আমার মজিলা ও গুগল এর ফন্ট পরিবর্তন হয়ে গেছে । পড়তে পারছি না । ছবিতে দেখুন । 
আমার eset এর ফায়ারওয়াল চালু থাকলে নেট কানেকশেন হয় না , কিন্তু টরেন্ট বা idm দিয়ে ডাউনলোড হয় । ফায়ারওয়াল বন্ধ করার পরেও টরেন্ট নিচের ছবি দেখাচ্ছে

You are not logged in. Please login or register.
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → Posts by shemul49rmc
আমার মজিলা ও গুগল এর ফন্ট পরিবর্তন হয়ে গেছে । পড়তে পারছি না । ছবিতে দেখুন । 
আমার eset এর ফায়ারওয়াল চালু থাকলে নেট কানেকশেন হয় না , কিন্তু টরেন্ট বা idm দিয়ে ডাউনলোড হয় । ফায়ারওয়াল বন্ধ করার পরেও টরেন্ট নিচের ছবি দেখাচ্ছে

দেখো বুঝতে পারো কিনা , আমার তো কোনো প্রোব্লেম হচ্ছে না ।
অনেকদিন পর ইন্টারনেট এ আসলাম । আর আমার প্রিয় আরএমসি ফোরাম । লেখালেখি করা কষ্টের কাজ । তাই কাজের কথায় যায় ।
প্রথমে যান run এ যাবেন (window key + R চেপে ।)
এরপর লিখুন regedit
চলে যান HKEY_CLASSES_ROOT
খুজে বের করুন lnkfile, not .lnk
isShortcut টি ডিলিট করে ফেলুন
এরপর restart দিন computer
ছবিতে দেখুন
আমি তো কিজেন দিয়েছি । ওটা দিয়ে সিরিয়াল বানানো যায় ।
বুঝতেসি না কাহিনী । গিকিরা ভালো বলতে পারবে
AV-test.org জার্মানী এর একটি সাধীন প্রতিষ্ঠান যারা বিভিন্ন অ্যান্টিভাইরাস এর রেটিং দেয় । তাদের সর্বশেষ রিপোর্ট এ দেখুন আপনার অ্যান্টিভাইরাস এর অবস্থান ।
আমি এখন eset ইউজ করছি , যদিও এটার অবস্থান খুব ভাল না । 
আবার সম্পাদনা করে দিলাম , একটু দেখেন

পুরান হয়ে গেছে।
BRRip নতুন
ঠিক করে দেবার জন্য ধন্যবাদ । এই পোস্ট লিখতে অনেক কষ্ট হয়েছে । সকালে ফজরের সময় হয়ে গেছিলো । তাই ডিরেক্ট আমার ব্লগ এর ঠিকানা দিয়েছিলাম ।

Inception সম্পর্কে নতুন করে বলার কিছু নাই । এই পোস্ট লিখতে লিখতে রাত 5 টা বেজে গেছে । যদি লাগে ডাউনলোড করে দেখতে পারেন । আমি আগে দেখেছি । জোসস মুভি । আমার দেখা গত বছরের সেরা মুভি ।
FORMAT:…………………..MKV
GENRE:……………………Action/Mystery/Sci-Fi/Thriller
FILE SIZE:………………..600Mb
RESOLUTION:……………….1280*536
ASPECT RATIO:……………..2.35:1
FRAME RATE:……………….23.976 fps
LANGUAGE:………………..English
ORIGINAL RUNTIME:………….02:28:00
RELEASE RUNTIME:…………..02:28:00
SOURCE:…………………..Crossbow
শুধু birth day notification পেলে হবে না ,
![]()
সঠিক সময়ে Wish না করতে পারলে লাভ নেই।
![]()
আর সঠিক সময়ে wish করতে লাগবে বন্ধু কে ''বূমেড়্যাঙ''
মারতে হবে ।
![]()
বুমেরাং মারার সিষ্টেম করলাম

ফেসবুক বর্তমানে আমাদের একটি অতি প্রয়োজনীয়ও সাইট । কোনও বন্ধুর যেদিন জন্মদিন সেদিন তার নোটিশ পাওয়া যাই । কিন্তু যদি কয়েকদিন আগে এটি পাওয়া যেত তাহলে কতই ভাল হতো ।
notifications সেটিংস এ একটু পরিবর্তন করে আপনি ইমেইল এ পেতে পারেন নোটিশ। আসুন দেখি .....
প্রথমে আপনার ফেসবুক এ অ্যাকাউন্ট সেটিংস এ যান 
তারপর Notifications এ ক্লিক করুন
খুজে বের করুন Has a birthday coming up (weekly email) (ছবির মত )
তারপর টিক মেরে একেবারে শেষে দেখুন save changes এটাতে ক্লিক করে বের হয়ে আসুন ।
কেমন লাগলো জানাবেন ।
পোস্ট টি পূর্বে আমার ব্লগে প্রকাশিত
না, মানে আমি ডাউনলোড করে ইউজ করছি .......
155277 159648667412926 100001033810223 299390 1037397 n
এটা কী ? আমার মনে হয় ইমেজ এর লিঙ্ক এর অংশ ।
এটা আমার প্রথম টিউন। এখনও ভালভাবে টিউন করা শিখে উঠতে পারিনি
টিউন টুকু বাদ দিয়ে আরেকটু এডিট করে লিখলে ভালো হতো । ধন্যবাদ ।
আশা করি ফোরাম এ নিয়মিত এরকম সুন্দর পোস্ট দিবেন
LuJoSoft WatermarkUtility কোথায় থেকে যেন ডাউনলোড করলাম । যদিও বেশি কাজ হয় না তবে ফ্রী
বাবস্থা হয়ে যাবে! আমি নামাচ্ছি!
কাজ কম তো নাই , নামাও

জানালা ৭ ব্যবহার কারীরা কেউ DreamScene ব্যবহার করেছেন কি??? এটা নিয়ে একটা পোস্ট দিব ভাবছি...
Dream Scene নামালাম । এটাতে কী সবসময় ভিডিও প্লে হতে থাকবে ? মনে করেন, ওয়ালপেপার দেয়া যাবে না ? ওয়ালপেপার দিতে কী আনইনষ্টল করতে হবে ? তবে জিনিসটা বেশি ভালো । সবগুলো push-entertainment এর । ভিডিও গান দেখার তো টাইম হয় না , এটার জন্য হবে ।
আপনি পোস্ট দিতে চাইতাছেন , দেন । নইলে রেপুর লোভে আমিই দিতাম

লিনাক্স ইন্সটল করার পর সেখানে ওয়াটার এফেক্ট দেখে বেশ ভালো লেগেছিলো । এরপর জানালার জন্য খুজতেছিলাম সেরকম কিছু পাওয়া যাই কিনা । Watery Desktop 3d পেলাম । নিচের ছবি গুলো দেখেন 

ইন্সটল করা বেশ সোজা । rar ফাইল টি এক্সট্রাক্ট করে ইন্সটল করুন । এরপর keygen থেকে সিরিয়াল নিয়ে আপনার নাম দিয়ে registration করুন ।
Version: 3.39
Download link (Keygen included)
কেমন লাগলো জানাবেন
আমি বর্তমানে Avast ইন্টারনেট সিকিউরিটি তে আছি, পিসি বেশ ফাস্ট। তবে যারা ESET এ আছেন, তাদের বলছি, আনইনষ্টল করতে গেলে কিন্তু খবর আছে!
একবার আনইনষ্টল করে আবার দিছি , পরে সেইটা আনইনষ্টল করে avira তারপর এখন পাণ্ডা তে আছি ।
avast! Internet Security 6.0.1000 Final With License আর eScan AntiVirus Toolkit (MWAV) v12.0.8 নামালাম । avast try করবো ।
শামীম ভাই,এগুলো রান্না করা ভাবীর দায়িত্ব,আমাদের দাওয়াত করা আপনার গুরুদায়িত্ব আর সেই মজাদার রান্না খাওয়া আমাদের পবিত্র দায়িত্ব,সুতরাং দাওয়াত পাচ্ছি কবে?কাল রাতে?
দাওয়াত এর অপেক্ষায় .......
ইলিশের এত পদ!
আল্লাহ খাওয়ার তৌফিক দিও জীবনে!
নববর্ষের শুভেচ্ছা রইল!
এখানেও অপেক্ষা ।
শামীম ভাইকে প্লাস
অ্যাভাইরা ইজ দ্যা বেস্ট......
অ্যাভাইরা ইউজ শুরু করলাম , তর কত এডিশন , চুরি করা
নাকি ফ্রী
আজ সন্ধা থেকে মোটামুটি পিসির সাথে যুদ্ধ করলাম । একের পর এক , মোট 7 টা অ্যান্টিভাইরাস ইন্সটল করছি । সবগুলোতে বিশাল বিশাল আপডেট চায় । শেষমেশ Avira তে থামছি । যদিও এটা ফ্রী এডিশন , দেখা যাক কয়েকদিন । ইন্টারনেট এ ঘাটাঘাটি করে দেখলাম কোনটি বেশি চলে । একেক জায়গাই একেকরকম । আরেক হাতে লিনাক্স আছে , সেখানে অ্যান্টিভাইরাস লাগে না । শান্তি ...
আপনি কোন অ্যান্টিভাইরাস ইউজ করছেন , আপনার মতামত কী ? এই পোস্টের মাধ্যমে জানান । আপনাদের মতামতের ভিত্তিতে ভাবছি আরএমসি ফোরাম এর পক্ষ থেকে একটা ranking দিব ।
এই রকম একটা পোস্টঅনেকদিন আগে ছিল ।
পরীক্ষামূলক এই ফিচারটি ব্যবহার করতে প্রথমে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে।এরপর ‘জয়েন দ্য এক্সপেরিমেন্ট’ অংশে ক্লিক করতে হবে। তারপর গুগল সার্চ ব্যবহার করে যেকোনো বিষয় সার্চ করে তাতে ‘+১’ করা যাবে
ধন্যবাদ সেজান ভাই ।
ধন্যবাদ উপল , কাজে লাগবে ।তবে মুভি এর নাম তো পরিবর্তন করে রাখে । সার্চ দিলে কী পাওয়া যাবে ?
তৌফিক এর রুমে একদিন দেখছিলাম ফায়ারফক্স 4 এ টেইটেলবার এ বাংলা লেখা ভেঙে ভেঙে দেখায় । তার একটি সমাধান পেলাম এখানে ।
এটি elias ভাই এর লেখা , যিনি প্রচেষ্টা নামে পরিচিত ।
ব্রাউজারের Tools >> হতে Options >> হতে Content >> হতে advanced>>> বাকিটা স্ক্রীণশট মত কনফিগার করে নিন।

ফন্ট ছোট বড় করার জন্য 
এবার আপনিও ঠিক এভাবে সেটিং করে নিন আর ঝকঝকে বাংলা দেখুন। ধন্যবাদ সবাইকে।
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → Posts by shemul49rmc
Powered by PunBB 1.4.2, supported by Informer Technologies, Inc.
Currently installed 6 official extensions. Copyright © 2003–2009 PunBB.
Generated in ০.০৫ seconds (৭৯.৮% PHP - ২০.২% DB) with ৬ queries