Topic: গুগল পেইজের 'ব্যাকগ্রাউন্ড' পরিবর্তন করা

ইন্টারনেটে তথ্য খোঁজার জন্য সার্চ ইঞ্জিন গুগল ব্যবহার করেন না_এমন ব্যবহারকারী পাওয়া দুষ্কর। জনপ্রিয় এ সার্চ ইঞ্জিনে প্রায়ই নিত্যনতুন সুবিধা যোগ করা হয়। সম্প্রতি যুক্ত করা হয়েছে 'ব্যাকগ্রাউন্ড' পরিবর্তন সুবিধা।
সাধারণভাবে গুগল পেইজের ব্যাকগ্রাউন্ডে গুগলের একটি লোগো ছাড়া কিছু নেই। তবে গুগলের নতুন সুবিধায় সহজে গুগল পেইজের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নিতে পারবেন। চাইলে নিজের ছবি দিয়েও গুগলের ব্যাকগ্রাউন্ড তৈরি করা যাবে। ছবি শেয়ারিং সাইট পিকাসা (http://picasaweb.google.com)-তে আপলোড করা ছবি থেকেও গুগলের ব্যাকগ্রাউন্ড ছবি নির্বাচন করা যাবে।
ছবি পরিবর্তন করার জন্য প্রথমে গুগল সার্চ ইঞ্জিন হোমপেইজে (www.google.com) যেতে হবে। সাইটটির নিচে বাঁ পাশে Change your background image নামের একটি বাটন পাওয়া যাবে। এতে ক্লিক করুন। নতুন পেইজে আপনার জি-মেইল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে। এবার নতুন একটি ওয়েবপেইজ আসবে। নিজের কম্পিউটার থেকে ছবি আপ করে গুগল ব্যাকগ্রাউন্ড করতে চাইলে From ¸ Computer ক্লিক করুন। এবার Choose image to upload লেখা বঙ্ েক্লিক করে কম্পিউটার থেকে আপনার ছবিটি নির্বাচন করুন। এবার Images will be added to this Picasa album লেখা বঙ্ থেকে Dropbox নির্বাচন করে Upload ক্লিক করুন। ছবিটি গুগল ব্যাকগ্রাউন্ড হিসেবে নির্বাচিত হয়ে যাবে।
ছবি শেয়ারিং সাইট পিকাসার হাজারো ছবি থেকে পছন্দের ছবিটিকে গুগল ব্যাকগ্রাউন্ড করার জন্য চঁনষরপ ধেষষবৎু বাটনে ক্লিক করে একটি ছবি নির্বাচন করুন এবং ঝবষবপঃ বাটনে ক্লিক করুন।
তবে গুগলের নতুন এ সুবিধা পেতে আপনার জি-মেইল অ্যাকাউন্টটি অবশ্যই সাইন-ইন অবস্থায় থাকতে হবে।

                                      সূত্র

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: গুগল পেইজের 'ব্যাকগ্রাউন্ড' পরিবর্তন করা

ছবি পরিবর্তন করার জন্য প্রথমে গুগল সার্চ ইঞ্জিন হোমপেইজে (www.google.com) যেতে হবে। সাইটটির নিচে বাঁ পাশে Change your background image নামের একটি বাটন পাওয়া যাবে। এতে ক্লিক করুন।(লাল এরো )

http://img297.imageshack.us/img297/6053/201010081918google.jpg

নতুন পেইজে আপনার জি-মেইল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে। এবার নতুন একটি ওয়েবপেইজ আসবে।
http://img229.imageshack.us/img229/6636/201010081922igoogle.jpg

নিজের কম্পিউটার থেকে(1)  বা নিজের piasa album থেকে(2 ) অথবা public site (3) ছবি আপলোড করে গুগল ব্যাকগ্রাউন্ড করতে চাইলে ক্লিক করুন।
http://img89.imageshack.us/img89/4249/201010081926google.jpg

তারপর দেখুন আপনার গুগল পেজ এর চেহারা

আর পছন্দ না হলে বা পরিবর্তন করতে চাইলে চিত্রে দেখানো লাল এরো তে click করুন। http://img52.imageshack.us/img52/214/201010081936google.jpg

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: গুগল পেইজের 'ব্যাকগ্রাউন্ড' পরিবর্তন করা

দারুন লাগলো টপিকটি। রেপু তো দিতেই হবে। এত কস্ট করে ছবি সহ দিলেন যে।  (y)

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।