Topic: গুগল আনছে 'ওয়েবপি' ছবি ফরম্যাট
ওয়েবপি' নামের ছবির নতুন ফরম্যাট তৈরি করেছে গুগল। গুগল জানিয়েছে, ছবির নতুন ফরম্যাটটি ফাইলের আকারকে আরো কমিয়ে আনবে, এটিকে দ্রুত খুলতে সাহায্য করবে এবং ছবি দেখতে আগের চেয়ে চকচকে হবে। জেপিইজি ফরম্যাটের চেয়ে এটি কমপক্ষে ৪০ শতাংশ জায়গা কম দখল করবে। তাই ছবির ফরম্যাটকে সম্পূর্ণ 'ওয়েবপি' ফরম্যাটে করা হলে ইন্টারনেটের গতি বাড়বে আরো ২৬ শতাংশ। এর আগে ওয়েবভিত্তিক ভিডিওর জন্য 'ওয়েবএম' নামক ভিডিও ফরম্যাট বাজারে আনার ঘোষণা দিয়েছিল গুগল।
সূত্র : ইন্টারনেট
Medical Guideline Books