Topic: ICC বিশ্বকাপ ক্রিকেট-২০১১ নিয়ে আলোচনা।
এই টপিকে এখন থেকে আমরা বিশ্বকাপ ক্রিকেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা-সমালোচনা করবো।বিশ্বকাপ ক্রিকেটের সমাপনী পর্যন্ত টপিকটি স্টিকি করা থাকবে।
আজ বাংলাদেশ-ইন্ডিয়ার ম্যাচ দিয়ে ICC বিশ্বকাপ ক্রিকেট-২০১১ এর খেলা উদ্বোধন হলো।ভারতের স্কোর ৩৭০ রান ৪ উইকেটে।ভীরেন্দার সেবাগের ১৭৫ রানের এবং ভিরাট কোহলির ১০০(নট আউট)রানের ঝড়ো ইনিংসের মাধ্যমে ভারত এটবড় রানের পাহাড় গড়ে তুলে।এটি বিশ্বকাপের ইতিহাসে ৪র্থ সর্বোচ্চ রান। এখন দেখা যাক আমাদের টাইগাররা এতো রান চেক দিয়ে জয় ছিনিয়ে আনতে পারে কিনা।দোয়া রইলো।