Topic: বাংলাদেশে 'নরটন ২০১১' বাজারজাত শুরু

সিমেন্টেক গ্রুপের 'নরটন অ্যান্টি-ভাইরাস ২০১১' এবং 'নরটন ইন্টারনেট সিকিউরিটি ২০১১' রবিবার থেকে বাংলাদেশে বাজারজাত শুরু হয়েছে। সিমেন্টেকের দক্ষিণ এশিয়া অঞ্চলের বিক্রয় ব্যবস্থাপক গৌরভ কানওয়াল শনিবার সন্ধ্যায় ঢাকা শেরাটন হোটেলে আনুষ্ঠানিকভাবে 'নরটন ২০১১' অবমুক্ত করেন। এ সময় তিনি বলেন, 'সাইবার অপরাধীরা কেউ বসে নেই। তাই ব্যবহারকারীদের সেরা নিরাপত্তা দিয়ে নিজের কম্পিউটার নিরাপদ রাখতে হবে। সিমেন্টেকের তৈরি নরটন ২০১১ কম্পিউটার এবং সার্ভারকে শতভাগ নিরাপদ রাখবে।'
বাংলাদেশে নরটন বাজারজাতকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ বলেন, 'কম্পিউটারে প্রতিদিনের কাজ যেমন ইন্টারনেট ব্রাউজিং, ছবি বা ডকুমেন্ট ফাইল কপি ও আদান-প্রদানে নরটন কার্যকর ভূমিকা পালন করে। সিমেন্টেকের প্রাযুক্তিক শ্রেষ্ঠত্বই কম্পিউটার সুরক্ষার মূল চাবিকাঠি। নরটন ইন্টারনেট সিকিউরিটি ২০১১-এর বিক্রয় মূল্য তিনজন ব্যবহারকারীর জন্য দুই হাজার ২০০ টাকা এবং একজন ব্যবহারকারীর জন্য এক হাজার ১০০ টাকা। আর নরটন অ্যান্টি-ভাইরাস ২০১১-এর বিক্রয়মূল্য একজন ব্যবহারকারীর জন্য ৭০০ টাকা। এক বছরের বিক্রয়োত্তর সেবাও
পাওয়া যাবে।
utso

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: বাংলাদেশে 'নরটন ২০১১' বাজারজাত শুরু

হায়রে, এতদিন পরে আমার তো সাবস্ক্রিপশন 90 days এর টা ওভার হবার দশা!  ~X

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।