Topic: যারা অনেক সময় ধরে পিসি ইউজ করেন তাদের জন্য একটি সফ্টওয়্যার

অনেক মানুষ আছে যারা তাদের দিনের অধিকাংশ সময়টাই ব্যয় করেন কম্পিউটারকে নিয়ে। অনেক সময় যাবত কম্পিউটার এর সামনে কাজ করলে চোখ ব্যাথা হতে পারে । তাছাড়া মনিটর থেকে ক্ষতি কারক গামা রশ্মি বের হয়। যেটা চোখের জন্য মোটেও ভালো নয় । সাধারণত মনিটরের স্ক্রিন দিনের বেলা যতটুকু উজ্জল থাকে ঠিক ততোটুকু রাতের বেলাও থাকে অথচ রাতে ঐ আলো চোখে লাগে। অনেক রাত পর্যন্ত জেগে থাকার প্রয়োজন পড়লে মনিটরের আলো চোখে লেগে তার পর চোখ ব্যাথা ও পানি পড়া শুরু করে।
http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc6/181957_1841114678224_1551281914_31951040_1457174_n.jpg?dl=1

এসব থেকে সমাধানের জন্য আজ আমি একটি সফ্টওয়্যার দেব। এই সফটওয়্যারটির নাম হলো F.lux । সফটওয়্যারটির সাইজ মাত্র ৫৪৬ কিলোবাইট।
একবার অন্তত টেস্ট করে দেখতে পারেন । আর যাদের চোখের প্রবলেম তাদের আশা করি উপকার হবে।

এই সফটওয়্যারটির একটি  দৃষ্টিনন্দন বিষয় হলো, মনিটরের স্ক্রিনের আলো অটোমেটিক পরিবর্তন হবে। আর সেটা ২৪ ঘন্টা সময় অনুযায়ি পরিবর্তন হবে। দিনের বেলায় কম্পিউটারের স্ক্রিন থাকবে স্বাভাবিক আর রাতের বেলায় মনিটরের আলো থাকবে আপনার চোখের জন্য মানানসই। আর এই কাজটা এই সফটওয়্যারটি সয়ংক্রিয়ভাবে  করে নেবে। আপনাকে কিছুই করতে হবে না। এই সফটওয়্যারটা আপনার কম্পিউটারের সময় অনুযায়ী কাজ করবে।
ডাউনলোড

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif


Re: যারা অনেক সময় ধরে পিসি ইউজ করেন তাদের জন্য একটি সফ্টওয়্যার

ভাই অতি ভাল আক্তা জিনিস দিলেন

praying


Re: যারা অনেক সময় ধরে পিসি ইউজ করেন তাদের জন্য একটি সফ্টওয়্যার

ধন্যবাদ abnish ভাই ।  happy

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif


Re: যারা অনেক সময় ধরে পিসি ইউজ করেন তাদের জন্য একটি সফ্টওয়্যার

আমি ত লেপ্টপ ব্যবহার করি। এবং রেজুলেসন কম রাখি। এলসিডি ডিস্পলে।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: যারা অনেক সময় ধরে পিসি ইউজ করেন তাদের জন্য একটি সফ্টওয়্যার

Thanks...



Re: যারা অনেক সময় ধরে পিসি ইউজ করেন তাদের জন্য একটি সফ্টওয়্যার

maruf002 wrote:

Thanks...

facing problem in downloading..plz give another link for direct download



Re: যারা অনেক সময় ধরে পিসি ইউজ করেন তাদের জন্য একটি সফ্টওয়্যার

maruf002 wrote:

facing problem in downloading..plz give another link for direct download

মারুফ ভাই,এখান থেকে ডাউনলোড করা কঠিন কিছু নয়,আপনি ফ্রি ডাউনলোডে ক্লিক করুন,তারপর ৩০ সেকেন্ড অপেক্ষা করুন,তখন নতুন একটি লিংক আসবে,জাস্ট ঐটার উপর ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg