অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।।

২৭

(৪ replies, posted in টিপস এবং ট্রিকস)

আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা প্রতিনিয়তই কিছু না কিছু (গান, সফটওয়্যার, ভিডিও, ডকুমেন্ট ইত্যাদি) ডাউনলোড করে থাকি। কিন্তু আমাদের ইন্টারনেটের গতি তুলনামূলক কম হওয়াতে বড় বড় ফাইল নির্দিষ্ট সময়ের মধ্যে ডাউনলোড করা সম্ভব হয় না বা অনেক সময় অসমাপ্ত রেখেই কম্পিউটার বন্ধ করতে হয় ফলে পরবর্তীতে নতুন করে আবার প্রথম থেকে ডাউনলোড শুরু করতে হয়। যেমন ৯৫% ডাউনলোড হবার পরে বিদ্যুৎ চলে গেল বা জরুরী কাজে কম্পিউটার বন্ধ করলে পুনরায় নতুন করে ডাউনলোড কমান্ড দিতে হবে এবং প্রথম থেকে ডাউনলোড শুরু হবে। যা বিরক্তকর এবং সময় সাপেক্ষ ব্যাপার। আবার ফ্লাশ ফাইল বা ভিডিও (ইউটিউব বা অনান্য) সরাসরি ডাউনলোড করা যায় না। কিন্তু ডাউনলোড ম্যানেজারের সাহায্যে ডাউনলোড করলে বিদ্যুৎ চলে গেলে বা অসমাপ্ত রেখে কম্পিউটার বন্ধ করলেও পরবর্তীতে ডাউনলোড প্রথম থেকে শুরু করতে হয় না। ডাউনলোড ম্যানেজার পরবর্তী অংশ থেকে সয়ংক্রিয়ভাবে ডাউনলোড শুরু করে। আর ফ্লাশ ফাইল বা ভিডিও ফাইলও সহজে ডাউনলোড করা যায়। এমনই কিছু জনপ্রিয় ডাউনলোড ম্যানেজার রয়েছে যেগুলো ইন্টারনেট থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
ফ্লাশ গেট (www.flashget.com (New Window)),
বিট কমিট (www.bitcomet.com (New Window)),
ডাউনলোড এক্সসেলেটর প্লাস (www.speedbit.com (New Window)),
ডাউনলোড এক্সপ্রেস (www.metaproducts.com (New Window)),
ডাউনলোড থিম অল (www.downthemall.net (New Window)),
ফ্রি ডাউনলোড ম্যানেজার (www.freedownloadmanager.org (New Window)),
গেট রাইট (www.getright.com (New Window)),
গো জিলা (www.gozilla.com (New Window)),
ফ্রেশ ডাউনলোড ম্যানেজার (www.freshdevices.com (New Window)),
ইন্টারেসি (www.nolobe.com (New Window)),
ইন্টারনেট ডাউনলোড এক্সসেলেটর (www.westbyte.com/ida (New Window)),
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (www.internetdownloadmanager.com (New Window)),
লীচগেট (www.leechget.net (New Window)),
রিগেট ডিলাক্স (www.reget.com (New Window)),
অরবিট ডাউনলোডার (www.orbitdownloader.com (New Window)),
নেট এন্টস (www.netants.com (New Window)),
স্টার্ট ডাউনলোডার (www.stardownloader.com (New Window)) ইত্যাদি


কারো যদি উপকার হয় তাহলে আওয়াজ দিয়েন...............পারলে সম্মান কইরেন ।

সাকির আহমেদ রনি wrote:

আমরা ছোটবেলা থেকে আজ পর্যন্ত কতই না গতানুগতিক পড়াশুনা করে এসেছি। এবার সময় এসেছে কিছুটা ভিন্ন ধারার পড়াশুনা করার। চলুন তাহলে-
           যেই যন্ত্র চালাতে কোনো তেল, গ্যাস, বিদ্যুত্ লাগে না = ষড়যন্ত্র।
           যে দন্ত কখনও ব্যথা করে না বা পড়ে না = তদন্ত।
           একবার গেলে সহজে আসে না যে জিনিস = বিদ্যুত্।
           যে পোর্ট দিয়ে পণ্য বা যাত্রী আসে যায় না = রিপোর্ট।
           পাগড়ি পরে না যে বর = খবর।
           যে বিলে মাছ ধরা অসম্ভব = টেবিল।
           পান করা যায় না যে পানি = হাঁপানি।
           মানুষ বা প্রাণীর ত্যাগকৃত ‘মল’ নয় যা = শপিংমল।
           যে মেলায় আনন্দ নেই = ঝামেলা।
           বাজানোর অযোগ্য যে বীণ = প্রবীণ।
           যে বক মাটিতেই ঘুরে বেড়ায়, আকাশে ওড়ে না = যুবক।

চমৎকার হইছে ......অনেক ধন্যবাদ......

২৯

(৬ replies, posted in আত্মপরিচয়)

ঘুরতে ঘুরতে , চলতে চলতে এসে পরলাম আপনাদের সাথে.........আমি ক্যাপ্টেন নিমো......ঘুরে বেরানই যার কাজ।
চলে আসলাম আপনাদের সাথে নিয়মিত সদস্য হতে.........আপনাদের সকলের সাহাজ্য কামনা করছি......