Topic: শীতের সকাল
শীতের সকাল বেলা
ঘুমের মাঝে করিতেছি খেলা ।
দাদী বলে,আমি গাহিতেছি গান
ঘুমাইয়া ঘুমাইয়া জুড়াও প্রান ।
মা বলে,এতো হ্ল বড় জালা
আর কত কাল করবি এ খেলা ।
বাবা বলে,আর সহিবনা বাড়াবাড়ি
বেছানা ছেড়ে উঠ তাড়াতাড়ি ।
আমি দেই মাথা,কাথা দিয়ে আরো মুড়ে
আমি সব সহিব শুধু ঘুমের তরে ।