(edited by shemul49rmc 2011-04-12 01:53:44)

Topic: আপনি কোন অ্যান্টিভাইরাস নিয়েছেন ? আপনার মতামত কী ?

আজ সন্ধা থেকে মোটামুটি পিসির  সাথে যুদ্ধ করলাম । একের পর এক , মোট 7 টা অ্যান্টিভাইরাস ইন্সটল করছি । সবগুলোতে বিশাল বিশাল আপডেট চায় । শেষমেশ Avira তে থামছি । যদিও এটা ফ্রী এডিশন , দেখা যাক কয়েকদিন । ইন্টারনেট এ ঘাটাঘাটি করে দেখলাম কোনটি বেশি চলে । একেক জায়গাই একেকরকম । আরেক হাতে লিনাক্স আছে , সেখানে অ্যান্টিভাইরাস লাগে না । শান্তি ...
আপনি কোন অ্যান্টিভাইরাস ইউজ করছেন , আপনার মতামত কী ? এই পোস্টের মাধ্যমে জানান । আপনাদের মতামতের ভিত্তিতে ভাবছি  আরএমসি ফোরাম এর পক্ষ থেকে একটা ranking দিব । 

এই রকম একটা পোস্টঅনেকদিন আগে ছিল ।

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif


Re: আপনি কোন অ্যান্টিভাইরাস নিয়েছেন ? আপনার মতামত কী ?

Norton চালায়, কী শান্তি।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: আপনি কোন অ্যান্টিভাইরাস নিয়েছেন ? আপনার মতামত কী ?

সত্যি কথা বলতে কি আমি নিজে কোন এ্যান্টিভাইরাস ব্যবহার করিনা।কারন এ্যান্টিভাইরাস ব্যবহার করলে কেন জানি আমার  কম্পিউটার কচ্ছপ হয়ে যায়।তাছাড়া যখন যেই এ্যান্টিভাইরাস ব্যবহার করি তখন সেই এ্যান্টিভাইরাসের প্রতি একটু  দুবর্লতা কাজ করে যা পরবর্তীতে আবার নিভে যায়।একটু সতর্কতার সাথে ব্যবহার করলেও কিন্তু অনেকখানি নিরাপদ থাকা যায়।এ্যান্টিভাইরাস ব্যবহার করিনা ঠিকি কিন্তু এর বিভিন্ন ফ্রি অফার সর্ম্পকে খোজ রাখি।কারন মাঝে মাঝে এই সব বিষয় নিয়ে পোষ্ট করি তো তাই।তাছাড়া এই সব ফ্রি অফার অনেক সময় অনেকের কাজে লাগে।যাই হোক এই পোষ্টে আর ও একটি ফ্রি অফারের কথা জানিয়ে রাখি।Panda Cloud Antivirus Pro Edition version 1.3 ছয় মাসের জন্য ফ্রি দিচ্ছে যার অরজিনাল মুল্য $29 ডলার যা আপনি এখন ফ্রি পাচ্ছেন। ।এর জন্য আপনার কোন রকম লাইসেন্স কী বা সিরিয়াল কী এর প্রয়োজন হবেনা কারন এর সেটআপ ফাইলের সাথে কোড যুক্ত করা আছে যা ছয় মাসের জন্য একটিভেটেড থাকবে।বেশি কিছু করতে হবেনা এই লিংকে যান http://www.facebook.com/cloudantivirus? … 4949752878
তারপর  লগিন করে লাইক বাটনে ক্লিক করুন।দেখবেন ডাউনলোড লিংক এসে গেছে এরপর ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার দেখুন কেমন  হয়েছে।
আমি তো ব্যবহার করিনা পারলে আপনারাই ব্যবহার করে জানিয়েন কেমন করেছে এরা।ধন্যবাদ সবাই ভাল থাকবেন।



Re: আপনি কোন অ্যান্টিভাইরাস নিয়েছেন ? আপনার মতামত কী ?

কিন্তু পান্ডা ক্লউড কেমন ? ইউজ করিনি ।
ফ্রী তো সবসময় থাকেনা ।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: আপনি কোন অ্যান্টিভাইরাস নিয়েছেন ? আপনার মতামত কী ?

dr.shamim ভাই wrote:

কিন্তু পান্ডা ক্লউড কেমন ? ইউজ করিনি ।
ফ্রী তো সবসময় থাকেনা ।

শামীম ভাই আমি তো এন্টিভাইরাস ব্যবহার করিনা।তবে অনেকের কাছে শুনেছি মোটামুটি ভাল পারফরম্যানস দেয়।যেহেতু প্রোফেশনাল মানের এন্টিভাইরাস ছয় মাসের জন্য ফ্রি দিচ্ছে আশাকরছি খারাপ হওয়ার তো কথা না।ব্যবহার করে দেখুন ভাল কিনা না হলে তো উইন্ডোজে আনইনস্টলার নামের একটা অপশন তো আছেই যখন প্রয়োজন পড়বে তখন এটার ব্যবহার করবেন।



Re: আপনি কোন অ্যান্টিভাইরাস নিয়েছেন ? আপনার মতামত কী ?

অ্যাভাইরা ইজ দ্যা বেস্ট......  wave



Re: আপনি কোন অ্যান্টিভাইরাস নিয়েছেন ? আপনার মতামত কী ?

সুজন পাল wrote:

অ্যাভাইরা ইজ দ্যা বেস্ট......  wave

অ্যাভাইরা ইউজ শুরু করলাম , তর কত এডিশন , চুরি করা  big grin  নাকি ফ্রী

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif


Re: আপনি কোন অ্যান্টিভাইরাস নিয়েছেন ? আপনার মতামত কী ?

http://www.rmcforum.com/topic192.html এই লিংকে(শিমুল ভাইয়ের উল্লেখিত) এই বিষয়ে আমার একটা পোস্ট আছে।  big grin

shemul49rmc wrote:

সবগুলোতে বিশাল বিশাল আপডেট চায় ।

আমার কাছে AVG Internet Security 20111 আছে,সাথে অফলাইন আপডেট,তাই বিশাল আপডেটের কোনও প্রয়োজন নেই।আমার কাছে AVG ই ভালো লাগে,তবে পিসি প্রায় এক্কেবারে ক্লিন রাখতে নর্টন ব্যবহার করতে পারেন,আজীবন ক্র্যাক আছে।  big grin

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: আপনি কোন অ্যান্টিভাইরাস নিয়েছেন ? আপনার মতামত কী ?

আমি তো E set use করছি। পিসি একদম slow করে না। আজীবন ক্র্যাক আছে rock on!



Re: আপনি কোন অ্যান্টিভাইরাস নিয়েছেন ? আপনার মতামত কী ?

আমি বর্তমানে Avast ইন্টারনেট সিকিউরিটি তে আছি, পিসি বেশ ফাস্ট। তবে যারা ESET এ আছেন, তাদের বলছি, আনইনষ্টল করতে গেলে কিন্তু খবর আছে!

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: আপনি কোন অ্যান্টিভাইরাস নিয়েছেন ? আপনার মতামত কী ?

sawontheboss4 wrote:

আনইনষ্টল করতে গেলে কিন্তু খবর আছে!

কেউ যদি সমস্যই পড়েন তো আমার সাথে যোগাযোগ করেন।  big grin

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: আপনি কোন অ্যান্টিভাইরাস নিয়েছেন ? আপনার মতামত কী ?

ESET  dancing  rock on!

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/1805_amar_thikana.gif


Re: আপনি কোন অ্যান্টিভাইরাস নিয়েছেন ? আপনার মতামত কী ?

Avast বেশ ভাল লাগছে!

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


১৪

Re: আপনি কোন অ্যান্টিভাইরাস নিয়েছেন ? আপনার মতামত কী ?

শুরু থেকে avast এই আছি...অন্যকিছু ট্রাই করতে হয় নি... cool  cool  cool

ইহা দ্বারা কি প্রমাণ হইবে যে আমি অক্ষর জ্ঞান সম্পন্ন???


Re: আপনি কোন অ্যান্টিভাইরাস নিয়েছেন ? আপনার মতামত কী ?

sawontheboss4 wrote:

আমি বর্তমানে Avast ইন্টারনেট সিকিউরিটি তে আছি, পিসি বেশ ফাস্ট। তবে যারা ESET এ আছেন, তাদের বলছি, আনইনষ্টল করতে গেলে কিন্তু খবর আছে!

একবার আনইনষ্টল করে আবার দিছি , পরে সেইটা আনইনষ্টল করে avira তারপর এখন পাণ্ডা তে আছি ।
avast! Internet Security 6.0.1000 Final With License আর eScan AntiVirus Toolkit (MWAV) v12.0.8 নামালাম । avast try করবো ।

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif


Re: আপনি কোন অ্যান্টিভাইরাস নিয়েছেন ? আপনার মতামত কী ?

নতুন দিলাম!

http://my.jetscreenshot.com/2862/m_20110415-ulek-52kb.jpg

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


১৭

Re: আপনি কোন অ্যান্টিভাইরাস নিয়েছেন ? আপনার মতামত কী ?

আর কত anti -virus  চালাবে ?

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: আপনি কোন অ্যান্টিভাইরাস নিয়েছেন ? আপনার মতামত কী ?

Avast Internet Security বেশ ভালো! তবে সাবস্ক্রিপশন অন টা একটু কায়দা করে চলতে হয়।

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/1805_amar_thikana.gif


Re: আপনি কোন অ্যান্টিভাইরাস নিয়েছেন ? আপনার মতামত কী ?

আমি নিজেও আসলে এই সব এন্টিভাইরাসের ফ্রি বা ট্রায়াল অফার জানাতে জানাতে বিরক্ত।আমি প্রায় বিভিন্ন এন্টিভাইরাসের ফ্রি বা ট্রায়াল অফারের খবর পায়।আর আমার মোটামুটি ধারনাও হয়ে গেছে কে কোন এন্টিভাইরাসে comfortable।তাই অনেক ফ্রি অফার নিয়ে কোন পোষ্টও দিই নি। কিন্তু মাঝে মাঝে চিন্তা করি এই সব ফ্রি অফারগুলো এভাবে ফেলে দিব  তাই এই নিয়ে পোষ্ট করি।যদি কারও কাজে লাগে।যাই হোক আমার সর্বশেষ ফ্রি অফারের নাম হচ্ছে
Norton Internet Security 2012 - Beta।
http://us.norton.com/content/en/us/home_homeoffice/images/beta/nis2012-main-ui_310x226.jpg
আসুন দেখি কিভাবে ডাউনলোড করব
(১)ডাউনলোড করার জন্য এই লিংকে যান
(২)তারপর Registration ফরমটি পুরন করুন Next এ ক্লিক করুন।
(৩)দেখবেন ডাউনলোড লিংক এসে পড়েছে।এরপর ডাউনলোড করুন এর ইনস্টল ফাইলটি।
(৪)তারপর ইনস্টল এ ক্লিক করলে নরর্টনের ডাউনলোড ম্যানেজারের মাধ্যমে এর পুরো ফাইল ডাউনলোড শুরু করবে।
জানিনা কারও কাজে লাগবে কিনা কারন ফোরামে তো কোন নরটর্ন ব্যবহারকারী দেখিনা শুধু শামীম ভাই ছাড়া।যাক কারো কাজে লাগলেই ভাল আর না লাগলে তো কিছুই বলার নাই।ধন্যবাদ সবাইকে।



Re: আপনি কোন অ্যান্টিভাইরাস নিয়েছেন ? আপনার মতামত কী ?

সেজান wrote:

।যাই হোক আমার সর্বশেষ ফ্রি অফারের নাম হচ্ছে
Norton Internet Security 2012 - Beta।

এটা কতদিন চলবে ফ্রী?

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: আপনি কোন অ্যান্টিভাইরাস নিয়েছেন ? আপনার মতামত কী ?

sawontheboss4 wrote:

এটা কতদিন চলবে ফ্রী?

তাদের ফুল ভার্সন রিলিজের আগ পর্যন্ত মনে হয় ব্যবহার করা যাবে।



২২

Re: আপনি কোন অ্যান্টিভাইরাস নিয়েছেন ? আপনার মতামত কী ?

সেজান ভাই, Norton দারুন জিনিস । Beta এর মেয়াদ 28 দিন !!!

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: আপনি কোন অ্যান্টিভাইরাস নিয়েছেন ? আপনার মতামত কী ?

dr.shamim wrote:

28 দিন !!!

মাত্র?

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: আপনি কোন অ্যান্টিভাইরাস নিয়েছেন ? আপনার মতামত কী ?

dr.shamim wrote:

Beta এর মেয়াদ 28 দিন !!!

মাত্র 28 দিন এইটা তো ব্যবহার করা আর না করা একি কথা।কিন্তু তাদের ওয়েবসাইটে দেখলাম ফাইনাল ভার্সন রিলিজ পর্যন্ত।যাক ভুল বুঝেছি মনে হয়।
নরর্টন আর সিমেন্টেক এক হওয়ার পরে  এ্যান্টিভাইরাসটি মনে হয় আরও শক্তিশালী হয়েছে।যাক ধন্যবাদ সবাইকে।



২৫

Re: আপনি কোন অ্যান্টিভাইরাস নিয়েছেন ? আপনার মতামত কী ?

shemul49rmc wrote:

আজ সন্ধা থেকে মোটামুটি পিসির  সাথে যুদ্ধ করলাম । একের পর এক , মোট 7 টা অ্যান্টিভাইরাস ইন্সটল করছি । সবগুলোতে বিশাল বিশাল আপডেট চায় । শেষমেশ Avira তে থামছি । যদিও এটা ফ্রী এডিশন , দেখা যাক কয়েকদিন । ইন্টারনেট এ ঘাটাঘাটি করে দেখলাম কোনটি বেশি চলে । একেক জায়গাই একেকরকম । আরেক হাতে লিনাক্স আছে , সেখানে অ্যান্টিভাইরাস লাগে না । শান্তি ...
আপনি কোন অ্যান্টিভাইরাস ইউজ করছেন , আপনার মতামত কী ? এই পোস্টের মাধ্যমে জানান । আপনাদের মতামতের ভিত্তিতে ভাবছি  আরএমসি ফোরাম এর পক্ষ থেকে একটা ranking দিব । 

এই রকম একটা পোস্টঅনেকদিন আগে ছিল ।

আপনার সাথে আমিও একমত।Update করার জন্য AVIRA-ই Best.