Topic: আমাদের হল
আয়েশা সিদ্দিকা হল মেয়েদের হলগুলোর মধ্যে সবচেয়ে নতুন আর সবচেয়ে সুন্দর্। আমাদের হলের সবচেয়ে ভাল জিনিস হল সিড়িগুলো। আমি যখন এই হলে প্রথম আসি তখন ভেবেছিলাম এই হলের architect এর মাথা নষ্ট তাই মেইন সিড়ির দুই পাশ দিয়ে সিড়ি দেওয়া। দুইটা সিড়ির যেকোন একটা দিয়ে মেইন সিড়িতে আসা যায়। আগে ভাবতাম দুই দিকে সিড়ি দিয়ে শুধু শুধুই জায়গা নষ্ট। কিন্তু যেদিন বড় আপুদের বকা খেলাম সেদিন বুঝলাম দুই পাশে দিয়ে সিড়ি দেয়ার কি গুরুত্ব...এক সিড়ি দিয়ে যদি বড় আপুরা কেউ উঠেন আমি তখন অন্য পাশে দিয়ে পাগার পার। কারো সাথে দেখা হয় না,বকা খাওয়ার ও কোন প্রশ্ন আসে না...
আমি আজকে আমদের ফোরামের মাধ্যমে আমাদের হলের architect কে ধন্যবাদ দিতে চাই..উনি উনার কাজের মাধ্যমে আমাদের দুঃখগুলো যেভাবে ভাগাভাগি করে নিয়েছেন তাতে আমি আর আমার রুমমেটরা মুগ্ধ...উনাকে ৪২০ নং রুমের পক্ষ্য থেকে জানাই সাধুবাদ