Topic: নারীকে ব্যবহার করে সন্তান উৎপাদনের ব্যবসা!
ভিয়েতনামের নারীদের জোর করে গর্ভধারণে বাধ্য করে সন্তান উৎপাদন ও তা বিক্রির সঙ্গে জড়িত একটি ব্যবসায়ী চক্রের সন্ধান পেয়েছে থাই পুলিশ। গতকাল শুক্রবার বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে বলা হয়, থাইল্যান্ডে তাইওয়ানিজদের মালিকানায় পরিচালিত বেবি ১০১ নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান সন্তান উৎপাদন ও বিক্রির কাজ করতো এবং এর সঙ্গে জড়িত সন্দেহে তাইওয়ান, চীন ও বার্মার বেশ কয়েকজন নাগরিককে আটক করে পুলিশ। এ কার্যক্রম পরিচালনার জন্য বেবি ১০১ থাইল্যান্ডে মাতৃত্ব সেবা প্রদানের বিজ্ঞাপন দিলেও থাই কর্মকর্তারা বলেছেন, অনেক নারীকেই গর্ভধারণে বাধ্য করতো তারা। থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী জুরিন লাকসানাভিজিৎ বলেন, এটা বেআইনি ও অমানবিক। অনেক ক্ষেত্রে নারীরা ধর্ষণের শিকার হয়েছেন। ইন্টারনেটে ই-মেইল বার্তা বা প্রতিনিধিদের মাধ্যমে সন্তানের জন্য ক্রেতা ঠিক করা হতো। ওই প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে সন্তান উৎপাদনের জন্য স্বাস্থ্যবান শুক্র দাতা পুরুষের ও গর্ভ দানকারী নারীর ছবি তুলে ধরা হয়। এছাড়া নিরিবিলি পরিবেশে সুইমিং পুল ও কঠোর নিরাপত্তা বলয়ে থাকা ঘর ও হাসপাতালের ছবি দেয়া হয় ওয়েবসাইটে। থাইল্যান্ডের সমাজ কল্যাণ ও মানবিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, গর্ভধারণকারী ১৪ জন নারীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। ওই নারীদের মধ্যে কয়েক জন তাদের প্রতারিত হওয়ার কথা জানিয়ে ব্যাংককে ভিয়েতনামের দূতাবাসে ই-মেইল পাঠানোর পর পুলিশ অভিযান চালিয়ে ওই চক্রের সদস্যদের গ্রেপ্তার করে। অভিবাসন পুলিশের লেফটেন্যান্ট কর্নেল প্রাসাত খেমাপ্রসিত বলেন, দুটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে অন্য আরেক জনকে। এদের মধ্যে নয় গর্ভধারিণী জানান, প্রতি শিশুর জন্য পাঁচ হাজার ডলার দেয়ার প্রস্তাবে স্বেচ্ছায় গর্ভধারণ করেন তারা। আর চারজন বলেন, তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
সুত্র: ভোরের কাগজ