Topic: ৪৯ সমস্যার সমাধান করল মাইক্রোসফট

http://img521.imageshack.us/img521/8206/microsoftn.jpg

বাজারে প্রচলিত উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট এঙ্প্লোরারের ৪৯টি সমস্যার সমাধান করেছে মাইক্রোসফট। উইন্ডোজে এ ত্রুটিগুলো শনাক্ত করার পর মাইক্রোসফট নিরাপত্তা বিভাগ অতিরিক্ত সফটওয়্যার (প্যাচ) বাজারে ছেড়েছে গতকাল। অতিরিক্ত এ সফটওয়্যারটির মধ্যে বিশ্বের সর্বোচ্চ দ্রুতগতির শক্তিশালী সাইবার আক্রমণের ভাইরাস বলে পরিচিত 'স্টাঙ্নেট' থেকে কম্পিউটার রক্ষার নিরাপত্তা টুলসও রয়েছে।
মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজভিত্তিক কম্পিউটার নেটওয়ার্কে নিরাপত্তাসহ অন্য ত্রুটি একসঙ্গে সমাধান করতে মাইক্রোসফট নিরাপত্তা বিভাগ বিশেষ উদ্যোগ নিয়েছিল। একই সঙ্গে উইন্ডোজ ব্যবহারকারীদের 'স্টাঙ্নেট' ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে কাজ করেছে মাইক্রোসফট। নিরাপত্তা বিশেষজ্ঞরা উইন্ডোজের সমস্যাগুলো সমাধান করার জন্য বিশেষ ধরনের অতিরিক্ত সফটওয়্যার তৈরি করেছেন, যেটি ব্যবহারকারীরা কম্পিউটারে ইনস্টল করলে ব্যবহারকারীদের নিরাপত্তা ত্রুটি নিয়ে আপাতত আর কোনো সমস্যা থাকবে না। এর আগে অ্যান্টিভাইরাস নির্মাতা ক্যাসপারস্কির নিরাপত্তাদল উইন্ডোজ সেভেনের ৪৯টি ত্রুটি সম্পর্কে মাইক্রোসফটকে অবহিত করে। মাইক্রোসফটের নিরাপত্তা বিশ্লেষক ইভান ম্যাকালিনটান বলেন, ব্যবহারকারীদের যত দ্রুত সম্ভব এ অতিরিক্ত সফটওয়্যারগুলো ইনস্টল করে নেওয়া উচিত। https:/www.microsoft.com/ technet/ security/bulletin/ms10-oct.mspx ঠিকানার ওয়েবসাইট থেকে কম্পিউটারের নির্দিষ্ট অ্যাপ্লিকেশন নির্বাচন করে নিরাপত্তা সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books