Topic: গুগল সার্চে আসছে 'প্লাস ওয়ান'

সার্চ জায়ান্ট গুগল কর্তৃপক্ষ সম্প্রতি গুগল সার্চে একটি নতুন ফিচার যোগ করেছে। গুগল এই ফিচারটির নাম দিয়েছে  ‘+১’ বা প্লাস ওয়ান। জানা গেছে, এই ফিচারটি সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুকে ব্যবহৃত ‘লাইক’ বাটনের মতোই কাজ করবে। খবর ম্যাশএবল-এর।

http://tech.bdnews24.com/images/imgAll/google3103b.jpg

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গুগল সার্চ রেজাল্টে দেখানো প্রতিটি লিংকের সঙ্গে এই আইকনটি দেখা যাবে। গুগল কর্তৃপক্ষ এই আইকনটিকে বলছে, ‘পাবলিক স্ট্যাম্প অফ অ্যাপ্রুভ্যাল’।

জানা গেছে, ফেসবুকে যেমন কোনো বিষয়ে লাইক করা যায় তেমনি গুগল সার্চের কনটেন্টে ‘+১’ করা যাবে। এর ফলে পছন্দের লিংকের সঙ্গে নাম যোগ হবে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গুগল সার্চের এই ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। পরীক্ষামূলক এই ফিচারটি ব্যবহার করতে প্রথমে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে।এরপর ‘জয়েন দ্য এক্সপেরিমেন্ট’ অংশে ক্লিক করতে হবে। তারপর গুগল সার্চ ব্যবহার করে যেকোনো বিষয় সার্চ করে তাতে ‘+১’ করা যাবে।
সুত্র

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif


Re: গুগল সার্চে আসছে 'প্লাস ওয়ান'

আর কত কি যে আনবে গুগল । মরিয়া হয়ে গেছে।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: গুগল সার্চে আসছে 'প্লাস ওয়ান'

কারণ আছে,ওরাও ফেসবুকের মত সামাজিক নেটওয়ার্ক করতে চাচ্ছে।  happy

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: গুগল সার্চে আসছে 'প্লাস ওয়ান'

দেখা যাক আর কী কী করতে পারে গুগল । তবে গুগল বস !! thumbs up  thumbs up

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif


Re: গুগল সার্চে আসছে 'প্লাস ওয়ান'

কারণ আছে, SEO করে সাইট গুলো যা না, তা দেখাচ্ছে! ফলে কাঙ্ক্ষিত ফলাফল পেতে দেরি হচ্ছে, গুগল সার্চ এ এক নম্বর এ পাওয়া সাইট এ ঢুকেও দেখা যাচ্ছে, যেটি চাচ্ছি সেটি নেই, +1 দিলে গুগল নিজে থেকেই বুঝতে পারবে, কোনটি ভাল সাইট আর কোনটি ভাল নয়। গুগল কে সাধুবাদ।  applause

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: গুগল সার্চে আসছে 'প্লাস ওয়ান'

আমার দেখা ভাল সার্চ ইঞ্জিন yippi.com
দেখা যাক +১ কি করে!!

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: গুগল সার্চে আসছে 'প্লাস ওয়ান'

গুগুলকে সাধু বাধ। ধন্যবাদ shemul49rmc ভাই তথ্যটা জানানোর জন্য।

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


Re: গুগল সার্চে আসছে 'প্লাস ওয়ান'

গুগুলকে সাধু বাধ



(edited by সেজান 2011-04-11 17:20:04)

Re: গুগল সার্চে আসছে 'প্লাস ওয়ান'

ধন্যবাদ shemul49rmc কে নিউজটি শেয়ার করার জন্য।কিন্তু গুগল এর এই সুবিধাটি কিভাবে ব্যবহার করতে হবে তা আমি আরও একটু বিস্তারিত বলি।
(১)প্রথমে google.com এ সাইন-ইন করুন।
(২)তারপর এই লিংকে যান  http://www.google.com/experimental/
(৩)তারপর ক্লিক করুন Join this experiment বাটনে।
(৪)আবার google.comযান।
(৫)এবার সার্চ করুন দেখবেন প্রতিটি লিংকের পাশে +1 বাটন দেখা যাচ্ছে।



Re: গুগল সার্চে আসছে 'প্লাস ওয়ান'

shemul49rmc wrote:

পরীক্ষামূলক এই ফিচারটি ব্যবহার করতে প্রথমে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে।এরপর ‘জয়েন দ্য এক্সপেরিমেন্ট’ অংশে ক্লিক করতে হবে। তারপর গুগল সার্চ ব্যবহার করে যেকোনো বিষয় সার্চ করে তাতে ‘+১’ করা যাবে

ধন্যবাদ সেজান ভাই ।

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif


Re: গুগল সার্চে আসছে 'প্লাস ওয়ান'

সেজান ভাইকে প্রক্রিয়াটি জানানোর জন্য ধন্যবাদ,সাথে রইলো সম্মাননা।  applause

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: গুগল সার্চে আসছে 'প্লাস ওয়ান'

উপল BD wrote:

সেজান ভাইকে প্রক্রিয়াটি জানানোর জন্য ধন্যবাদ,সাথে রইলো সম্মাননা

ধন্যবাদ উপল ভাই।এই এক্সপেরিমেন্ট পেজে আরও দুইটি ফিচার আছে ইচ্ছে করলে এই দুইটি ফিচারও ব্যবহার করতে পারেন।