Topic: ডেস্কটপের আইকন থেকে সরিয়ে ফেলুন বিরক্তিকর তীর প্রতীক
অনেকদিন পর ইন্টারনেট এ আসলাম । আর আমার প্রিয় আরএমসি ফোরাম । লেখালেখি করা কষ্টের কাজ । তাই কাজের কথায় যায় ।
প্রথমে যান run এ যাবেন (window key + R চেপে ।)
এরপর লিখুন regedit
চলে যান HKEY_CLASSES_ROOT
খুজে বের করুন lnkfile, not .lnk
isShortcut টি ডিলিট করে ফেলুন
এরপর restart দিন computer
ছবিতে দেখুন