Topic: আপনার ব্লগ বা ওয়েব সাইটের জন্য অসাধারন একটি ওয়েব এনালাইটিক্স

আমরা অনেকেই গুগুল ওয়েব এনালাইটিক্স, বিং ওয়েব এনালাইটিক্স এবং ইয়াহু এর ওয়েব এনালাইটিক্স এর সাথে পরিচিত। এগুলো দিয়ে কোন একটি ওয়েব সাইটের ভিজিটরের তথ্য সহ অন্যান্য তথ্য গুলো পাওয়া যায়। আর যারা ডেভলফার তারা হয়তো ঐ অল্প কিছু এনালাইটিক্যাল তথ্য দিয়ে সন্তুষ্ট না ও থাকতে পারেন। যদি আপনার সাইট সম্পর্কে বিস্তারতি তথ্য গুলো জানতে চান তাহলে আপনার সাইটের জন্য নিজের এনালাইটিক্স ইন্সটল করতে পারেন। piwikহচ্ছে একটি ওপেন সোর্স ওয়েব এনালাইটিক্স সফটওয়ার। যেটি দিয়ে আপনার সাইটের ভিজিটরের বিস্তারিত তথ্য গুলো পেতে পারেন। আর ইচ্ছে করলে নিজের মত করে সাজিয়েও নিতে পারেন তথ্য গুলো। ইউজার ইন্টারফেস গুগল ওয়েব এনালাইটিক্স থেকেও আরো সুন্দর এবং তথ্য সমৃদ্ধ।
http://tech.jakir.me/wp-content/uploads/2012/02/piwik.png
এটা একটা CMS, তাই আপনি সহজেই আপনার সাইটের একটি সাব ফোল্ডারে এটি ইনস্টল করতে পারেন। ইন্সটল করতে আপনার একটি ডাটাবেজ লাগবে আর ডাটাবেজ এর ইউজারের নাম এবং পাসওয়ার্ড। আর কিছু না। ইন্সটল করার সময় একটি জাভা স্ক্রিপ্ট কোড পাবেন যা আপনার সাইটের Head ট্যাগ এর ভেতর রাখতে হবে। এবার আপনার ইন্সটল করা
Piwik লগইন করে দেখুন আপনার সাইটের ভিজিটরদের বিস্তারিত তথ্য দেখাচ্ছে।
http://techtweets.com.bd/wp-content/uploads/2012/02/piwik_logofinal_text.jpg

Piwik প্লাগিন্টি নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন ।
http://s.driver.tunerpage.com/wp-content/uploads/2012/02/Download-1.gif
বলতে ভুলে গেছি। বোনাস হিসেবে একটা কিছু পাবেন। তা হচ্ছে সিকিউরিটি। কেউ যদি আপনার সাইটের কোন ক্ষতি করতে চায় তাহলে আপনাকে মেইল করে জানিয়ে দেওয়া হবে। মনে হয় না এধরনের সুবিধা কোন সাধারন এনালাইটিক্স এ পাবেন। তাই ব্যবহার করে দেখতে পারেন। ভালোই হবে।। এটা ফ্রী।

যদি কোথাও ভুল থাকে একটু বলবেন ।

আসুন আমরা সবাই কপি করা থেকে বিরত থাকি ।
্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌
আপনারা নিচের লিঙ্ক থেকে ফ্রী মিজিক ভিডিও গেম ডাউনলোড করতে পারবেন ।
Free Music Download Site


Re: আপনার ব্লগ বা ওয়েব সাইটের জন্য অসাধারন একটি ওয়েব এনালাইটিক্স

আমি তো গুগল Analytics এ বেশি ভরসা পাই, কারণ adsense অ্যাকাউন্ট থাকলে কী ওয়ার্ড বোঝা যায়! যাই হক আমি ব্যবহার করে দেখছি, কেমন লাগলো, জানাব!

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: আপনার ব্লগ বা ওয়েব সাইটের জন্য অসাধারন একটি ওয়েব এনালাইটিক্স

বেশ জটিল আমার জন্য  big grin  big grin

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif