Topic: মাথার হার্ডডিস্কে স্টোর করে রাখুন কিছু এক কথায় প্রকাশ
আমরা ছোটবেলা থেকে আজ পর্যন্ত কতই না গতানুগতিক পড়াশুনা করে এসেছি। এবার সময় এসেছে কিছুটা ভিন্ন ধারার পড়াশুনা করার। চলুন তাহলে-
যেই যন্ত্র চালাতে কোনো তেল, গ্যাস, বিদ্যুত্ লাগে না = ষড়যন্ত্র।
যে দন্ত কখনও ব্যথা করে না বা পড়ে না = তদন্ত।
একবার গেলে সহজে আসে না যে জিনিস = বিদ্যুত্।
যে পোর্ট দিয়ে পণ্য বা যাত্রী আসে যায় না = রিপোর্ট।
পাগড়ি পরে না যে বর = খবর।
যে বিলে মাছ ধরা অসম্ভব = টেবিল।
পান করা যায় না যে পানি = হাঁপানি।
মানুষ বা প্রাণীর ত্যাগকৃত ‘মল’ নয় যা = শপিংমল।
যে মেলায় আনন্দ নেই = ঝামেলা।
বাজানোর অযোগ্য যে বীণ = প্রবীণ।
যে বক মাটিতেই ঘুরে বেড়ায়, আকাশে ওড়ে না = যুবক।
আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের সৃতির চরণে