(edited by godhuli 2011-04-28 00:06:02)

Topic: কুকুরের দাঁতে পোকা ধরে না কেন?

http://paloadmin.prothom-aloblog.com:8088/images/images/image.php/uploads/media/2011-04-24-15-59-14-062655600-1.jpg?width=340&&image=http://paloadmin.prothom-aloblog.com:8088/uploads/media/2011-04-24-15-59-14-062655600-1.jpg

                              মানুষ দাঁতের কত যত্ন করে। টুথপেস্ট দিয়ে প্রতিদিন দাঁত ঘষে। দাঁতের ফাঁকে যেন খাদ্যকণা আটকে না থাকে সে জন্য কাঠি বা সুতা দিয়ে দাঁত পরিষ্কার (ফ্লস) করে। তার পরও দাঁতে পোকা ধরে। যন্ত্রণায় কতই না কষ্ট পেতে হয়! অথচ কুকুর সারা দিন বাসি-পচা খাবার খায়। দাঁত ঘষার তো প্রশ্নই নেই। অথচ তাদের দাঁতে সাধারণত পোকা ধরে না। সব সময় ঝকঝকে সাদা। ধারালো দাঁতগুলো সব সময় ব্যবহারোপযোগী। কুকুরের দাঁত এত ভালো থাকে কীভাবে? কে তার দাঁত পরিষ্কার করে দেয়? কেউ না, নিজেই! আমরা দেখেছি, কুকুর মাঝেমধ্যে নিজের শরীর কামড়ায়। তাদের গায়ে একধরনের মাছি বসে, লেজ দিয়ে যতটুকু পারা যায়, তারা সেই মাছি তাড়ায়। তাতেও কাজ না হলে অতিষ্ঠ হয়ে কামড়ায়। এটা স্বাভাবিক। কিন্তু অনেক সময় মাছি না বসলেও তারা লেজের কাছাকাছি মুখ নিয়ে কামড়ায়। এই অভ্যাস তার দাঁত ভালো রাখতে সাহায্য করে। কুকুরের দেহের একটি গ্রন্থি থেকে একধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, যা গুণের দিক দিয়ে ফ্লোরাইডের সমতুল্য। ফ্লোরাইড দাঁতের জন্য ভালো। আমাদের টুথপেস্টে সে জন্যই ফ্লোরাইড মেশানো হয়। কুকুরের এই নির্দিষ্ট গ্রন্থি তার লেজের ঠিক নিচের দিকে থাকে। লেজের আশপাশে কামড়ানোর সময় ফ্লোরাইড তার দাঁতে লাগে। ফলে কুকুরের দাঁতে সহজে পোকা ধরে না।
                           সূত্র



Re: কুকুরের দাঁতে পোকা ধরে না কেন?

আসুন আমরাও কুকুর ধরে তার লেজ কামড়াই আর বিনা খরচে নিজের দাতের যত্ন নিই।  tongue

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: কুকুরের দাঁতে পোকা ধরে না কেন?

উপল BD wrote:

আসুন আমরাও কুকুর ধরে তার লেজ কামড়াই আর বিনা খরচে নিজের দাতের যত্ন নিই।  tongue

শুরু কর তুমি আগে ।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: কুকুরের দাঁতে পোকা ধরে না কেন?

দেখেন এতে কোনও ফল পেলেও পেতে পারেন...... আর আমি অপেক্ষাতেই থাকলাম খবর জানার জন্য।  waiting



Re: কুকুরের দাঁতে পোকা ধরে না কেন?

dr.shamim wrote:

শুরু কর তুমি আগে ।

ভাই সিনিয়র আগে।  big grin

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: কুকুরের দাঁতে পোকা ধরে না কেন?

টুথপেস্ট গুলো কি কুকুরের লেজ গলিয়ে বানায় নাকি?? সন্দেহ হচ্ছে!! worried



Re: কুকুরের দাঁতে পোকা ধরে না কেন?

সুজন পাল wrote:

টুথপেস্ট গুলো কি কুকুরের লেজ গলিয়ে বানায় নাকি?? সন্দেহ হচ্ছে!! worried

ভাববার বিষয়  confused  confused  confused

ব্যার্থ জীবনে মৃত্যুও পাপ


Re: কুকুরের দাঁতে পোকা ধরে না কেন?

টুথপেস্ট গুলো কি কুকুরের লেজ গলিয়ে বানায় নাকি?? সন্দেহ হচ্ছে!! worried

একটা তদন্ত কমিটি ঘঠণ করা দরকার।