Topic: সব মোবাইল অপারেটরে প্রথম মিনিট থেকেই দশ সেকেন্ড পালস আসছে

http://alumni.media.mit.edu/~connord/2009/10sec.jpg
মোবাইল ফোনে প্রথম মিনিট থেকেই দশ সেকেন্ডের পালস পদ্ধতি চালু করা হচ্ছে। এক মিনিটের মধ্যে বিলের ছয়টি ধাপ থাকবে। যখনই সংযোগ বিচ্ছিন্ন হবে বিল হবে সেই ধাপ পর্যন্ত। এ মাসে সব মোবাইল ফোন অপারেটরকে এ বিষয়ে লিখিত নির্দেশনা দেওয়া হবে।
এ পদ্ধতি কার্যকর হলে কল ড্রপেও গ্রাহকের খুব বেশি সমস্যা হবে না। এখন যে কোনো পর্যায়ে কল কেটে গেলে পুরো মিনিটের বিলই গ্রাহককে গুনতে হয়। নতুন এই নির্দেশনা কার্যকর হলে কোনো গ্রাহক ১৫ সেকেন্ড কথা বললে তার বিল হবে ২০ সেকেন্ড পর্যন্ত। ৩২ সেকেন্ড কথা বললে বিল হবে ৪০ পয়সার। এক মিনিটের বিল ৬০ পয়সা হলে গ্রাহকের খরচ হবে ২০ পয়সা বা ৪০ পয়সা।  big hug
যাহোক, এরই মাঝে বিটিআরসি একটি ভালো উদ্যোগ নিয়েছে। সব মোবাইল অপারেটরকে তারা প্রথম মিনিট থেকেই ১০ সেকেন্ড পালস করার নির্দেশ দিচ্ছে/দিয়েছে। গ্রাহকদের জন্য ভালো খবর নি:সন্দেহে।  thumbs up

sutro:

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: সব মোবাইল অপারেটরে প্রথম মিনিট থেকেই দশ সেকেন্ড পালস আসছে

আসলেই দারুন খবর! তবে এদিকে কল রেট বাড়িয়ে দিলে খবর আছে!

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: সব মোবাইল অপারেটরে প্রথম মিনিট থেকেই দশ সেকেন্ড পালস আসছে

দারুন হবে। শুধু কল রেট আগের মত থাকলেয় হল।



Re: সব মোবাইল অপারেটরে প্রথম মিনিট থেকেই দশ সেকেন্ড পালস আসছে

BTCL-এ ও pulse চালু করা উচিত।



Re: সব মোবাইল অপারেটরে প্রথম মিনিট থেকেই দশ সেকেন্ড পালস আসছে

সব ধরনের কলরেট কমিয়ে ২৫ পয়সা করা উচিৎ। thinking



Re: সব মোবাইল অপারেটরে প্রথম মিনিট থেকেই দশ সেকেন্ড পালস আসছে

সুজন পাল wrote:

সব ধরনের কলরেট কমিয়ে ২৫ পয়সা করা উচিৎ। thinking

সহমত ।

ব্যার্থ জীবনে মৃত্যুও পাপ