ধন্যবাদ

ভন্ডের ভন্ডামি ...............

যুগের  ধর্ম এই
পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দিবে তোমাকেই ।
                                 
[ নজরুল]

মাটির ঢিবিতে দুদিন বসিয়া
রাজা সেজে করে পেষন কষিয়া-
সে পেষনে তারি আসন ধ্বসিয়া রচিছে গোরস্তান!
ভাই এর মুখের গ্রাস কেড়ে খেয়ে বীরের আখ্যা পান!

              [ নজরুল]

মাটির ঢিবিতে দুদিন বসিয়া
রাজা সেজে করে পেষন কষিয়া-
সে পেষনে তারি আসন ধ্বসিয়া রচিছে গোরস্তান!
ভাই এর মুখের গ্রাস কেড়ে খেয়ে বীরের আখ্যা পান!

              [ নজরুল]

সচেতন হলে আমরা আশা করতে পারি

আমি সাজিয়েছি

সর্বশেষটি আমার খুব ভাল লেগেছে

আমি  সেই দিনের জন্য...............

বিশ্বকাপের সময়ে এই প্রয়োজনীয় টপিক  আলোচনার জন্য  ধন্যবাদ ।

জোশ কবিতা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আমার জন্য দোয়া করবেন

শীতের সকাল বেলা
ঘুমের মাঝে করিতেছি খেলা ।
দাদী বলে,আমি গাহিতেছি গান
ঘুমাইয়া ঘুমাইয়া জুড়াও প্রান ।
মা বলে,এতো হ্ল বড় জালা
আর কত কাল করবি এ খেলা ।
বাবা বলে,আর সহিবনা বাড়াবাড়ি
বেছানা ছেড়ে উঠ তাড়াতাড়ি ।
আমি দেই মাথা,কাথা দিয়ে আরো মুড়ে
আমি সব সহিব শুধু ঘুমের তরে ।

বিস্তারিত   তথ্যের জন্য  ধন্যবাদ

আসুন আমরা  দলাদলিকে গলাগলিতে পরিনিত করি

ভাবীডাক্তার
চারিদিকে রটে গেল এক রব
মুছে গেল যত খ্যাতি যত কীর্তি সব।
গ্রামের এক ছাত্র
পড়িয়া দিবা রাত্র ।
কলম দিয়া বৃত্ত ভরিয়া
হাজার ছাত্র পিছনে ফেলিয়া ।
পেয়েছে ঠাই মেডিকেল শাস্ত্রে
অভাব রহিবেনা অন্নে বস্ত্রে ।
ছোটরা বলে,আসে ডাক্তার
বড়রা বলে, তোরা পথছাড় ।
যবে আসিয়া দেয় সালাম
মায়েরা বলে,বাবা পড়িও কালাম ।
অবশেসে মেডিকেলে এসে
ছেলে গেছে ফেসে ।
আইটেম আর কার্ডের ফাকে
নয়না যেন ইশারাতে ডাকে ।
মেয়েরা যায় হেলিয়া দুলিয়া
ছাত্র দেখে নয়ন মেলেয়া ।
আড়ালে রহিয়া বারে বারে মারে উকি
বৃথা করি শ্রম শুধু আপনারে দেয় ফাকি ।
বারে বারে খেয়ে বাশ
টেনেটুনে কোনো মত ডাক্তারি  পাশ ।
ফিরিয়া আসিয়া বাড়ি
রোগ না বুঝে রোগীরে মারে  ঝাড়ি ।
পেলো নাতো বাড়ি,পেলো নাতো গাড়ি
এলো নাতো টাকা, ভালোবাসিলনা কোন নারী ।
আজ সে এমন ভুক্তভুগী
রোগীর খোজে আপনি হয়েছে রোগী ।

আমি  ডেল পছন্দ করি

আসুন আমরা একসাথে শিশু শ্রম বন্ধে কাজ করি

আমরা নগন্য,হয়ে গন্য, হলাম ধন্য।

সুন্দর  তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ

তো হয়ে যাক,"ধুম করে ঘুম"

নিউটন জ্ঞান সাগরে নুরিপাথর  নিয়ে খেলাধুলা  করেছে,আর এরা জ্ঞান সাগরে  হাবুডুবু খাচ্ছে।

৪৮

(২ replies, posted in ৫১ তম ব্যাচ)

I,shamim 51 have missed abdomen card because   I have been affected by fever.  dears, pray for me  so that I can do better in  future.

মুক্তির জন্য

আমি  জ্ঞানের, আমি আলোর,আমি  ভালোর ।  তথ্যপ্রযুক্তির  যে   আলোয় আরএমসি  আলোকিত ,সে আলোর 
বাহক তৌফিক ভাইকে জানাই   ধ ন্যবাদ ।   
                                                 শামীম ৫১