শেয়ার করার জন্য ধন্যবাদ ।
You are not logged in. Please login or register.
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → Posts by ক্যাপ্টেন নিমো
শেয়ার করার জন্য ধন্যবাদ ।
আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন ।
*এখন কথা হল যে লোক Doctor-ই না,তার ভুলের জন্য ডাক্তার-দের দায়ী করে শিরোনাম লেখার মানেটা কি?? এগুলা দেখার কি কেউ নাই???
ভাই, যে লোকটা YELLOW JOURNALIST, তার ভুলের জন্য সব সাংবাদিকদের দায়ী করে পোস্ট করার মানেটা কি?? এগুলো দেখার ও কেউ নাই!!!
ঠিক বলেছেন ভাই ।
পাওলিকে অনেক ধন্যবাদ এরকম একটা কাজ করার জন্য ।
সব ধরনের কলরেট কমিয়ে ২৫ পয়সা করা উচিৎ।
সহমত ।
টুথপেস্ট গুলো কি কুকুরের লেজ গলিয়ে বানায় নাকি?? সন্দেহ হচ্ছে!!
ভাববার বিষয়

দারুন লাগলো , শেয়ার করার জন্য ধন্যবাদ ।
ঠিক করে দিলাম ।
ধন্যবাদ ভাই ।

মৃত্যুর ১৭ বছর পর, ১৯৪০ সালে প্রথম প্রকাশিত হয় সুকুমার রায়ের গল্প সংকলন ‘পাগলা দাশু’। এটিই সুকুমার রায়ের প্রথম গল্প সংকলন। ‘পাগলা দাশু’-এর গল্পগুলো সুকুমার রায়ের জীবদ্দশায়, তাঁর সম্পাদিত ‘সন্দেশ’-এ প্রকাশিত হয়েছিলো। ‘পাগলা দাশু’-এর প্রকাশক ছিলেন এম. সি. সরকার। সেই সংকলনের ভূমিকা লিখেছিলেন ময়মনসিংহের রায়চৌধুরীদের বন্ধু পরিবার জোড়াসাঁকো’র ঠাকুরদের একজন—রবীন্দ্রনাথ ঠাকুর।
তিনি লিখেছিলেন, “সুকুমারের লেখনী থেকে যে অবিমিশ্র হাস্যরসের উৎসধারা বাংলা সাহিত্যকে অভিষিক্ত করেছে, তা অতুলনীয়। তাঁর সুনিপুণ ছন্দের বিচিত্র ও স্বচ্ছন্দ গতি, তাঁর ভাব-সমাবেশের অভাবনীয় অসংলগ্নতা পদে পদে চমৎকৃতি আনে। তাঁর স্বভাবের মধ্যে বৈজ্ঞানিক সংস্কৃতির গাম্ভীর্য ছিল, সেই জন্যেই তিনি তার বৈপরীত্য এমন খেলাচ্ছলে দেখাতে পেরেছিলেন। বঙ্গসাহিত্যে ব্যঙ্গরসিকতার উৎকৃষ্ট দৃষ্টান্ত আরো কয়েকটি দেখা গিয়েছে। কিন্তু সুকুমারের অজস্র হাস্যোচ্ছ্বাসের বিশেষত্ব তাঁর প্রতিভার যে স্বকীয়তার পরিচয় দিয়েছে, তার ঠিক সমশ্রেণীর রচনা দেখা যায় না।”
আমি আজ পুরা বইটা পেলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম ।
ডাউনলোড লিঙ্ক
সূত্র
তৃতীয় ডিগ্রিটি দেওয়া হয়েছিল কারণ তাঁর দুটো ডিগ্রি আছে। দ্বিতীয়টি দেওয়া হয়েছিল, কারণ ইতিমধ্যেই তাঁর একটা ডিগ্রি আছে। আর প্রথমটা দেওয়া হয়েছিল তাঁর একটাও ডিগ্রি ছিল না বলে।
দারুন হইছে............ধন্যবাদ
সব জিনিস কি বাড়ে ???
্ভাই ডালো দিলাম কাজ হইলে + দিব
চরম হইছে ধন্যবাদ
দারুন জিনিস দিছেন সাইফ ভাই । অনেক ধন্যবাদ + রেপু
ভাই দারুন জিনিস এখনি ডালো করছি ভাই আপনাকে রেপু
সবাইকে অনেক ধন্যবাদ
ইন্টারনেটের বিশাল তথ্যভান্ডার থেকে দরকারি তথ্য পেতে সার্চ ইঞ্জিনই ভরসা । তথ্য খুঁজে বের করার কাজে বেশ কিছু সার্চ ইঞ্জিনের সুনাম আছে । আঞ্চলিক কিছু সার্চ ইঞ্জিনও আছে । নিচে কয়েকটি সার্চ ইঞ্জিনের ওয়েব ঠিকানা দেওয়া হলো ।
www.google.com
www.yahoo.com
www.live.com
www.altavista.com
www.aol.com
www.msn.com
www.hotbot.com
www.netsearch.com
www.ask.com
www.teoma.com
www.infoseek.com
www.dogpile.com
www.excite.com
www.lycos.com
www.go.com
www.bdhaat.com
www.nevar.com
ভাই যদি কারো উপকারে লাগে আওয়াজ দিয়েন.........
পারলে সম্মান কইরেন.........
নতুন ব্যাটসম্যান
নতুন ব্যাটসম্যান ক্রিজে এলেন। নিজের গার্ডগুলো পরীক্ষা করে দেখলেন। একটু নড়েচড়ে শরীরটাকে চাঙা করে নিলেন। চারদিকে ফিল্ডারদের অবস্থানটাও একনজর ঘুরে দেখলেন। এরপর শূন্যে কয়েকবার ব্যাট হাঁকিয়ে আম্পায়ারকে জানালেন, সে তৈরি। আম্পায়ার বোলারকে বল করতে অনুমতি দিলেন। বোলার বলও করলেন এবং সোজা মিডল স্ট্যাম্প উড়ে গেল। তখন পেছন থেকে উইকেট কিপার বললেন, ‘কী লজ্জা! এত ভাব দেখানোর পর মাত্র এক বলেই স্ট্যাম্প উড়ে গেল।’ ব্যাটসম্যান তখন বললেন, ‘লজ্জা তোমাদেরই পাওয়া উচিত। একজন নতুন অতিথির সঙ্গে কীভাবে আচরণ করতে হয় সেটা তোমাদের বোলার এখনো শেখেনি।’যুক্তিবিদ্যার ক্লাস চলছে
শিক্ষকঃ আমি টেবিলটা ছুয়েছি, টেবিলটা মাটি ছুঁয়েছে, সুতরাং আমি মাটি ছুঁয়েছি ।
এভাবে একটা যুক্তি দেখাও তো
ছাত্রঃ যেমন ধরুন স্যার, আপনি মুরগি খেয়েছেন, মুরগি কেঁচো খেয়েছে, সুতরাং আপনি কেঁচো খেয়েছেন ।গৃহশিক্ষকঃ আচ্ছা রেজা, একটা বড় শব্দ বল তো ?
রেজাঃ রাবার,স্যার!
গৃহশিক্ষকঃ এটা তো ছোট শব্দ!
রেজাঃ টানলেই বড় হবে স্যার।দুই বাস যাত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে
১ম যাত্রীঃ বেশী প্যাচাল পাড়বে না!
২য় যাত্রীঃ বাড়াবাড়ি করলে কলাম এক লাথিতে করাচি পাঠায়া দিমু!!
৩য় যাত্রীঃ ভাই, দয়া করে আমাকে একটু আস্তে লাথি দেন, আমি গাবতলী যাব ।একদিন পাগলা গারদের এক ডাক্তার তিন পাগলের উন্নতি দেখার জন্য পরীক্ষা নিচ্ছিলেন। পরীক্ষায় পাস করতে পারলে মুক্তি, আর না করলে আরো দুই বছরের জন্য আটকানো হবে। ডাক্তার তিনজনকে সাথে নিয়ে একটা পানিশূন্য সুইমিং পুলের সামনে গিয়ে ঝাঁপ দিতে বললেন। প্রথম পাগল সাথে সাথেই ঝাঁপ দিয়ে পা ভেঙ্গে ফেলল। দ্বিতীয় পাগলটিও ডাক্তারের কথা মতো ঝাঁপ দিয়ে হাত ভেঙ্গে ফেলল। কিন্তু তৃতীয় পাগলটি কোনোমতেই ঝাঁপ দিতে রাজি হলো না। ডাক্তার আনন্দে চিৎকার করে উঠে বললেন, আরে, তুমি তো পুরোপুরি সুস্থ। তোমাকে মুক্ত করে দেব আজই। আচ্ছা বলো তো তুমি কেন ঝাঁপ দিলে না?
জবাবে সে বললো, আমি তো সাঁতার জানি না।
দারুন লিখেছেন অনেক ধন্যবাদ ।। চালিয়ে যান
দারুন জিনিস শেয়ার করার জন্য ধন্যবাদ।।।।।
সবাইকে অনেক ধন্যবাদ । আমার নিজের সমন্ধে আর কিছু বলার নাই তাই বললাম না।।
বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউসার হচ্ছে মজিলা ফায়ার-ফক্স। এর জনপ্রিয়তার একটি বড় কারণ হচ্ছে Add-ons।ফায়ারফক্সের রয়েছে বিভিন্ন ধরনের প্রায় ১০০০০ এর মত Add-ons,যা ইন্টারনেট ব্যবহারকারীদের বিভিন্ন কাজ অনেক সহজে এবং দ্রুত করে দেয়। আর তাই এতো Add-ons এর মধ্যে যেগুলো আমাদের খুবই প্রয়োজন সেরকম Add-ons নিয়ে আলোচনা করবো,আশা রাখি আপনারও আমার সাথে অনেক কিছু শেয়ার করবেন। ধন্যবাদ।
বি.দ্র. প্রতিটি Add-ons এর স্ক্রিনসট ইনস্টল লিংকেই দেওয়া আছে,তাই আর ফোরামে আলাদাভাবে দিলাম না।১।Alart & Update:-
ক। WebMail Notifier--
WebMail Notifier আপনার gmail, yahoo, hotmail, aol, daum, naver, nate, paran এর একাউন্টের মেইল চেক করে নিয়মিত জানাবে যে আপনার একাউন্টে কতটি নতুন ই-মেইল এসেছে।
ইনস্টল করুন--এখান থেকে
খ।ReminderFox
ReminderFox এর মাধ্যমে আপনি আপনার প্রতিদিন এর কাজ কর্মের লিস্ট রাখতে পারবেন। সময়মত্ (কালেণ্ডার দেওয়া আছে)ফায়ার-ফক্স আপনাকে আপনার কাজটি এলার্মের মাধ্যমে মনে করিয়ে দিবে।
ইনস্টল করুন--এখান থেকে
২। Bookmark:-
ক। x-marks:-
x-marks বুকমার্কটির মাধ্যমে আপনি সহজেই আপনার প্রয়োজনীয় বুকমার্কগুলো সেভ করে রাখতে পারবেন। এটি ব্যবহার করা অনেক সহজ।আপনাকে জাস্ট x-marks এ একটি একাউন্ট (ফ্রি) খুলতে হবে,এরপর x-marks প্রতিবার আপনার ব্রাউজারটি বন্ধ করার সময় নতুন বুকমার্ক অটোমেটিক্যালি আপনার x-marks একাউন্টে সিন্ক্রোনাইজ করে রাখবে। এরপরে আপনি যদি কখনো পিসি সেটআপ দেন তাইলেও কোনও সমস্যা নেই,আপনার x-marks একাউন্টেই সব সেভ করা থাকবে।সুতরাং সবই পেয়ে যাবেন। এর আর একটি বড় সুবিধা হচ্ছে এটি ফায়ার-ফক্স ছাড়াও ইন্টারনেট এক্সপ্লোরার,গুগল ক্রোম,সাফারিতেও চলবে।
ইনস্টল করুন--এখান থেকে
খ। Groowe Search Toolbar :-
Groowe Search Toolbar এর মাধ্যমে আপনি বিভিন্ন সার্চ ইঞ্জিন+সামাজিক ওয়েবসাইটগুলো একই বান্ডলে পাবেন। খুবই কাজের একটি Add-ons।
ইনস্টল করুন--এখান থেকে
গ। Speed Dial :-
Speed Dial এর মাধ্যমে আপনি আপনার সর্বোচ্চ ব্যবহৃত ওয়েবসাইটগুলোতে খুব সহজেই প্রবেশ করতে পারবেন।
ইনস্টল করুন--এখান থেকে
ভাই আমি আলরদী সবগুলো ইন্সটল korechi
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → Posts by ক্যাপ্টেন নিমো
Powered by PunBB 1.4.2, supported by Informer Technologies, Inc.
Currently installed 6 official extensions. Copyright © 2003–2009 PunBB.
Generated in ০.০৫ seconds (৭৫.২৬% PHP - ২৪.৭৪% DB) with ৬ queries