(edited by shemul49rmc 2011-04-11 01:20:08)

Topic: ফায়ারফক্স ভার্ষন ৪ এ ঝকঝকে বাংলা দেখুন

তৌফিক এর রুমে  একদিন দেখছিলাম ফায়ারফক্স 4 এ টেইটেলবার এ বাংলা লেখা ভেঙে ভেঙে দেখায় । তার একটি সমাধান পেলাম এখানে
এটি elias ভাই এর লেখা , যিনি প্রচেষ্টা নামে পরিচিত ।

ব্রাউজারের Tools >> হতে Options >> হতে Content >> হতে advanced>>> বাকিটা স্ক্রীণশট মত কনফিগার করে নিন।

http://i.imgur.com/bT9w4.jpg

ফন্ট ছোট বড় করার জন্য
http://i.imgur.com/JlaHg.jpg
এবার আপনিও ঠিক এভাবে সেটিং করে নিন আর ঝকঝকে বাংলা দেখুন। ধন্যবাদ সবাইকে।

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif


Re: ফায়ারফক্স ভার্ষন ৪ এ ঝকঝকে বাংলা দেখুন

আমার আগেও কোন সমস্যা হয় নি, এখনও হয় না। পুরা ফকফকা বাংলা দেখা যায়!!  dancing



Re: ফায়ারফক্স ভার্ষন ৪ এ ঝকঝকে বাংলা দেখুন

এটা আমি আগেই করেছি, কাজ হয়নি। বার এর বাংলা ভেঙে জায়।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: ফায়ারফক্স ভার্ষন ৪ এ ঝকঝকে বাংলা দেখুন

আমার বাংলা ঠিক হয়ে গেছে।রেপু দিলাম thumbs up



Re: ফায়ারফক্স ভার্ষন ৪ এ ঝকঝকে বাংলা দেখুন

আমাদের হেলথ কমপ্লেক্সের ল্যাপটপে এই রকম ( একার বর্ণের পরে আসছিলো , ডাঃ রাঘিব আহসান স্যার এর মত ) সমস্যা হচ্ছিলো , এই ট্রিক্স টায় সমাধান হয়েছে...কিন্তু Gmail এ কোন mail এর attachment ডাউনলোড করা যাচ্ছেনা...করতে গেলে দেখাচ্ছে Server Timeout...আবার attachment টা view করতে গেলে সমস্যা হচ্ছে
( বাংলা লেখাগুলো ঐরকম দেখাচ্ছে )
সমাধান দিলে উপকৃত হতাম।
ধন্যবাদ।
sad



Re: ফায়ারফক্স ভার্ষন ৪ এ ঝকঝকে বাংলা দেখুন

Google এ DNS জনিত ঝামেলা অনেক বেশি। আপনি এই টপিক টি দেখুন। এভাবে ডিএনএস ঠিক করে নিন।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: ফায়ারফক্স ভার্ষন ৪ এ ঝকঝকে বাংলা দেখুন

sawontheboss4 wrote:

Google এ DNS জনিত ঝামেলা অনেক বেশি। আপনি এই টপিক টি দেখুন। এভাবে ডিএনএস ঠিক করে নিন।

ধন্যবাদ শাওন......আমি এটা Apply করে দেখব next time এ যখন Health Complex এ যাব... happy