Topic: আপনি কোন অ্যান্টিভাইরাস নিয়েছেন ? আপনার মতামত কী ?
আজ সন্ধা থেকে মোটামুটি পিসির সাথে যুদ্ধ করলাম । একের পর এক , মোট 7 টা অ্যান্টিভাইরাস ইন্সটল করছি । সবগুলোতে বিশাল বিশাল আপডেট চায় । শেষমেশ Avira তে থামছি । যদিও এটা ফ্রী এডিশন , দেখা যাক কয়েকদিন । ইন্টারনেট এ ঘাটাঘাটি করে দেখলাম কোনটি বেশি চলে । একেক জায়গাই একেকরকম । আরেক হাতে লিনাক্স আছে , সেখানে অ্যান্টিভাইরাস লাগে না । শান্তি ...
আপনি কোন অ্যান্টিভাইরাস ইউজ করছেন , আপনার মতামত কী ? এই পোস্টের মাধ্যমে জানান । আপনাদের মতামতের ভিত্তিতে ভাবছি আরএমসি ফোরাম এর পক্ষ থেকে একটা ranking দিব ।
এই রকম একটা পোস্টঅনেকদিন আগে ছিল ।