Topic: Koun brand er laptop kinbo?
Hi all, amar pc er boyos 6 yr hoise. Ekhon ami ekta laptop kinte chai. Kintu koun brand er laptop valo hobe. (esp. Asus, acer, hp, dell)
You are not logged in. Please login or register.
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → কম্পিউটার বিষয়ক → সমস্যা ও সমাধান → Koun brand er laptop kinbo?
Hi all, amar pc er boyos 6 yr hoise. Ekhon ami ekta laptop kinte chai. Kintu koun brand er laptop valo hobe. (esp. Asus, acer, hp, dell)
Toshiba is the best or Fujitsu.
But depends on ur Budget.
আমি ডেল পছন্দ করি
এইচপি প্রবুক মন কেড়েছে।
Toshiba is the best or Fujitsu.
But depends on ur Budget.
Amar budget 50000-55000 taka.
বর্তমানে পার্ফরমেন্স এর দিক দিয়ে অন্যান্য দেশের মানুষের মন কেড়েছে ডেল। কিন্তু ডেলের ডিজাইন তেমন ভাল না। HP এর পার্ফরমেন্স ড্রপ করেছে বছর ২/৩। কিন্তু HP'র ডিজাইনগুলো বেশ। তবে কিছুদিন পর পর নষ্ট হওয়ার অভিযোগও কম নয়।
নতুনদের মধ্যে ASUS এর জনপ্রিয়তা শীর্ষে। দারুণ পার্ফরমেন্স এবং স্ট্যাবিলিটি'র জন্য এদের সুনাম দিন দিন বেড়ে চলেছে। আমি হলে ASUS কিংবা Toshiba এর মধ্যে চুজ করতাম।
তবে কিছুদিন পর পর নষ্ট হওয়ার অভিযোগও কম নয়।
একটু খোজ নিয়ে দেখো সাইফ,এর অধিকাংশই hp-compaq সিরিজের। probook,pavillion,bussiness সিরিজেরগুলো যথেষ্ট ভালো।তবে hp এর পরেই আমি toshiba এবং Asus কে প্রধান্য দিবো।বাংলাদেশে চায়না ডেলের পারফরমেন্স আমার কাছে তেমন একটা ভালো লাগে না।
কথা বাড়িয়ে লাভ নাই! প্রবূক বস! 4520 i5, 500 জিবি। আর কিছু লাগে না।
বাংলাদেশের রাস্তায় যেমন HINO বাস , তেমন Toshiba ও ASUS । 15.6 inch নেওয়া ভাল চোখের জন্য নিরাপদ।
একটু খোজ নিয়ে দেখো সাইফ,এর অধিকাংশই hp-compaq সিরিজের। probook,pavillion,bussiness সিরিজেরগুলো যথেষ্ট ভালো।তবে hp এর পরেই আমি toshiba এবং Asus কে প্রধান্য দিবো।বাংলাদেশে চায়না ডেলের পারফরমেন্স আমার কাছে তেমন একটা ভালো লাগে না।
আমার বন্ধুর ভাইয়ের HP Pavillion নষ্ট হল এই মাস দুয়েক আগে।
আর আমি HP Probook 4520s চালাচ্ছি।(যেটার কনফিগ দিলেন)
আহামরি কিছু নয়।
তারচেয়ে সেম কনফিগ কিন্তু ৪জিবি ডিডিআরথ্রি'র এসারটাই বেশী পছন্দ হয়েছে আমার।
আর HP'র এই ল্যাপটপটার ম্যাগনেসিয়াম বডিটা উপর দিয়ে খুব ফিটফাট হলেও দু/তিনদিন চালালে হাতের দাগ বসে যায় বডিতে। উঠানো কষ্টকর।
Acer Er laptop kamon hobe?????????
Acer 5745G Model er Specification o valo Plus Price o kom.
Acer 5745G (Core i5),
Processor Type -- Intel Core i5-460M
Processor Speed -- 2.53 GHz
RAM --4 GB DDR3 1066Bus
Hard Disk-- 500 GB HDD
Screen Size 15.6"
Price- 55,000 TK.
Acer Er laptop kamon hobe?????????
Acer 5745G Model er Specification o valo Plus Price o kom.
Acer 5745G (Core i5),
Processor Type -- Intel Core i5-460M
Processor Speed -- 2.53 GHz
RAM --4 GB DDR3 1066Bus
Hard Disk-- 500 GB HDD
Screen Size 15.6"
Price- 55,000 TK.
আমি এটার কথাই বলেছিলাম...কিন্তু এটার দাম মনে হয় আরেকটু কম... ৫২/৫৩ হওয়ার কথা...
Sorry for the mistake 51,000 tk te aspire 5745 paoa jache.
Acer এর ব্যাটারি লঞ্জিভিটি কম।আর গ্রাফিক্সও hp এর মত অতটা ভালো না।
সাউন্ড-
The included Dolby Home Theatre speakers have better tonality than usual, but still flange and distort, offering a muffled sound instead of the clarity we're looking for.
আর hp এর সাউন্ড সিষ্টেম হচ্ছে Altech lancing এর।
Acer ল্যাপটপ এর কনফিগ সবসময় ভাল থাকে! কিন্তু এর অপারেটিং সিস্টেম ক্যান জানি ক্রাশ করে বেশি!
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → কম্পিউটার বিষয়ক → সমস্যা ও সমাধান → Koun brand er laptop kinbo?
Powered by PunBB 1.4.2, supported by Informer Technologies, Inc.
Currently installed 6 official extensions. Copyright © 2003–2009 PunBB.
Generated in ০.০৬ seconds (৮২.৮% PHP - ১৭.২% DB) with ১১ queries