(edited by উপল BD 2010-06-27 01:21:37)

Topic: ইন্টারনেট স্পীড অপ্টিমাইজ করা।

বাংলাদেশে ইন্টারনেট স্পীড বলতে গেলে ঠেলা গাড়ির মত।কিছুদিন থেকে নেট স্পীড খুব কম পাচ্ছিলাম+রাতের বেলা যে কোনো কিছু ডাউনলোড করতে দিয়ে শান্তি মত ঘুমবো তাও সম্ভব হচ্ছিলো না,সকল বেলা উঠে দেখতাম ডিসকানেক্ট হয়ে আছে।শুরু করলাম গুগলিং,হালকা-পাতলা একটা সমাধানও পেলাম-আর তা হলো OSS Internet Booster। এটি একটি ফ্রি-ওয়ার সফ্টওয়ার-যা আপনার ইন্টারনেট স্পীড বাড়াবে+পিসি নেট থেকে যেসব ডাটা রিসিভ করে বা পাঠায় তা অপ্টিমাইজ করবে এবং আপনার ISP থেকে কানেকশন ডিসকানেক্ট হওয়া রোধ করবে।
ডাউনলোড করুন:- এখান থেকে

ISP থেকে কানেকশন ডিসকানেক্ট হওয়া রোধ করতে:- Net pinger=>Ping settings=>Enable pinger

http://a.imagehost.org/0637/Internet_Speed_Booster_1.jpg

পিসি নেট থেকে যেসব ডাটা রিসিভ করে বা পাঠায় তা অপ্টিমাইজ করতে:- RAM booster=>RAM configuration=>Enable optimize automatically when alarm level is reached

http://a.imagehost.org/0781/Internet_Speed_Booster_2.jpg

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: ইন্টারনেট স্পীড অপ্টিমাইজ করা।

্ভাই ডালো দিলাম  কাজ হইলে + দিব

ব্যার্থ জীবনে মৃত্যুও পাপ