অচেনাকেউ wrote:

এমনি ভাবে একদিন দেখবো
ডাঃ তৌফিক হাসান শাওন এর নামও !

আর কত সময় পর ?

মাত্র ৩ বছর  big grin  big grin  big grin  big grin

drsalimalmamun42ndmbbs wrote:
rebeka wrote:

আমি ডা. রেবেকা সুলতানা। ৪২তম ব্যাচ। ফোরামে সদস্য হয়ে খুব ভালো লাগছে।  :খুশি:

I am Dr.Salim Al Mamun 42nd MBBS. I am selected for Adhoc Recruitment of second list .

আপনার পরিচয় আরেকটি পোস্ট এ দিলে ভাল হতো

আর ডাঃ রেবেকা কে সাদর আমন্ত্রন  happy  happy

ভাল জিনিস !! applause  applause

১০৪

(১৪ replies, posted in তথ্য বটিকা)

ঘুম থেকে উঠার সময় এগুলা মনে থাকে না  big grin  big grin

বরাবর

মাননীয় প্রধানমন্ত্রী
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বিষয়ঃ পেপ্যাল ভেরিফাই প্রসঙ্গে ।

মাননীয় প্রধানমন্ত্রী

আপনি যে ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যাগ নিয়েছেন আমরা কতিপয় যুবসমাজ আপনাকে পূর্নসহযোগিতা করতে আগ্রহী । আপনি যে বেকারত্ব দুর করার উদ্যাগ নিয়েছেন তার একটি  উপায় হতে পারে ফ্রীল্যান্সিং ।কিন্তু এতটাই দুঃখের সাথে আপনাকে জানাতে বাধ্য হচ্ছি যে কোন প্রকার সরকারি উদ্যাগ ছাড়াই বাংলাদেশ ফ্রিল্যান্সিং পেশায় ৮ম স্থানে রয়েছে । পেপাল বাংলাদেশে অনুমোদন না থাকায় টাকা উঠাতে আমাদের অনেক ঝামেলায় পড়তে হয় অথবা বেশী কমিশন দিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহন করতে হয়,যা আমাদের এই ফেসবুক পেজ দেখলে বুঝতে পারবেন । আমরা পেপাল www.paypal.com সাথে যোগাযোগ করেছি তারা বাংলাদেশ সরকারের জন্যই বাংলাদেশে আসছে না বলে জানিয়েছে ।

উপরোক্ত বিষয় বিবেচনা করিয়া বেকারত্ব দুরিকরনে ও ফ্রিল্যান্সিং আরো সহজ করতে বাংলাদেশে পেপাল ভেরিফাই সহজলভ্যতার আবেদন করছি ।

নিবেদক

স্বেচ্ছাসেবক বাংলা ব্লগার

প্রধানমন্ত্রীর অফিসের মেইল থিকানাঃ [email protected]

আজ থেকে সকলের নিকট অনুরোধ এই চিঠি কপি করে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এক কপি মেইল পাঠানো সহ বাংলাদেশের সকল ব্লগে লেখাটি ছড়িয়ে দিবেন যেন সবাই সরকারের কাছে পাঠাতে পারে । পেপাল আন্দোলনে যোগ দিতে এই ফেসবুক পেজ লাইক করুন ।

http://www.facebook.com/paypalbd

পোস্ট টি পূর্বে এখানে প্রকাশিত

kখুব ভালো জিনিস লিখছো , থ্যাংক্স

অনেক মানুষ আছে যারা তাদের দিনের অধিকাংশ সময়টাই ব্যয় করেন কম্পিউটারকে নিয়ে। অনেক সময় যাবত কম্পিউটার এর সামনে কাজ করলে চোখ ব্যাথা হতে পারে । তাছাড়া মনিটর থেকে ক্ষতি কারক গামা রশ্মি বের হয়। যেটা চোখের জন্য মোটেও ভালো নয় । সাধারণত মনিটরের স্ক্রিন দিনের বেলা যতটুকু উজ্জল থাকে ঠিক ততোটুকু রাতের বেলাও থাকে অথচ রাতে ঐ আলো চোখে লাগে। অনেক রাত পর্যন্ত জেগে থাকার প্রয়োজন পড়লে মনিটরের আলো চোখে লেগে তার পর চোখ ব্যাথা ও পানি পড়া শুরু করে।
http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc6/181957_1841114678224_1551281914_31951040_1457174_n.jpg?dl=1

এসব থেকে সমাধানের জন্য আজ আমি একটি সফ্টওয়্যার দেব। এই সফটওয়্যারটির নাম হলো F.lux । সফটওয়্যারটির সাইজ মাত্র ৫৪৬ কিলোবাইট।
একবার অন্তত টেস্ট করে দেখতে পারেন । আর যাদের চোখের প্রবলেম তাদের আশা করি উপকার হবে।

এই সফটওয়্যারটির একটি  দৃষ্টিনন্দন বিষয় হলো, মনিটরের স্ক্রিনের আলো অটোমেটিক পরিবর্তন হবে। আর সেটা ২৪ ঘন্টা সময় অনুযায়ি পরিবর্তন হবে। দিনের বেলায় কম্পিউটারের স্ক্রিন থাকবে স্বাভাবিক আর রাতের বেলায় মনিটরের আলো থাকবে আপনার চোখের জন্য মানানসই। আর এই কাজটা এই সফটওয়্যারটি সয়ংক্রিয়ভাবে  করে নেবে। আপনাকে কিছুই করতে হবে না। এই সফটওয়্যারটা আপনার কম্পিউটারের সময় অনুযায়ী কাজ করবে।
ডাউনলোড

dr.shamim wrote:

আজকের কালের কনঠ পেপারের ৭ নং পাতাই এ সমপরকে add দেখলাাম । কৈ ওখানে তো জোববার সাহেবের কথা নাই, বোরোং AVRO এর www.omicronlab.com/bangla-fonts.html
এই লিনক দেয়া। তবে Grameen phone এই কাজ ঠিক কোরেনি।

তন্ন তন্ন করে খুজেও তো আপনার ""জোববার সাহেবের কথা নাই, বোরোং AVRO এর www.omicronlab.com/bangla-fonts.html
এই লিনক দেয়া।"" বিষয়ক কিছু খুজে পেলাম না , আর কালের কণ্ঠ লিঙ্ক দিলে দেখতাম .......

আর ""আজকে ওয়েবে বাংলার যে রূপটা দেখা যায় সেটা মোটা দাগে বললে ওপেন সোর্সভিত্তিক। মোস্তফা জব্বারের প্রোপ্রাইটারি বিজয় সফটওয়্যার পাবলিকেশনের কাজের বাইরে আর কোন ব্যবহার হয়না বললেই চলে।""যা বলা হয়েছে টা পরিষ্কার , ইন্টারনেট এ এখন অভ্র বেশি ইউজ হয়

আজকে ওয়েবে বাংলার যে রূপটা দেখা যায় সেটা মোটা দাগে বললে ওপেন সোর্সভিত্তিক। মোস্তফা জব্বারের প্রোপ্রাইটারি বিজয় সফটওয়্যার পাবলিকেশনের কাজের বাইরে আর কোন ব্যবহার হয়না বললেই চলে। কম্পিউটারে বাংলা প্রচলনের এই কর্মযজ্ঞের একটা অংশ হলো বিভিন্ন ওয়েবসাইট, সফটওয়্যারের বাংলা অনুবাদ। এই প্রচেষ্টার ফল হিসেবে আজকে আমরা সফটওয়্যার থেকে শুরু করে অপারেটিং সিস্টেম পর্যন্ত বাংলায় পাচ্ছি। এইসব অনুবাদ প্রচেষ্টার সিংহভাগ হয়েছে ক্রাউড সোর্সিঙের মাধ্যমে [১]। মানুষ স্বউদ্যোগে এই কাজগুলো করেছে এবং করছে। এখানে কোন কর্পোরেট সাপোর্ট বা অর্থউপার্জনের বিষয় নেই। এরকম একটা অনুবাদ প্রচেষ্টা চলছে ফেইসবুকে।
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এরকম স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অনুদিত হয়ে আসছে গত প্রায় আড়াই বছর ধরে। এই কাজটা করতে যেকোন ফেইসবুক ব্যবহারকারি যেকোন স্থান থেকে ফেইসুবুকের ট্রান্সলেট এ্যাপ্লিকেশনটা ব্যবহার করে অনুবাদে অবদান রাখতে পারেন। মোট ৫শত অনুবাদক একটু একটু করে ফেইসবুকের অর্ধেকের বেশী বঙ্গানুবাদ এর মধ্যেই শেষ করে ফেলেছেন।
তো গত ২৫শে ফেব্রুয়ারি, ২০১১ তারিখে গ্রামীণ ফোন প্রথম আলোয় ফেইসবুক অনুবাদ সংক্রান্ত একটি বিজ্ঞাপন দিয়েছে। কোন কারণে আমার চোখ এড়িয়ে গিয়েছিলো। বিনোদন খুঁজতে আজকে ২৬শে ফেব্রুয়ারি, ২০১১ [২] প্রথম আলোর আইটি পাতায় গিয়ে দেখি সেখানের এ সংক্রান্ত গ্রামীণের প্রেস রিলিজ নিয়ে তারা নিউজ করেছে। সেটার সূত্র ধরে একদিন আগের পত্রিকায় একটা বিজ্ঞাপণ পেলাম। সেখানে লেখা হয়েছে -এবার অনলাইনে কাছে থাকার সবচেয়ে বড় মাধ্যম ফেসবুক হবে পরিপূর্ণ বাংলায়। সেই লক্ষ্যে গ্রামীণফোন ও ফেসবুক যৌথভাবে এমন একটি উদ্যোগ নিয়েছে, যাতে আপনি চাইলেই হতে পারেন এর সফল অনুবাদক। তাই আজই বসে যান অনুবাদে, আর বিশ্বকে জানিয়ে দিন বাংলা ভাষার অপার সৌন্দর্য।

আমি অবাক হয়ে ভাবছি এরকম একটা ডাহা মিথ্যা কথা কীভাবে একটা জাতীয় দৈনিক কোন বিজ্ঞাপণে প্রকাশিত হতে পারে। ফেইসবুক ব্যবহারকারিরা চাইলেই অনুবাদ করতে পারেন এটা অন্তত আড়াই বছরের পুরনো কথা। এবং সেখানে গ্রামীণের কোন ভূমিকার কোন প্রশ্ন নেই। ফেইসবুকের অনুবাদের উদ্যোগে গ্রামীণ ফোনের অংশের সত্যতা ফার্মগেটে বিলি করা সর্বরোগহরক ঔষুধের লিফলেটের দাবিগুলোর মতোই অসত্য। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করা একশত অনুবাদকের কৃতিত্ব হাইজ্যাক করা ছাড়া অন্য উদ্দেশ্য ভেবে বের করা এখানে কষ্টকর।
প্রথম আলোয় প্রকাশিত নিউজে অবশ্য গ্রামীণ বেশ কিছু উত্সাহী ফেসবুক ব্যবহারকারীর অবদানের কথা কথা স্বীকার করা হয়েছে। তবে সেখানে বলা হয়েছে “আর এবার বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা ওয়েবসাইটটি বাংলা ভাষায় রূপান্তরের কাজে অংশ নিতে পারবেন।” এবার মানে কী? আগে বাংলাদেশের ব্যবহারকারিরা বাংলায় অনুবাদ করতে পারতো না? “গ্রামীণের উদ্যোগের” ফলেই এটা সম্ভব হলো?
গ্রামীণের এই পুরো ক্যাম্পেইনে অসত উদ্দেশ্যের পাশাপাশি হোমওয়ার্কের সুস্পষ্ট অভাব রয়েছে। ২৫শে ফ্রেব্রুয়ারি, ২০১১তে প্রথম আলোর রাজধানী পাতায় প্রকাশিত বিজ্ঞাপণে দেখা যায় সেখানে বলা হয়েছে “অনুবাদ করতে আপনার পিসিতে বাংলা ফন্ট থাকতে হবে”। একইরকম কথা পরদিন প্রথম আলোতেও পাই আমরা। বাংলা লিখতে যে ফন্টের অতিরিক্ত একটা কিবোর্ড লেআউটও থাকতে হয় এটা মনে হয় উনারা ঠাওর করতে পারেননি। ওয়েবে বাংলা বিষয়ে উনাদের জ্ঞানগম্যি প্রকাশ পায় এভাবে -
ফেসবুকের মতো একটি বৃহত্ যোগাযোগ মাধ্যম বাংলা ভাষায় অনূদিত হলে তা অন্যান্য ওয়েবসাইটকেও বাংলায় রূপান্তরে উত্সাহিত করবে। এর ফলে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের অন্যতম প্রধান বাধা ভাষাগত সমস্যা অনেকাংশে দূর হবে। এ ছাড়া ইন্টারনেট ব্যবহার বাড়লে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগ অনেকখানি এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রিয় গ্রামীণ ফোন, দেশে বহুদিন ধরে দেশে একটা কৌতুক চালু রয়েছে। কৌতুকটা গরু রচনা বিষয়ে। কৌতুকটা এরকম – ছাত্র মুখস্ত করে গিয়েছে নদী রচনা। কিন্তু পরীক্ষায় এসেছে গরু রচনা। চতুর ছাত্র গরুর চারপা, দুই শিং দিয়ে শুরু করে গরু নদীতে গোসল করে লেখার পর পুরো পাতা ভরে দিয়েছে নদীর বর্ণনা! আপনাদের ফেইসবুক অনুবাদের সাথে ডিজিটাল বাংলাদেশের কানেকশনটা এরকম একটা গরু রচনা হয়েছে। গেল বছর এই সময়ে দুনিয়া কাপিয়ে ঘৃণার পাত্র হয়েছিলেন। এবার হলেন কৌতুক, উপহাসের উৎস। ঘৃণা, পরিহাস, উপহাস সমস্ত নেতিবাচক দিকে আপনাদের নাম জুড়তে হবে এরকম দিব্যি কেউ দেয়নি। এবার থামুন দয়া করে। বাংলায় যারা স্বেচ্ছাশ্রমে অবদান রেখে চলেছেন তাদেরকে তাদের কাজ করতে দিন।
লিখেছেনঃ হাসিব
পোস্ট টি আগে এখানে প্রকাশিত

মামুন কী জটিল ছবি দিলি এইটা  thumbs up  thumbs up  thumbs up  thumbs up

আমরা যারা মাইক্রোসফ্ট জানালা ইউজ করি তারা মোটামুটি সবসময় ভাইরাস এর সাথে যুদ্ধ করি । কখনো  ফ্রী অ্যান্টিভাইরাস পাইলে সেটা অনেকসময় নামিয়ে টেস্ট করি । নামানোর আগে অন্তত একবার এই লিস্ট টা দেখে নিন ।

http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc6/180949_1837566829530_1551281914_31943884_6418484_n.jpg?dl=1

AVG Antivirus 2011
PC Security 2011
ThinkPoint
ThinkSmart
Antivirus 8
Security Tool
My Security Shield
Antivirus 7
Antivirus GT
Defense Center
Protection Center
Sysinternals Antivirus
Security Master AV
CleanUp Antivirus
Security Toolbar
Digital Protection
XP Smart Security 2010
Antivirus Suite
Vista Security Tool 2010
Total XP Security
Security Central
Security Antivirus
Total PC Defender 2010
Vista Antivirus Pro 2010
Your PC Protector
Vista Internet Security 2010
XP Guardian
Vista Guardian 2010
Antivirus Soft
XP Internet Security 2010
Antivir 2010
Live PC Care
Malware Defense
Internet Security 2010
Desktop Defender 2010
Antivirus Live
Personal Security
Cyber Security
Alpha Antivirus
Windows Enterprise Suite
Security Center
Control Center
Braviax
Windows Police Pro
Antivirus Pro 2010
PC Antispyware 2010
FraudTool.MalwareProtector.d
Winshield2009.com
Green AV
Windows Protection Suite
Total Security 2009
Windows System Suite
Antivirus BEST
System Security
Personal Antivirus
System Security 2009
Malware Doctor
Antivirus System Pro
WinPC Defender
Anti-Virus-1
Spyware Guard 2008
System Guard 2009
Antivirus 2009
Antivirus 2010
Antivirus Pro 2009
Antivirus 360
MS Antispyware 2009
IGuardPC or I Guard PC
Additional Guard

১১২

(১ replies, posted in ছেলেদের হোষ্টেল)

Candyfloss wrote:

Rmc ta ki rag ar procholon asa?thakla ta ki rokom? Na thakla  amra a tradition roptani korta pari,ki bolan?

না ভাই, এই ফাউল জিনিস আপনারই খান, আমাদের দরকার নাই।  thumbs down

sawontheboss4 wrote:

ল্যান করতে অনুমতি লাগবে।

পেন ড্রাইভ ইউজ করা হবে , ল্যান না

অনেক সময় দেখা  যায় আমরা যারা ইন্টারনেট ইউজ করি সেম ফাইল , নাটক, বা মুভি অনেকে ডাউনলোড করি  | একটা সিষ্টেম থাকা দরকার যেখানে যা ডাউনলোড করা হবে নতুন, তার একটা ক্যাটাগরি অনুযায় লিস্ট থাকবে | পরে পেন ড্রাইভ দিয়া সেগুলা নেয়া যাবে |

thumbs up

''এক সিড়ি দিয়ে যদি বড় আপুরা কেউ
উঠেন আমি তখন অন্য পাশে দিয়ে পাগার পার।
কারো সাথে দেখা হয় না ,বকা খাওয়ার ও কোন
প্রশ্ন আসে না...''thumbs up

১১৭

(৬ replies, posted in ভিন্ন জগত)

:ইয়াহু: Josh and moner moto likhsen vi. Thanks +

:ইয়াহু: I will attend must. Very gd news

১১৯

(৯ replies, posted in আত্মপরিচয়)

(y) Welcome to Rmc Forum

:ইয়াহু:

Nice brother, thanks

valo jinis likhsen vi,

At or Above 4th year student/dr dia virginity/defloration test korate paren, pure result ! Aj revise dilam, kal exam. Dekhey bole dia jai, virgin kina, ha ha. Sikhe nite paren, in future kaje dibe. Desher j ki hal !

Dia dilam.
Chalu hole khub valo hobe :ইয়াহু:

dr.shamim wrote:

কোনও গানের প্রথম ১৫ বা ১৬ সেকেণ্ড কেটে নিয়ে এমপি৩ রিং টোন বানাতে চাই, এটা দিয়ে হবে কী?

xillisoft dia khub valoy hobe.