Topic: ঢাকাই শাড়িতে কান উৎসবে পাওলি
কান ফেস্টিভ্যাল মানেই জমকালো পোশাকের বাহার। হলিউড-বলিউড তারকাদের শরীরে থাকে চোখ ধাঁধানো স্যুট-গাউনের পসরা। সেই আসরে ঢাকাই শাড়ি; সত্যি অবিশ্বাস্য। এই অবিশ্বাস্য কাজটি করেছেন কলকাতার বাঙালি অভিনেত্রী পাওলি ধাম।
তিনি ঢাকাই শাড়ি শরীরে জড়িয়ে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হেঁটেছেন। ঘিয়া রঙের জমিনে লাল পাড়ের ঢাকাই শাড়িতে পাওলিকে বেশ জমকালো দেখাচ্ছিল। বাঙালির চিরায়ত শাড়িতে অভিনেত্রীকে দেখে ফ্যাশন সচেতন ফরাসি দর্শকও অভিভূত হয়েছেন। আর পাওলি সাংবাদিকদের টেলিফোনে জানিয়েছেন, কান ফেস্টিভ্যালে এর আগে কোনো নায়িকা ঢাকাই শাড়ি পরে লাল কার্পেটে হেঁটেছেন বলে আমার জানা নেই। তাই প্রথম থেকেই তিনি ঠিক করে নিয়েছিলেন বাঙালি হিসেবে তিনি শাড়ি পরেই কানে হাজির হবেন। লাল কার্পেট সংবর্ধনায় অভিভূত পাওলি। তিনি জানিয়েছেন, মাইকে যখন তার নাম ঘোষণা হচ্ছে তখন তিনি ভাবতেই পারেননি তার স্বপ্ন পূরণ হতে চলেছে। তিনি জানান, এমন অভিজ্ঞতা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। পাওলির কথায়, পরে নিজেকে চিমটি কেটে বোঝার চেষ্টা করেছি আমি স্বাভাবিক আছি তো? শ্রীলঙ্কার পরিচালক বিমুক্তি জয়সুন্দরার তৈরি বাংলা ‘ছত্রাক’ ছবির নায়িকা হওয়ার সুবাদেই পাওলিকে কান ফেস্টিভ্যালে এ সংবর্ধনা দেয়া হয়। ছবিটি ফেস্টিভ্যালে ডিকেটরস ফোর্ট নাইট সেকশানে দেখানো হচ্ছে।