Android ওয়ালাদের কাজে লাগবে ।

Mountain OS X Lion release হল কয়েকদিন আগে । আপনার পিসি কে যদি Mountain OS X Lion  এর চেহারা দিতে চান আর ভোগ করতে চান ম্যাক এর টেস্ট তাইলে জলদি এই স্কিন প্যাক টি ডাউনলোড করে নিন । মাত্র ৪৩ এমবি ।

ইন্সটল করা পানির মত সোজা । ডবল ক্লিক করে ইন্সটল করুন ।

আমার কম্পিউটার এর চেহারা দেখুন

http://goo.gl/nKqaN

আরও ছবি

ছবি বড় করে দেখতে Click> Open in new tab.

http://www.skinpacks.com/scrshoot/big/lion.jpg

ডাউনলোড লিঙ্ক

Windows 7 X64 (64 bit): Download

Windows 7 X86 (32 bit): Download

Windows 8: Download

Windows XP: Download

ম্যাক দিলে আপনার উইনডোজ কে এখানে দেখাতে ভুলবেন না । ধন্যবাদ সবাই  কে ।

দাম কমলে একটা কিনতাম ।  big grin  big grin

আমার ইন্টারনেট গতি বাড়াবো , পরীক্ষার পর atleast ৫১২ ।

সরকারি ও বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ সংক্রান্ত একটি প্রস্তাব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) মহাপরিচালক খন্দকার মো. শেফায়েতউল্লাহ।

শেফায়েতউল্লাহ বলেন, “বহু শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া একটি চ্যালেঞ্জ। প্রতি আসনের বিপরীতে আমরা তিনজন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে চাই।”

তিনি বলেন, “কয়েক হাজার শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ পায়। কিন্তু গড়ে প্রতি পরীক্ষায় জিপিএ ৪ পাওয়া শিক্ষার্থীকে আমরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে দিই। এটা তদারকি করা খুব কঠিন ব্যাপার।”

দীর্ঘ দিন ধরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ ধরনের নিয়ম অনুসরণ করছে বলে উল্লেখ করেন তিনি।

প্রতি বছর গড়ে ৪০ হাজার শিক্ষার্থী মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ নেয়। সারা দেশে মোট ২০টিরও বেশি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হয়। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার ন্যূনতম যোগ্যতা ছিল এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ-৮ এবং এই দুই পরীক্ষার একটিতে ন্যূনতম ৩ দশমিক ৫।

বর্তমান পরিস্থিতিতে বিপুল সংখ্যক শিক্ষার্থীর পরীক্ষা নেওয়াটা ‘অপ্রয়োজনীয়’ বলে মন্তব্য করেন তিনি।

মহাপরিচালক বলেন, মন্ত্রণালয় সম্মতি দিলে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের যোগ্যতার মানদণ্ড ঠিক করবেন।

প্রতি বছরই বিভিন্ন কোচিং সেন্টার মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা চালায় বলে অভিযোগ রয়েছে। গত বছর ২৩ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষার আগের প্রশ্নপত্র দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ওই বার প্রশ্নপত্র উরুতে পেচিয়ে প্রেস থেকে বেরোনোর সময় প্রেসের এক কর্মীকে আটক করা হয়।

২০০৭ সালে মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে ওই পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ করে কিছু শিক্ষার্থী।

তখন তারা অভিযোগ করেন, কিছু শিক্ষার্থী মাত্র ৩ দশমিক ৫ জিপিএ নিয়ে দেশের সেরা মেডিক্যাল কলেজ ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে।

অবশ্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দাবি করেন, কখনওই প্রশ্নপত্র ফাঁসের কোনো খবর পাওয়া যায়নি।

“কিন্তু যেসব শিক্ষার্থীর জিপিএ কম থাকে তারা প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা চালায়। আর কোচিং সেন্টারগুলো এর সুযোগ নেয়।”

বাংলাদেশে বর্তমানে ২২টি সরকারি মেডিক্যাল কলেজে দুই হাজার ৮১১টি এবং ৫৩টি বেসরকারি মেডিক্যাল কলেজে চার হাজার ২৪৫টি আসন রয়েছে।

এছাড়া নয়টি সরকারি ডেন্টাল কলেজ এবং বিভিন্ন মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬৭টি আসন থাকার পাশাপাশি ১৪টি বেসরকারি ডেন্টাল ইনস্টিটিউটে ৮৭০টি আসন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা শিক্ষার পরিচালক শাহ আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ১২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আগেই তাদের ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

গত বছরই প্রথমবারের মতো সরকারি ও বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা সমন্বিতভাবে হয়। ভর্তির আবেদনপত্র অনলাইনে প্রকাশ করা হয়।

এক ঘণ্টায় ১০০ নম্বরের নৈর্ব্যত্তিক প্রশ্নের আলোকে এ ভর্তি পরীক্ষা নেওয়া হয়।

আপনাদের মতামত কী ? আমার তো মনে হয় জিনিস টা ভালই হবে ।
সুত্র: BDNews24

সিমি ম্যাডাম কে ? যাই হোক , লিখে ফেল ! কাজে দিবে ।

http://tech.bdnews24.com/images/imgAll/Windows1704d.jpg

সম্প্রতি মাইক্রোসফট প্রথমবারের মতো তাদের পরবর্তী অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ নিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে। আনুষ্ঠানিকভাবে এই সংস্করণকে ‘উইন্ডোজ ৮’ বলেই ডাকা হবে বলেও জানিয়েছে মাইক্রোসফট। খবর ম্যাশএবল-এর।

সূত্রমতে, উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমটি ৩২ ও ৬৪ বিট দু’ধরনের হার্ডওয়ারেই চলবে। তবে প্রধানত চার ধরনের উইন্ডোজ ৮ বাজারজাত করা হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।

http://tech.bdnews24.com/images/imgAll/Windows1704a.jpg

‘রেগুলার উইন্ডোজ ৮’ থাকছে একেবারেই সাধারণ কম্পিউটার ব্যবহারকারীদের জন্য। এতে কম্পিউটিংয়ের দৈনন্দিন যাবতীয় কাজ করা যাবে।

http://tech.bdnews24.com/images/imgAll/Windows1704c.jpg

‘উইন্ডোজ ৮ প্রো’ থাকছে ব্যবসা প্রতিষ্ঠান, ডেভেলপার এবং প্রযুক্তিমনস্ক মানুষের জন্য। এতে অ্যাডভান্সড কিছু সুবিধা যেমন ফাইল এনক্রিপ্ট করা, ভার্চুয়াল হার্ড ড্রাইভ থেকে বুট করা ইত্যাদি থাকছে। এছাড়াও মিডিয়া সেন্টার পিসিতে ব্যবহারের জন্য উইন্ডোজ ৮ প্রো এবং মিডিয়া প্যাক অ্যাড-অনের প্রয়োজন পড়বে যা সাধারণ উইন্ডোজ ৮-এ দেয়া থাকবে না বলে জানিয়েছে মাইক্রোসফট।

http://tech.bdnews24.com/images/imgAll/Windows1704f.jpg

‘উইন্ডোজ ৮ আরটি’ ট্যাবলেট ডিভাইসে চালানোর উপযোগী করে তৈরি করা হয়েছে। আরটি বলতে কী বোঝানো হচ্ছে সে ব্যাপারে মাইক্রোসফট পরিষ্কার কিছু না জানালেও ম্যাশএবল ধারণা করছে ‘রান-টাইম’ বোঝাতেই আরটি যোগ করা হয়েছে। তবে এআরএম চিপের জন্য তৈরি এই উইন্ডোজের সংস্করণ আলাদা কিনতে পাওয়া যাবে না। সংশ্লিষ্ট ট্যাবলেট ডিভাইসেই জুড়ে দেয়া থাকবে উইন্ডোজ ৮ আরটি। সেই সঙ্গে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং ওয়াননোটের বিনামূল্যের একটি সংস্করণও প্রি-ইনস্টলড থাকবে উইন্ডোজ ৮ আরটি-চালিত ট্যাবলেট ডিভাইসে।

http://tech.bdnews24.com/images/imgAll/Windows1704g.jpg

এই তিনটি ছাড়াও আরও বড় কাজের জন্য ‘উইন্ডোজ ৮ এন্টারপ্রাইজ’ সংস্করণ রয়েছে বলেও জানিয়েছে মাইক্রোসফট। এতে উইন্ডোজ ৮ প্রো-এর সব সুবিধার পাশাপাশি আইটি প্রফেশনালদের জন্য বাড়তি কিছু সুবিধাও যোগ করা থাকবে; যেন একাধিক কম্পিউটার বা নেটওয়ার্কিং আরও সহজে করা যায়। এছাড়াও চীনসহ বেশ কিছু দেশের জন্য স্থানীয় ভাষাতেও একটি লোকাল-ল্যাঙ্গুয়েজ সমৃদ্ধ উইন্ডোজ ৮ বাজারে ছাড়বে বলে জানিয়েছে মাইক্রোসফট।

বিশেষজ্ঞরা বলছেন, উইন্ডোজ ৮-এর নতুন এই পরিকল্পনার মাধ্যমে বাজারকে আরও বড় করে তুলছে মাইক্রোসফট। একইসঙ্গে যার যে কাজে কম্পিউটার প্রয়োজন, তাকে অপারেটিং সিস্টেমের ঠিক সেই সংস্করণ (রেগুলার, প্রো, আরটি অথবা এন্টারপ্রাইজ) ব্যবহার করতে বাধ্য করাও মাইক্রোসফটের পরিকল্পনার অংশবিশেষ বলে অনেকে মন্তব্য করেছেন।

তবে কবে নাগাদ সার্বিকভাবে প্রস্তুত উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম বাজারে আসবে, সে সম্পর্কে এখনো কিছু জানায়নি মাইক্রোসফট

দেখা যাক কেমন হয় উইনডোজ ৮ ।
সুত্র

বিষয়টা সবার মানবিক দৃষ্টি থেকে দেখা উচিত । কিন্তু বালের সরকার আর মার্কিন মোড়ল আজ চুপ ।
দেখি ! ! ! দেশীয় মার্কিন কুকুর গুলো হুশ ফেরে কিনা !

আপনি কী পেমেণ্ট পেয়েছেন ? পাইলে লিখতে পারেন । এগুলাতে কুনো ভরসা নাই ! ! !

ফোরামে স্বাক্ষর এর স্থানে অনেকেই নিজের ওয়েবসাইট এর লিঙ্ক বা অন্যান্য অনেক কিছু দিয়ে রাখে । আজ আপনাদের দেখাবো কিভাবে সেখানে আপনার স্বাক্ষর যোগ করবেন । প্রথমে নিচে আমার স্বাক্ষর টি দেখুন
http://i.imgur.com/2KRKi.jpg

কিভাবে আপনার স্বাক্ষর বানাবেন :
1. প্রথমে যান My Live Signature। এখানে আমরা stylish একটি সিগ্নেচার বানাবো ।
2. এরপর ক্লিক করুন Using the signature creation wizard. আপনার স্ক্যান করা স্বাক্ষর ব্যবহার করতে পারবেন , তবে আমি করি নাই ।
http://i1160.photobucket.com/albums/q486/shemul49rmc/2012-06-10_132002.jpg
3. এখানে আপনার নাম লিখুন
http://i.imgur.com/LJRfe.jpg
4. পরবর্তি ধাপ গুলোতে আপনাকে ফন্ট, size, color, background color, text color, slope ঠিক করতে হবে । হয়ে গেলে নেক্সট এ কিক করুন ।
http://i1160.photobucket.com/albums/q486/shemul49rmc/2012-06-10_132757.jpg
5. আপনার সিগ্নেচার তৈরি । ক্লিক করুন Want to use this signature
http://i1160.photobucket.com/albums/q486/shemul49rmc/2012-06-10_133525.jpg
6. এখানে আপনি দুইটি অপ্শন পাবেন । আপনার ব্লগার বা ব্লগষ্পট ওয়েবসাইট এ স্বাক্ষর যোগ করতে Generating HTML code এ ক্লিক করুন । এটি আপনার স্বাক্ষর কোড ।  স্বাক্ষর কোডে থেকে ইমেজ এর লিঙ্ক মুছে ফেলতে নিচের কোড গুলো ডিলীট করে দেন

<a href="http://www.mylivesignature.com" target="_blank"> এবং  </a>

কিভাবে ব্লগার ওয়েবসাইট এ স্বাক্ষর যোগ করবেন :

ব্লগার এ সাইন করে Dashboard> Settings> Post and Comments> Post template এ যান । Post template অংশে আপনার কোড টি বসান । এখন থেকে প্রতিবার নতুন পোস্ট লেখার সময় পোস্ট বক্স এ দেখবেন আপনার signature এসে বসে আছে ।

কিভাবে ফোরামে স্বাক্ষর যোগ করবেন :
প্রথমে আপনার কোড টিকে BBCode এ কনভার্ট করতে হবে , এখানে যান BBCode Converter

কোড টি পেস্ট করে bbcode এ কনভার্ট করুন । এটি কপি করে আপনার ফোরামে স্বাক্ষর এর জায়গাই বসান ।
ব্যাস ! আপনার কাজ শেষ ! ! !

সামনে ৮ তারিখে শুরু হতে যাচ্ছে ইউরো ২০১২ এর নতুন আসর । গতবারের চ্যাম্পিয়ন স্পেন আর রানার্স আপ জার্মানী সহ অন্যান্য দল প্রস্তুত হচ্ছে এই ফুটবলের মহারণে । সময়ের একটু ভিন্নতা আছে । তার জন্য আপনাদের সামনে হাজির করছি ইউরো 2012 এর সিডিউল বাংলাদেশী সময়ে ।

http://i.imgur.com/ZDxwk.jpg
ছবিটি ফেসবুক থেকে সংগ্রহ করা আর পূর্বে আমার ব্লগে প্রকাশিত ।

এই ওয়েবসাইট টি সিডিউল এর জন্য বেশ ভাল যদিও এটা ইন্টারন্যাশনাল সময়ে দেওয়া ।
euro2012calenda

ব্যক্তিগত ভাবে আমি এবারের খেলায় স্পেন বা জার্মানী এর সাপোর্টার । আপনি কোন দলে ?

ইয়েস ! এই জিনিস নিয়ে তো আমার ব্লগ এ পোস্ট লিখছি । ছবি সহ ।
.jar extention এর ফাইল পিসি তে চালানোর জন্য emulator দরকার । Emulator অনেক আছে , এর মধ্যে SJ Boy Emulator, Mplayit, KEmulator অন্যতম । এগুলোর ডাউনলোড লিঙ্ক ও চিত্রসহ দেখার জন্য এখানে ক্লিক করুন ।

http://mbbshelp.files.wordpress.com/2012/03/langeqainternalmedicine5thedition-com.jpg?w=334&amp;h=426

Paperback: 341 pages
Publisher: McGraw-Hill Medical; 5 edition (May 6, 2011)
Language: English
ISBN-10: 0071703462
ISBN-13: 978-0071703468

Download Lange Question & Answer Internal Medicine, 5th Edition from Rapidshare.com
Download Lange Question & Answer Internal Medicine, 5th Edition from 4Shared.com

পোস্টটি পূর্বে এখানে প্রকাশিত

dr.shamim wrote:

sutonny MJ  ফন্ট ডাউনলোড করে ইন্সটল কর। ঠিক হয়ে যাবে।

Pass Word ? at wits' end  at wits' end

bpsc এর ওয়েবসাইট থেকে ডাউনলোড  করা পিডিএফ এ বাংলা পড়া  যাচ্ছে না । অন্য যত গুলো বাংলা বই আছে সব এ পড়া যায় ।
http://i1160.photobucket.com/albums/q486/shemul49rmc/Capture.jpg
কী করব ?

উইনডোজ নিজের জন্য স্পীড ২০% রিজার্ভ রাখে , আপনি এটা বন্ধ করে দিতে পারেন ।
লেখা লেখি করা অনেক কষ্টের কাজ । ছবি দিয়ে দিলাম , ধাপে ধাপে দেখে নিন ।
প্রথমে যান  gpedit.msc
উইনডোজ key তে চাপ দিয়ে সার্চ প্রগ্রাম এ লিখুন gpedit.msc অথবা run এ গিয়ে লিখতে পারেন ।
তারপর ধাপে ধাপে যেতে থাকুন
Local Computer Policy
Computer Configuration
Administrative Templates
Network
QOS Packet Scheduler
Limit Reservable Bandwidth.

Double click করুন  Limit Reservable bandwidth.
enable করে ০% দিয়ে ok করে বের হয়ে আসুন ।
http://i1160.photobucket.com/albums/q486/shemul49rmc/2012-03-03_190753601x353.jpg

http://i1160.photobucket.com/albums/q486/shemul49rmc/2012-03-03_190515.jpg

সাধারণত এটি not configured দেখায় । help tab এ দেখুন লেখা আছে ____
“By default, the Packet Scheduler limits the system to 20 percent of the bandwidth of a connection, but you can use this setting to override the default.”

“If you enable this setting, you can use the “Bandwidth limit” box to adjust the amount of bandwidth the system can reserve.”

“If you disable this setting or do not configure it, the system uses the default value of 20 percent of the connection.”

পূর্বে আমার How To  ব্লগে প্রকাশিত

বেশ জটিল আমার জন্য  big grin  big grin

চালাব নাকি উইনডোজ ৮ ? big grin  big grin

Shemul এর ব্লগষ্পট এর কমেন্ট করা এত বিরক্তিকর। কমেন্ট করতে চাইলেও করা যাই না।

বল কী ? disqus লাগালাম । তাও কমেন্ট করা যাই না ।  big grin  big grin  big grin

rony wrote:

ENLISH 2 BANGLA TRANSLATE HOI AMON SOFTWARE THAKLAY JANALA KUSHI HOBO

সফ্টওয়্যার আছে কিনা জানিনা , তবে গুগল এর http://scriptconv.googlelabs.com/ দিয়ে বাংলা ফনেটিক লিখতে পারবেন । সাথে অপেরা মিনি 6 লাগবে । লিখবেন আর কপি করে দেবেন । আমি আগে এভাবে লিখতাম মোবাইল এ , এখন কাজ করে কিনা জানিনা ।

rony wrote:

AAPNER AADRESS GULO DIYA COMPUTER THAKA MOBIL SMS PATANO JACHA NA

কাজ না হবার তেমন কোনও কারন নেই । তৌফিক জেতার কথা লিখছে সেটা আমিও অনেক দিন হল ব্যবহার করছি । আমার ব্লগেও একটা পোস্ট আছে । চিত্র স দেখতে পারেন ফ্রী এসএমএস

ভালো জিনিস , সন্দেহ নেই । কোথায় পাইছিস এগুলো  ?

আজ Prof Routine দিয়েছে । এখানে দিয়া দিলাম ।

http://mbbshelp.files.wordpress.com/2011/12/shemul0257-768-x-1024.jpg?w=600&amp;h=800

পোস্টটি পূর্বে আমার ব্লগে প্রকাশিত

আজ Prof Routine দিয়েছে । এখানে দিয়া দিলাম ।

http://mbbshelp.files.wordpress.com/2011/12/shemul0257-768-x-1024.jpg?w=600&amp;h=800

দোয়েল ল্যাপটপ নিয়ে আমার ব্লগ এ সিরিজ আকারে পোস্ট করছি । ভাবছি এখানে configuration নিয়া আলাদা একটা পোস্ট দিব কিনা । এটি বাজারে আসতে আরও প্রায় 1 বছর লাগবে , কারণ প্রতি মাসে উত্পাদন ক্ষমতা 7 - 10 হাজার । অন্যান্য মন্ত্রণালয় এটি চায় , শিক্ষা মন্ত্রণালয়  চায় 1 লাখ । সরকারী কর্মচারীরা অগ্রাধিকার পাবে , সর্বোপরি কবে আসবে কেউ জানে না । তবে অক্টোবর এর 9 তারিখে উদ্বোধন হতে পারে ।