Topic: LinkBucks.....অবসরের ইনকাম।
আজকে একটি ভিন্ন ধরনের সাইটের বিষযে লিখবো যেখানে লেখালেখি করে ভাল আয় করা সম্ভব । আমরা অনেকেই বিভিন্ন আউটসোর্সিং সাইটে কাজ করি। আউটসোর্সিং এর কাজের মধ্যে অনেকেই PTC সাইটে কাজের অভিঙ্গতা রয়েছে। তবে তা হয়ত অনেকের ক্ষেত্রে তিক্ত। কারন হাজার হাজার SCAM site এর মধ্যে হাতেগোনা কয়েকটি সাইট রয়েছে যারা সত্যিকার ভাবে pay করে থাকে। যেমন ClixSense, NeoBux, Matrixmail বা Clicksia এর মতো কিছু সাইট যেগুলো পরিক্ষিত। শুধুমাত্র এড-এ click করে আয় করা কঠিন কারন তারা প্রতি click-এ খুব সামান্যই পে করে। তবে PTC Site থেকেও ভাল আয় করা সম্ভব যদি আপনি অনেক রেফারেল তৈরী করতে পারেন। অামার পরিচিত একজন যার ১০০-এর উপর রেফারেল আছে উপরের একটি সাইটে। সেখান থেকে সে মাসে কয়েক ডলার আয় করে। আপনিও ট্রাই করে দেখতে পারেন। Legit PTC সাইট চেনার ক্ষেত্রে, যে সাইট প্রতি এড-এর জন্য ১ সেন্ট বা তার বেশী দেয় মনে রাখবেন সেটি ভুয়া।
আজকে যে সাইটের বিষয়ে লিখবো সেটি PTC সাইটের উল্টো। এখানে আপনাকে কোন এড-এ ক্লিক করতে হবে না বরং আপনার এড-এ অন্যরা ক্লিক করবে এবং সেখান থেকে আপনার ইনকাম হবে।
সাইটির কিছু বৈশিষ্ট্য:
১। এখানে আয় লিমিটেড না । আপনি যত শ্রম দিবেন তত আয় করা সম্ভব।
২। এখানে কাজ করার নিদিষ্ট কোন টাইমফ্রেম নেই। অর্থাত আপনি যখন সময় বের করতে পারবেন তখনই কাজ করতে পারবেন।
৩। এই কাজটি সহজ, যে কেউ করতে পারবে । একটু internet-এ লেখালেখির অভ্যাস থাকতে হবে।
8। এ সাইটির আর একটি সুবিধা হল রেফারেলের মাধ্যমে তিন লেবেল পর্যন্ত আয়ের সুবিধা আছে এখানে।
কাজটা কেমন একটু ধারনা দেই।
ধরুন কোন ব্লগ বা ফোরামে কোন একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে । মনে করুন translation বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আপনি google translation-এর বা অন্য কোন সাইটের লিংক ঐ ব্লগ বা ফোরামের কোমেন্ট-এ দিয়ে দিলেন। এখন যতজন এ লিংকে ক্লিক করবে তত ক্লিকের জন্য একটি নিদিষ্ট হারে আপনাকে ঐ সাইটি পে করবে। এ জন্য আপনাকে ঐ সাইটে প্রথমে Register করে Create Link Option-এ গিয়ে লিংকটি Generate করে নিতে হবে। মুলত নতুন generated linkটি ব্লগ বা ফোরামে দিতে হবে।
ব্লগ বা ফোরামে কোমেন্ট ছাড়াও বিভিন্ন ব্লগ বা ফোরামে বিভিন্ন বিষয় নিয়ে লিখতে পারেন এবং যেখানে ঐ বিষয় related link সংযুক্ত করে দিতে পারেন পাঠকদের আরো এ বিষযে জানার জন্য। এ ভাবে আপনি যখন online থাকবেন না তখনও আপনার একাউন্টে income জমা হতে থাকবে।
এ সাইটির আর একটি সুবিধা হল এটা PayPal এবং Payza দুটোই সাপোর্ট করে। বাংলাদেশে PayPal সাপোর্ট করেনা কিন্তু Payza সাপোর্ট করে। Payzaতে একাউন্ট করুন এখান থেকে।
সাইটির নাম হচ্ছে LinkBucks. Site-এ যান এবং বিস্তারিত জানুন I
সাইটিতে Register করে Link generate করুন এবং Internet-এর million ওয়েবসাইটে অবসর সময়ে লেখালেখি করে....generatedকৃত linkটি লেখায় সংযুক্ত করূন......এবং আয় করতে থাকুন Even When You Are in Sleep.