Topic: bing ও Google এ একসাথে সার্চ করা।
সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে গুগল এর পজিশন এখন এক নম্বরে।কিন্তু তাইবলে পিছিয়ে নেই বিং বা ইয়াহু। সবসময় সব তথ্য যে গুগলেই পাওয়া যাবে এমনটি নয়। তাই এমন একটি ওয়েবসাইট এর কথা বলবো যার মাধ্যমে আমরা গুগল ও বিং এর সার্চ রেজাল্ট একসাথে পেতে পারি।
http://www.bing-vs-google.com/
এখানে গুগল ও বিং এর সার্চ রেজাল্ট পাশাপাশি 2টি কলামে দেখাবে।