(edited by shemul49rmc 2012-06-14 16:24:23)

Topic: ফোরামে বা আপনার ব্লগষ্পট ওয়েবসাইট এ যোগ করুন নিজের স্বাক্ষর

ফোরামে স্বাক্ষর এর স্থানে অনেকেই নিজের ওয়েবসাইট এর লিঙ্ক বা অন্যান্য অনেক কিছু দিয়ে রাখে । আজ আপনাদের দেখাবো কিভাবে সেখানে আপনার স্বাক্ষর যোগ করবেন । প্রথমে নিচে আমার স্বাক্ষর টি দেখুন
http://i.imgur.com/2KRKi.jpg

কিভাবে আপনার স্বাক্ষর বানাবেন :
1. প্রথমে যান My Live Signature। এখানে আমরা stylish একটি সিগ্নেচার বানাবো ।
2. এরপর ক্লিক করুন Using the signature creation wizard. আপনার স্ক্যান করা স্বাক্ষর ব্যবহার করতে পারবেন , তবে আমি করি নাই ।
http://i1160.photobucket.com/albums/q486/shemul49rmc/2012-06-10_132002.jpg
3. এখানে আপনার নাম লিখুন
http://i.imgur.com/LJRfe.jpg
4. পরবর্তি ধাপ গুলোতে আপনাকে ফন্ট, size, color, background color, text color, slope ঠিক করতে হবে । হয়ে গেলে নেক্সট এ কিক করুন ।
http://i1160.photobucket.com/albums/q486/shemul49rmc/2012-06-10_132757.jpg
5. আপনার সিগ্নেচার তৈরি । ক্লিক করুন Want to use this signature
http://i1160.photobucket.com/albums/q486/shemul49rmc/2012-06-10_133525.jpg
6. এখানে আপনি দুইটি অপ্শন পাবেন । আপনার ব্লগার বা ব্লগষ্পট ওয়েবসাইট এ স্বাক্ষর যোগ করতে Generating HTML code এ ক্লিক করুন । এটি আপনার স্বাক্ষর কোড ।  স্বাক্ষর কোডে থেকে ইমেজ এর লিঙ্ক মুছে ফেলতে নিচের কোড গুলো ডিলীট করে দেন

<a href="http://www.mylivesignature.com" target="_blank"> এবং  </a>

কিভাবে ব্লগার ওয়েবসাইট এ স্বাক্ষর যোগ করবেন :

ব্লগার এ সাইন করে Dashboard> Settings> Post and Comments> Post template এ যান । Post template অংশে আপনার কোড টি বসান । এখন থেকে প্রতিবার নতুন পোস্ট লেখার সময় পোস্ট বক্স এ দেখবেন আপনার signature এসে বসে আছে ।

কিভাবে ফোরামে স্বাক্ষর যোগ করবেন :
প্রথমে আপনার কোড টিকে BBCode এ কনভার্ট করতে হবে , এখানে যান BBCode Converter

কোড টি পেস্ট করে bbcode এ কনভার্ট করুন । এটি কপি করে আপনার ফোরামে স্বাক্ষর এর জায়গাই বসান ।
ব্যাস ! আপনার কাজ শেষ ! ! !

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif


Re: ফোরামে বা আপনার ব্লগষ্পট ওয়েবসাইট এ যোগ করুন নিজের স্বাক্ষর

ধন্যবাদ! তবে সাক্ষর বেশি ভারি না হলেই ভালো।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।