Topic: পেপ্যাল ভেরিফাই আন্দোলনে যোগ দিন। প্রধানমন্ত্রীকে এই চিঠি পাঠান

বরাবর

মাননীয় প্রধানমন্ত্রী
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বিষয়ঃ পেপ্যাল ভেরিফাই প্রসঙ্গে ।

মাননীয় প্রধানমন্ত্রী

আপনি যে ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যাগ নিয়েছেন আমরা কতিপয় যুবসমাজ আপনাকে পূর্নসহযোগিতা করতে আগ্রহী । আপনি যে বেকারত্ব দুর করার উদ্যাগ নিয়েছেন তার একটি  উপায় হতে পারে ফ্রীল্যান্সিং ।কিন্তু এতটাই দুঃখের সাথে আপনাকে জানাতে বাধ্য হচ্ছি যে কোন প্রকার সরকারি উদ্যাগ ছাড়াই বাংলাদেশ ফ্রিল্যান্সিং পেশায় ৮ম স্থানে রয়েছে । পেপাল বাংলাদেশে অনুমোদন না থাকায় টাকা উঠাতে আমাদের অনেক ঝামেলায় পড়তে হয় অথবা বেশী কমিশন দিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহন করতে হয়,যা আমাদের এই ফেসবুক পেজ দেখলে বুঝতে পারবেন । আমরা পেপাল www.paypal.com সাথে যোগাযোগ করেছি তারা বাংলাদেশ সরকারের জন্যই বাংলাদেশে আসছে না বলে জানিয়েছে ।

উপরোক্ত বিষয় বিবেচনা করিয়া বেকারত্ব দুরিকরনে ও ফ্রিল্যান্সিং আরো সহজ করতে বাংলাদেশে পেপাল ভেরিফাই সহজলভ্যতার আবেদন করছি ।

নিবেদক

স্বেচ্ছাসেবক বাংলা ব্লগার

প্রধানমন্ত্রীর অফিসের মেইল থিকানাঃ [email protected]

আজ থেকে সকলের নিকট অনুরোধ এই চিঠি কপি করে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এক কপি মেইল পাঠানো সহ বাংলাদেশের সকল ব্লগে লেখাটি ছড়িয়ে দিবেন যেন সবাই সরকারের কাছে পাঠাতে পারে । পেপাল আন্দোলনে যোগ দিতে এই ফেসবুক পেজ লাইক করুন ।

http://www.facebook.com/paypalbd

পোস্ট টি পূর্বে এখানে প্রকাশিত

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif