Topic: DU Meter কী ও কেন ব্যবহার করবেন ?
patch বা ক্রাক না চাইলে এখানে
অনেকেও DU meter এর নাম শুনেছেন , অনেকেই শুনেন নি । আবার অনেকএ বলবেন Huwaie edge modem এর সাথে তো এখন মিটার আছে। আবার অনেকে বলেন, এটা তো Pc এর স্পীড বাড়ে না । DU মিটার ইন্টারনেট ব্যবহার কারিদের জন্য ইন্টারনেট এর বিল হিসেব রাখার জন্য অসাধারন একটি সফটওয়্যার।
এটা দিয়ে আপনি প্রতি সেকেন্ড এ কী পরিমাণ ডাউনলোড ও আপলোড হচ্ছে দেখতে পারবেন।
# DU মিটার দিয়ে প্রতিদিন কত এমবি বা জিবি ব্যবহার করেছেন তা দেখতে পাবেন।
# DU মিটার দিয়ে সর্বমোট কত এমবি বা জিবি ব্যবহার করেছেন তা দেখতে পাবেন।
# DU মিটার দিয়ে প্রতি ঘন্টায় কত এমবি বা জিবি ব্যবহার করেছেন তা দেখতে পাবেন।
# DU মিটার দিয়ে প্রতি সপ্তাহে কত এমবি বা জিবি ব্যবহার করেছেন তা দেখতে পাবেন।
# DU মিটার দিয়ে প্রতি মাসে কত এমবি বা জিবি ব্যবহার করেছেন তা দেখতে পাবেন।
আর কী চান !!!
DU মিটার এর রিপোর্ট এক্সপোর্ট (সংরক্ষন) করতে পারবেন।
যা যা টাইপ এ এক্সপোর্ট (সংরক্ষন ) করতে পারবেনঃ-
* Microsoft Word (*.RTF)
* Microsoft Excel (*.XLS)
* Adobe Acrobat (*.PDF)
* Hypertext (*.HTML)
* Plain Text (Notepad) (*.TXT)
* Extensible Markup Language (*.XML)
* Comma-Separated Values (*.CVS)
এবার আমার PC তে দেখুন
বড় করলে
ডাউনলোড পর্ব :
আমি লেটৈস্ট DU meter এর লিংক দিলাম । DU.Meter.5.04.Build.3387
এখানে মাত্র 3.5 এমবি ।
install পর্ব:
প্রথমে ফাইল টি unzip করুন ।
Install DUMeter-Install.exe. এবার টাস্ক ম্যানেজার থেকে DU মিটার off করুন তারপর ctrl+alt +del চেপে টাস্ক ম্যানেজার এ গিয়ে process থেকে DU meter বন্ধ করুন । এবার precrack ফাইল টি copy করুন। এবার installed folder (c ড্রাইভ এ ) গিয়ে ওটাকে overwrite করুন । এবার .reg তে ডবল ক্লিক করলেই কাজ খতম ।
এবার একে মিনিমাইজ করলে আপনার মনিটর এর উপরে আমার মত ছোট DU meter দেখতে পাবেন । আর টাস্ক বারে এরকম
এবার টাস্ক বারে ডান ক্লিক করে Totals & reports এ ক্লিক করুন একটা বড় উইনডো আসবে । ওটার ডান পাশে ক্লিক করে
দেখুন কত রকম ইনফর্মেশন । Hourly , daily, weekly, Monthly ইত্তাদি ইত্তাদী ।
দয়া করে কেও এটা upgrade করতে যাবেন না । তাহলে ভিতরের জিনিস টা কাজ করবে না।
Medical Guideline Books