Topic: সিআরটি মনিটরের বদলে এলসিডি মনিটর
ঈদ উপলক্ষে যেকোনো ব্র্যান্ডের সিআরটি মনিটর বদলে বিক্রয়োত্তর সেবাসহ এলসিডি মনিটর দিচ্ছে ঢাকার নিউ এলিফ্যান্ট রোডস্থ পিসি ল্যাব। এ ছাড়াও ক্রেতাদের জন্য রয়েছে ছোট এলসিডি মনিটর বদলে বড় মনিটর নেওয়ার সুযোগ। মনিটর বদলের এই সুযোগ থাকবে ঈদ পর্যন্ত।
সুত্র : কালের কণ্ঠ