Topic: শিশু শ্রম......

আমার বাসের হেলপার
বয়স তার আট নয়
অবয়বে ফুটে উঠেছে
যেন কোন কিছুতে নাই ভয় ।
জীর্ণশীর্ণ দেহখানায়
হাড় ছাড়া কিছুই নাই
একখানা হাত তার
পুড়ে হয়েছে ছাই ।
শো শো করে যখন ছুটে চলে বাস
"বলে চলে সে
ওস্তাদ ডানে যান বামে যান
ওই রিক্সা চাপা চাপা
ওস্তাদ বেরেইক ।"
একহাতে ধরে বাসের ডান্ডা
ওস্তাদকে পথ দেখিয়ে নিয়ে যায়
যতই হোক রোদ বৃষ্টি হীম শীতল ঠান্ডা ।
এক মুহুর্তে ভাবি বসে
আমার সন্তানের কথা
চোখের সামনে ভেসে উঠে নিজের সন্তানকে
ভেবে ভেবে পাই বুকে ব্যথা ।
আমার সন্তানের বয়স এখন সাত
এখনও সে নিজের
হাত দিয়ে খায় না ভাত ।
এই বয়সে (হেলপার) সে যখন থাকবে
মায়ের আদরে..মায়ের বুকে ঘুমাবে
মাথা রেখে আরামে....
সেই বয়সে সে জীবিকা নির্বাহে
নেমে পড়েছে ঝুঁকিপূর্ণ কামে ।
প্রতি পদেতেই রয়েছে তার জীবনের ঝুঁকি
বিষয়টি মনের মধ্যে বারে বারে মারে উকি
চলুন সবাই আজই আমরা শিশু শ্রম রুখি ।Re: শিশু শ্রম......

শিশু শ্রম বন্ধ হোক!  (y)  আমরা আছি আপনার সাথে।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: শিশু শ্রম......

অনেকের বাড়িতে তো ছোট মেয়ে রা কাজ করে এটার কি হবে ? তারা তো ভাতের অভাবে কাজ করে !!! আহা রে

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: শিশু শ্রম......

আসুন আমরা একসাথে শিশু শ্রম বন্ধে কাজ করিRe: শিশু শ্রম......

আমরা যদি শুধু শিশু শ্রম বন্ধের কথা বলি তাহলে তারা খাবে কি?আসলে সবার আগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত,তাহলে শিশু শ্রম এমনিই বন্ধ হয়ে যাবে।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: শিশু শ্রম......

উপলের কথার সাথে একমত!

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।