Topic: স্ট্রোকের ঝুঁকিতে মাইগ্রেন আক্রান্তরা
শিরঃপীড়া বা মাইগ্রেনে আক্রান্তদের স্ট্রোকের ঝুঁকি অন্যদের চেয়ে প্রায় দ্বিগুণ।নতুন এক গবেষণা পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।এর আগে সম্পাদিত ২১ টি সমীক্ষা পর্যালোচনার মাধ্যমে মাইগ্রেন ও রক্ত সংরোধজনিত স্ট্রোকের মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া গেছে। মস্তিষ্কে রক্ত চলাচলে বাধাদানকারী স্ট্রোকের এ ধরনটিই সবচেয়ে সাধারণ।
সমীক্ষাগুলো পর্যালোচনা করে দেখা গেছে, মাইক্রেনে ভুগছে না এমন লোকের চেয়ে যারা মাইগ্রেনে ভুগছে তাদের এ ধরনের স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় দ্বিগুণ। আমেরিকান জার্নাল অব মেডিসিনে প্রকাশিত এক আর্টিকেলে এ কথা জানানো হয়েছে।
তবে বিশেষজ্ঞরা মাইগ্রেনের সঙ্গে স্ট্রোকের কেন সম্পর্ক রয়েছে, সে ব্যাপারে নিশ্চিত নয়।
নতুন সমীক্ষার জ্যেষ্ঠ গবেষক ও বাল্টিমোরের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. সামান নাজারিয়ান বলেন, সম্ভবত মাইগ্রেন ও স্ট্রোকের মধ্যে একটা অভিন্ন যোগসূত্র বিদ্যমান।
তিনি রয়টার্স হেল্থকে বলেন, তাই এ সমীক্ষার মূল কথা হচ্ছে মাইগ্রেন ভুক্তভোগীদের উচিত হবে স্ট্রোকের মতো এসব ঝুঁকিসতর্কতার সঙ্গে এড়িয়ে চলা।যার মধ্যে উচ্চরক্ত চাপ, ধূমপান ও ডায়াবেটিসও রয়েছে।
তিনি বলেন, "তাদের ধূমপান করা ঠিক হবে না এবং তাদের নিয়মিত রক্তচাপ মাপা উচিত। সেইসঙ্গে রক্তচাপ বেশি হলে চিকিৎসা করানো।"
সূত্র:- এখানে
মাইগ্রেন হচ্ছে নিয়মিত মাথাব্যথা(সাধারণত যে কোনো একপাশে)।
এর ফলে বমি,দেখতে অসুবিধা,কোষ্ঠকাঠিন্য,ডায়রিয়া ইত্যাদি সমস্যা হতে পারে।
কারণ:- ক্রেনিয়াল আর্টারী সংকুচিত হলে এই সমস্যটি দেখা দিতে পারে।