Topic: ফেইসবুকে 'ওয়ান টাইম পাসওয়ার্ড'

http://img823.imageshack.us/img823/5129/facebookew.jpg

ব্যবহারকারীদের নিরাপত্তা আরো বাড়ানোর জন্য 'ওয়ান টাইম পাসওয়ার্ড' সুবিধা চালু করেছে ফেইসবুক। ফেইসবুক জানিয়েছে, ফেইসবুক ব্যবহারকারীদের অনেকেই অন্যের কম্পিউটার ব্যবহার করে ফেইসবুকে লগ-ইন করেন। অনেক কম্পিউটারেই বিভিন্ন ধরনের 'কি লগার' সফটওয়্যার ইনস্টল করা থাকে, যেগুলো ব্যবহারকারীর পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ করে রাখে। অনেক সময় ব্রাউজারও পাসওয়ার্ড সংরক্ষণ করে। ফলে পরবর্তী সময়ে অন্য ব্যবহারকারী এসব পাসওয়ার্ড দেখার সুযোগ পায়। এ ঝুঁকি থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে 'ওয়ান টাইম পাসওয়ার্ড' ফিচার চালু করা হয়েছে।
ওয়ান টাইম পাসওয়ার্ড কেবল ২০ মিনিটের জন্য কার্যকর থাকবে। ফলে অন্য কেউ পরবর্তী সময়ে এই পাসওয়ার্ড পেয়ে গেলেও ফেইসবুকে লগ-ইন করতে পারবে না। নতুন এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা নিজের ফেইসবুক প্রোফাইলে যুক্ত ফোন নম্বর থেকে ফেইসবুকের অফিশিয়াল নম্বর ৩২৬৬৫ (FBook) G OTP লিখে এসএমএস পাঠালেই ফিরতি এসএমএসে একটি টেমপোরারি পাসওয়ার্ড পাবেন। এ পাসওয়ার্ডটি দিয়ে যেকোনো কম্পিউটার থেকেই নিশ্চিন্তে লগ-ইন করতে পারবেন। ব্যবহারকারীদের এ টেমপোরারি পাসওয়ার্ড ২০ মিনিটের জন্য কার্যকর থাকবে।
বাংলাদেশ থেকে বর্তমানে কেবল বাংলালিংক ব্যবহারকারীরাই সুবিধাটি পাচ্ছেন।
সূত্র : ইন্টারনেট

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books