার এক বিবৃতিতে বলেন, 'টুইটারের ১৬ কোটি ব্যবহারকারীর দীর্ঘদিনের অপেক্ষায় অবসান হয়েছে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে এটি চালু করা হলো। কেউ তাঁর টুইটার পেজ খুললেই দেখবেন পুরনো টুইটার স্বয়ংক্রিয়ভাবে নতুন টুইটারে বদলে গেছে। কেউ চাইলে পুরনো সংস্করণও ব্যবহার করতে পারবেন। সে ক্ষেত্রে আগামী ছয় সপ্তাহের মধ্যে পুরনো সংস্করণে ফিরে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে। তিনি জানান, নতুন সংস্করণে একাধিক নেভিগেশন নিয়ন্ত্রক, স্ক্রিনের ওপরের দিকে ড্রপ ডাউন মেন্যুবারসহ বেশ কিছু সুবিধা যোগ করা হয়েছে। ফলে টুইটারে আসা মেসেজগুলো এখন সহজেই পড়া যাবে।
টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট

http://img823.imageshack.us/img823/5129/facebookew.jpg

ব্যবহারকারীদের নিরাপত্তা আরো বাড়ানোর জন্য 'ওয়ান টাইম পাসওয়ার্ড' সুবিধা চালু করেছে ফেইসবুক। ফেইসবুক জানিয়েছে, ফেইসবুক ব্যবহারকারীদের অনেকেই অন্যের কম্পিউটার ব্যবহার করে ফেইসবুকে লগ-ইন করেন। অনেক কম্পিউটারেই বিভিন্ন ধরনের 'কি লগার' সফটওয়্যার ইনস্টল করা থাকে, যেগুলো ব্যবহারকারীর পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ করে রাখে। অনেক সময় ব্রাউজারও পাসওয়ার্ড সংরক্ষণ করে। ফলে পরবর্তী সময়ে অন্য ব্যবহারকারী এসব পাসওয়ার্ড দেখার সুযোগ পায়। এ ঝুঁকি থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে 'ওয়ান টাইম পাসওয়ার্ড' ফিচার চালু করা হয়েছে।
ওয়ান টাইম পাসওয়ার্ড কেবল ২০ মিনিটের জন্য কার্যকর থাকবে। ফলে অন্য কেউ পরবর্তী সময়ে এই পাসওয়ার্ড পেয়ে গেলেও ফেইসবুকে লগ-ইন করতে পারবে না। নতুন এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা নিজের ফেইসবুক প্রোফাইলে যুক্ত ফোন নম্বর থেকে ফেইসবুকের অফিশিয়াল নম্বর ৩২৬৬৫ (FBook) G OTP লিখে এসএমএস পাঠালেই ফিরতি এসএমএসে একটি টেমপোরারি পাসওয়ার্ড পাবেন। এ পাসওয়ার্ডটি দিয়ে যেকোনো কম্পিউটার থেকেই নিশ্চিন্তে লগ-ইন করতে পারবেন। ব্যবহারকারীদের এ টেমপোরারি পাসওয়ার্ড ২০ মিনিটের জন্য কার্যকর থাকবে।
বাংলাদেশ থেকে বর্তমানে কেবল বাংলালিংক ব্যবহারকারীরাই সুবিধাটি পাচ্ছেন।
সূত্র : ইন্টারনেট

তোমাদের অনুরোধে সরাসরি লিংক দিলাম। www.bismillah.com

150 টাকা ।

উইনডোজ 8 এর থিম এসেছে, বর্ণনা সহ এখানে visit করুন।  big grin  nerd

এমএনপি প্রক্রিয়ায় প্রবেশ করেছে বাংলালিংক। এর মাধ্যমে একজন গ্রাহক তার ফোন নাম্বারের কোনো পরিবর্তন না করেই যে কোনো অপারেটরকে বাছাই করে নিতে পারেন। এর মধ্য দিয়ে সত্যিকার অর্থেই গ্রাহকরা তাদের সেরা পছন্দটিকে বেছে নিতে পারেন। ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোর পাশাপাশি মিসর ও পাকিস্তানের মতো দেশেও গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে এই প্রক্রিয়া অনুসরণ করা হ চ্ছে।
এমএনপির মাধ্যমে গ্রাহকরা সেরা কভারেজ বা মানসপন্ন নেটওয়ার্ক বাছাই করে তাতে যুক্ত হতে পারেন। এ ছাড়া গ্রাহকরা কম খরচে ইচ্ছেমতো অপারেটর পছন্দ করে এই প্রক্রিয়ায় নির্বিঘে টেলিসুবিধা উপভোগ করেন। not listening  :lol:
                                  সূত্র: ডেসটিনী

৮৬৭

(১ replies, posted in ই-বুক এলাকা)

বাংলা ই-বুক ডাউনলোড করার সুযোগ দিতে চালু হয়েছে www.banglabooks.tk ওয়েবসাইট। সাইটটিতে ১২টি ক্যাটাগরিতে ২০ জন লেখকের পাঁচ শতাধিক বই রয়েছে। সাইটটির হোম পেজে রয়েছে লেখকের নামানুসারে বই এবং নতুন আপলোড হওয়া বইয়ের লিঙ্ক। :cool:  :দিবাস্বপ্ন:  (y)

ওয়েবপি' নামের ছবির নতুন ফরম্যাট তৈরি করেছে গুগল। গুগল জানিয়েছে, ছবির নতুন ফরম্যাটটি ফাইলের আকারকে আরো কমিয়ে আনবে, এটিকে দ্রুত খুলতে সাহায্য করবে এবং ছবি দেখতে আগের চেয়ে চকচকে হবে। জেপিইজি ফরম্যাটের চেয়ে এটি কমপক্ষে ৪০ শতাংশ জায়গা কম দখল করবে। তাই ছবির ফরম্যাটকে সম্পূর্ণ 'ওয়েবপি' ফরম্যাটে করা হলে ইন্টারনেটের গতি বাড়বে আরো ২৬ শতাংশ। এর আগে ওয়েবভিত্তিক ভিডিওর জন্য 'ওয়েবএম' নামক ভিডিও ফরম্যাট বাজারে আনার ঘোষণা দিয়েছিল গুগল।
সূত্র : ইন্টারনেট

বিনামূল্যে মোবাইল ফোন অ্যাপ্লিকেশন ডাউনলোডের সুযোগ দেবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অনলাইন শপ গেটজারডটকম। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতা 'গ্লু'-র সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠান দুটি যৌথভাবে অ্যাপ্লিকেশন তৈরি করবে এবং এগুলো গেটজারের মাধ্যমে বিনামূল্যে ব্যবহারকারীদের ডাউনলোডের সুবিধা দেওয়া হবে। ফলে ব্যবহারকারীরাও বিনা খরচে উন্নতমানের অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ পাবেন। উল্লেখ্য, অ্যাপ্লিকেশন ডাউনলোডের রেকর্ডে অ্যাপলের অ্যাপস্টোরের পরেই রয়েছে গেটজারের অবস্থান। সাইটটি থেকে এ পর্যন্ত এক শ কোটিরও বেশিবার অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়েছে! প্রতি মাসে অ্যাপ্লিকেশন ডাউনলোডের পরিমাণ ১০ লাখেরও বেশি।
সূত্র: এপি

বাংলায় ফেইসবুক ব্যবহার করতে প্রথমে ফেইসবুকের Account  অপশনে ক্লিক করুন। এখানে সাবমেন্যু অপশন আসবে। এবার Account settings -এ ক্লিক করুন। এরপর Language  ট্যাবে ক্লিক করুন। Primary Language  থেকে ভাষা বেছে নেওয়ার অপশন আসবে। এখান থেকে বাংলা ভাষা নির্বাচন করলেই স্বয়ংক্রিয়ভাবে আপনার ফেইসবুক অ্যাকাউন্ট বাংলা ভাষায় চলে আসবে। =D

গুগলের সার্চ ইঞ্জিনের মাধ্যমেও জানতে পারেন এক দেশের মুদ্রার সঙ্গে অন্য দেশের মুদ্রার বিনিময়ের হার। এজন্য প্রথমে গুগল সার্চ বক্সে যান। আপনি যদি ইউএস ডলারের বিপরীতে জাপানের মুদ্রার বিনিময়ের হার জানতে চান তবে লিখুন 1 USD in yen। সার্চ ফলাফলের প্রথমেই আপনার কাঙ্ক্ষিত তথ্য।
                           সূত্র

আমার এটা কপি পোস্ট, মূল পোস্ট এখানে।

আজ সকালে পেলাম তাই 1টা অ্যাকাউন্ট খুলে ফেললাম , [email protected] এই নামে । কারণ এর প্রথমেই আছে বিসমিল্লাহ শব্দ। তাই ভাল লেগে গেল। যারা খুলবেন  তারা আমাকে 1টি ইমেইল পাঠাবেন।

এটা কী repost নাকি তুমি projonmo ফোরাম এ দ্যা ডেডলক নামে আছ ।

তবে কৌতুক গুলো সুন্দর। ধন্যবাদ।

এটা sony এর পোস্ট , এই লিংক-এ

ছবি পরিবর্তন করার জন্য প্রথমে গুগল সার্চ ইঞ্জিন হোমপেইজে (www.google.com) যেতে হবে। সাইটটির নিচে বাঁ পাশে Change your background image নামের একটি বাটন পাওয়া যাবে। এতে ক্লিক করুন।(লাল এরো )

http://img297.imageshack.us/img297/6053/201010081918google.jpg

নতুন পেইজে আপনার জি-মেইল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে। এবার নতুন একটি ওয়েবপেইজ আসবে।
http://img229.imageshack.us/img229/6636/201010081922igoogle.jpg

নিজের কম্পিউটার থেকে(1)  বা নিজের piasa album থেকে(2 ) অথবা public site (3) ছবি আপলোড করে গুগল ব্যাকগ্রাউন্ড করতে চাইলে ক্লিক করুন।
http://img89.imageshack.us/img89/4249/201010081926google.jpg

তারপর দেখুন আপনার গুগল পেজ এর চেহারা

আর পছন্দ না হলে বা পরিবর্তন করতে চাইলে চিত্রে দেখানো লাল এরো তে click করুন। http://img52.imageshack.us/img52/214/201010081936google.jpg