Topic: ব্যবহারের জন্য উন্মুক্ত উইন্ডোজ ৮-এর পরীক্ষামূলক সংস্করণ

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হলো মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ উইন্ডোজ ৮-এর পরীক্ষামূলক সংস্করণ। গতকাল স্পেনের বার্সেলোনায় চলমান ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১২’তে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এর ফলে এখন আগ্রহীার নতুন এই অপারেটিং সিস্টেমের পরীক্ষামূলক বা বেটা সংস্করণটি ব্যবহার করতে পারবেন। তবে এর ব্যবহার আপাতত ডেস্কটপ এবং ল্যাপটপেই সীমাবদ্ধ থাকবে। বহুল প্রতীক্ষিত এই ডুয়েল অপারেটিং সিস্টেমটি অবশ্য এখনও ট্যাবলেট পিসিতে ব্যবহারের সুযোগ দেয়নি মাইক্রোসফট। ট্যাবলেট পিসিতে ব্যবহার করতে হলে আগ্রহীদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আর বড়দিনের সময়ে গিয়ে উন্মোচন করা হবে এর পূর্ণাঙ্গ সংস্করণ। সাম্প্রতিক সময়ে ট্যাবলেট পিসি প্রযুক্তি পণ্যের বাজারের অনেকটাই দখল নিতে সমর্থ হলেও এই বাজারে মাইক্রোসফটের এখন পর্যন্ত কোনো স্থান নেই। বরং অ্যাপল তাদের আইওএস এবং গুগল তাদের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম দিয়েই দখলে রেখেছে বাজার। এই ক্রমবর্ধমান বাজার ধরার জন্যই মাইক্রোসফট শেষ পর্যন্ত তাদের উইন্ডোজ ৮-এ রাখছে একইসাথে ডেস্কটপ পিসি এবং ট্যাবলেট পিসিতে ব্যবহারের সুবিধা। আর ট্যাবলেট পিসিতে ব্যবহারের লক্ষে এই অপারেটিং সিস্টেমে রাখা হয়েছে দুই ধরনের ইন্টারফেস। ট্যাবলেট পিসি’র জন্য আলাদাভাবে এর যে মেট্রো ইন্টারফেস রয়েছে, তা সম্পূর্ণরূপে স্পর্শকাতর প্রযুক্তি সমর্থন করে। তবে ডেস্কটপ পিসি বা ট্যাবলেট পিসি—উভয় সংস্করণেই যুক্ত করা হয়েছে নানান নতুন নতুন ফিচার। বিশেষ করে এর নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা হয়েছে আগের তুলনায়। আর এই অপারেটিং সিস্টেমেই প্রথমবারের মত ব্যবহার করা হয়েছে ছবির মাধ্যমে অ্যাকাউন্টে লগ-অন করার সুবিধা। আর স্মার্টফোন এবং ট্যাবলেট পিসি’র এই রমরমা বাজারে সকলেই যখন অ্যাপ্লিকেশনের দিকে ঝুঁকে পড়েছে, তখন মাইক্রোসফটও তাদের অপারেটিং সিস্টেমের জন্য উন্মুক্ত রেখেছে অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা। অ্যাপল’র অ্যাপস্টোর-এর আদলে তারাও নিজেদের জন্য তৈরি করেছে অ্যাপ্লিকেশন স্টোর। তাছাড়া ট্যাবলেট পিসিকে গুরুত্ব দিতে গিয়ে মাইক্রোসফট তাদের উইন্ডোজ ৮ চালিত ট্যাবলেট পিসিতে তাদের ‘মাইক্রোসফট অফিস স্যুট’ ব্যবহারের সুযোগ উন্মুক্ত রাখবে বলে জানিয়েছে। আর তা হলে ট্যাবলেটের বাজারে তাদের অবস্থানটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেই আশাবাদী মাইক্রোসফট। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মাইক্রোসফটের উইন্ডোজ বিভাগের প্রধান স্টিভেন সিনফস্কি উইন্ডোজের নতুন সংস্করণ সকলের নিকট প্রদর্শন করে এসব কথা জানান।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: ব্যবহারের জন্য উন্মুক্ত উইন্ডোজ ৮-এর পরীক্ষামূলক সংস্করণ

চালাব নাকি উইনডোজ ৮ ? big grin  big grin

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif