Topic: মাথার হার্ডডিস্কে স্টোর করে রাখুন কিছু এক কথায় প্রকাশ

আমরা ছোটবেলা থেকে আজ পর্যন্ত কতই না গতানুগতিক পড়াশুনা করে এসেছি। এবার সময় এসেছে কিছুটা ভিন্ন ধারার পড়াশুনা করার। চলুন তাহলে-
           যেই যন্ত্র চালাতে কোনো তেল, গ্যাস, বিদ্যুত্ লাগে না = ষড়যন্ত্র।
           যে দন্ত কখনও ব্যথা করে না বা পড়ে না = তদন্ত।
           একবার গেলে সহজে আসে না যে জিনিস = বিদ্যুত্।
           যে পোর্ট দিয়ে পণ্য বা যাত্রী আসে যায় না = রিপোর্ট।
           পাগড়ি পরে না যে বর = খবর।
           যে বিলে মাছ ধরা অসম্ভব = টেবিল।
           পান করা যায় না যে পানি = হাঁপানি।
           মানুষ বা প্রাণীর ত্যাগকৃত ‘মল’ নয় যা = শপিংমল।
           যে মেলায় আনন্দ নেই = ঝামেলা।
           বাজানোর অযোগ্য যে বীণ = প্রবীণ।
           যে বক মাটিতেই ঘুরে বেড়ায়, আকাশে ওড়ে না = যুবক।

সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্বরণে
আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের সৃতির চরণে


Re: মাথার হার্ডডিস্কে স্টোর করে রাখুন কিছু এক কথায় প্রকাশ

সাকির আহমেদ রনি wrote:

যেই যন্ত্র চালাতে কোনো তেল, গ্যাস, বিদ্যুত্ লাগে না = ষড়যন্ত্র।


:crackup:   :crackup: জটিল,তার মধ্যে এইটা বস।  :crackup:  :crackup:

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: মাথার হার্ডডিস্কে স্টোর করে রাখুন কিছু এক কথায় প্রকাশ

সাকির আহমেদ রনি wrote:

           যে বিলে মাছ ধরা অসম্ভব = টেবিল।
           মানুষ বা প্রাণীর ত্যাগকৃত ‘মল’ নয় যা = শপিংমল।

ব্যাপক মজা পাইলাম!  :crackup:    :crackup:

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: মাথার হার্ডডিস্কে স্টোর করে রাখুন কিছু এক কথায় প্রকাশ

:applause:

ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে,
অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে।


Re: মাথার হার্ডডিস্কে স্টোর করে রাখুন কিছু এক কথায় প্রকাশ

:crackup:  :crackup:  :crackup:  :crackup:   :veryhappy:

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/1805_amar_thikana.gif


Re: মাথার হার্ডডিস্কে স্টোর করে রাখুন কিছু এক কথায় প্রকাশ

সাকির আহমেদ রনি wrote:

আমরা ছোটবেলা থেকে আজ পর্যন্ত কতই না গতানুগতিক পড়াশুনা করে এসেছি। এবার সময় এসেছে কিছুটা ভিন্ন ধারার পড়াশুনা করার। চলুন তাহলে-
           যেই যন্ত্র চালাতে কোনো তেল, গ্যাস, বিদ্যুত্ লাগে না = ষড়যন্ত্র।
           যে দন্ত কখনও ব্যথা করে না বা পড়ে না = তদন্ত।
           একবার গেলে সহজে আসে না যে জিনিস = বিদ্যুত্।
           যে পোর্ট দিয়ে পণ্য বা যাত্রী আসে যায় না = রিপোর্ট।
           পাগড়ি পরে না যে বর = খবর।
           যে বিলে মাছ ধরা অসম্ভব = টেবিল।
           পান করা যায় না যে পানি = হাঁপানি।
           মানুষ বা প্রাণীর ত্যাগকৃত ‘মল’ নয় যা = শপিংমল।
           যে মেলায় আনন্দ নেই = ঝামেলা।
           বাজানোর অযোগ্য যে বীণ = প্রবীণ।
           যে বক মাটিতেই ঘুরে বেড়ায়, আকাশে ওড়ে না = যুবক।

চমৎকার হইছে ......অনেক ধন্যবাদ......

ব্যার্থ জীবনে মৃত্যুও পাপ


Re: মাথার হার্ডডিস্কে স্টোর করে রাখুন কিছু এক কথায় প্রকাশ

অনেক মজাদার  :awesome:
ধন্যবাদ রনি।

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।