Topic: DU Meter কী ও কেন ব্যবহার করবেন ?

http://img808.imageshack.us/img808/328/dumeterfullversion.jpg

patch বা ক্রাক না চাইলে এখানে

অনেকেও DU meter এর নাম শুনেছেন , অনেকেই শুনেন নি । আবার অনেকএ বলবেন Huwaie edge modem এর সাথে তো এখন মিটার আছে। আবার অনেকে বলেন, এটা তো Pc এর স্পীড বাড়ে না । DU মিটার ইন্টারনেট ব্যবহার কারিদের জন্য ইন্টারনেট এর বিল হিসেব রাখার জন্য অসাধারন একটি সফটওয়্যার।

এটা দিয়ে আপনি প্রতি সেকেন্ড এ কী পরিমাণ ডাউনলোড ও আপলোড হচ্ছে দেখতে পারবেন।
# DU মিটার দিয়ে প্রতিদিন কত এমবি বা জিবি ব্যবহার করেছেন তা দেখতে পাবেন।
# DU মিটার দিয়ে সর্বমোট কত এমবি বা জিবি ব্যবহার করেছেন তা দেখতে পাবেন।
# DU মিটার দিয়ে প্রতি ঘন্টায় কত এমবি বা জিবি ব্যবহার করেছেন তা দেখতে পাবেন।
# DU মিটার দিয়ে প্রতি সপ্তাহে কত এমবি বা জিবি ব্যবহার করেছেন তা দেখতে পাবেন।
# DU মিটার দিয়ে প্রতি মাসে কত এমবি বা জিবি ব্যবহার করেছেন তা দেখতে পাবেন।

আর কী চান !!!

DU মিটার এর রিপোর্ট এক্সপোর্ট (সংরক্ষন) করতে পারবেন।
যা যা টাইপ এ এক্সপোর্ট (সংরক্ষন ) করতে পারবেনঃ-

    * Microsoft Word (*.RTF)
    * Microsoft Excel (*.XLS)
    * Adobe Acrobat (*.PDF)
    * Hypertext (*.HTML)
    * Plain Text (Notepad) (*.TXT)
    * Extensible Markup Language (*.XML)
    * Comma-Separated Values (*.CVS)

এবার আমার PC তে দেখুন

http://img37.imageshack.us/img37/4105/dumeter3.jpg

বড় করলে

http://img89.imageshack.us/img89/8778/dumeterfull.jpg

ডাউনলোড পর্ব :
আমি লেটৈস্ট DU meter  এর লিংক  দিলাম । DU.Meter.5.04.Build.3387
                                                             এখানে   মাত্র 3.5 এমবি ।

install পর্ব:
প্রথমে ফাইল টি unzip করুন ।
Install DUMeter-Install.exe. এবার টাস্ক ম্যানেজার থেকে DU মিটার off করুন তারপর ctrl+alt +del চেপে টাস্ক ম্যানেজার এ গিয়ে process থেকে DU meter বন্ধ করুন । এবার precrack ফাইল টি copy করুন। এবার installed folder (c ড্রাইভ এ ) গিয়ে ওটাকে overwrite করুন । এবার .reg তে ডবল ক্লিক করলেই কাজ খতম ।

এবার একে মিনিমাইজ করলে আপনার মনিটর এর উপরে আমার মত ছোট DU meter দেখতে পাবেন । আর টাস্ক বারে এরকম

http://img690.imageshack.us/img690/2989/dumeter4.jpg


এবার টাস্ক বারে ডান ক্লিক করে Totals & reports এ ক্লিক করুন একটা বড় উইনডো আসবে । ওটার ডান পাশে ক্লিক করে
দেখুন কত রকম ইনফর্মেশন । Hourly , daily, weekly, Monthly ইত্তাদি ইত্তাদী ।  thumbs up
http://img812.imageshack.us/img812/1787/dumeter5.jpg


দয়া করে কেও এটা upgrade করতে যাবেন না । তাহলে ভিতরের জিনিস টা কাজ করবে না।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: DU Meter কী ও কেন ব্যবহার করবেন ?

দারুন জিনিস শেয়ার করেছেন!

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: DU Meter কী ও কেন ব্যবহার করবেন ?

জিনিসটা ভাল। তবে লিনাক্স ইউজ করি বিধায় লাগে না ...

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/1805_amar_thikana.gif


Re: DU Meter কী ও কেন ব্যবহার করবেন ?

বিস্তারিত   তথ্যের জন্য  ধন্যবাদ



Re: DU Meter কী ও কেন ব্যবহার করবেন ?

হুমম,আসলেই অনেক কাজের.....আমার গতমাসের ডাউনলোড ছিলো 24 GB আর আপলোড 3 GB=27GB,একেবারে কম নয়। big grin

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


(edited by monnaf 2011-02-27 18:15:23)

Re: DU Meter কী ও কেন ব্যবহার করবেন ?

ভাই... এত Patch crack দরকার নাই।  লিঙ্ক দিলাম Precracked জিনিস। just double click করলেই খেল খতম।
http://downloads.ziddu.com/downloadfile … _.zip.html

সম্পাদনা: লিঙ্ক টি আসলে ziddu এর, তাই সরাসরি করে দিলাম।



Re: DU Meter কী ও কেন ব্যবহার করবেন ?

অনেক ধন্যেবাদ ।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: DU Meter কী ও কেন ব্যবহার করবেন ?

সফটওয়্যারটি আসলেই কাজের আমি দীর্ঘদিন যাবত ব্যবহার করি। আমরাটা অবশ্য ফুল ভার্ষন কোন ক্র্যাক লাগে না।

http://www.rongmohol.com/uploads/1805_prochesta_logo.gif

http://www.obosor.com/banner_468.gif


Re: DU Meter কী ও কেন ব্যবহার করবেন ?

প্রচেষ্টা wrote:

সফটওয়্যারটি আসলেই কাজের আমি দীর্ঘদিন যাবত ব্যবহার করি। আমরাটা অবশ্য ফুল ভার্ষন কোন ক্র্যাক লাগে না।

মোরটাও তাই। crack lage na



১০

Re: DU Meter কী ও কেন ব্যবহার করবেন ?

DU Meter এর বিকল্প software  হচ্ছে NetMeter , NetWorx , NetSpeedMonitor  এগুলো ফ্রী । আর OPEN Source হচ্ছে BitMeter OS , এটা উইন্ডোজ ছাড়া Mac ও  Linux এ চালানো যায়।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books