গুগুলের সাথে মজা করতে নিচের ধাপগুলা অনুসরন করুন :
১. প্রথমে আপনার ব্রাউজারে http://www.google.com টাইপ করুন ।
তারপর নিচের কোড গুলা একটার পর পর একটা দিয়ে এন্টার বাটনে চাপুন আর দেখুন মজা !
http://4.bp.blogspot.com/_ZaGO7GjCqAI/SdKEaqERTEI/AAAAAAAAPWo/NYyZk-NDtVo/s640/google-3search.png
কোড-১ :

javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI=document.getElementsByTagName("img"); DIL=DI.length; function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position='absolute'; DIS.left=(Math.tan(R*x1+i*x2+x3)*x4+x5)+"px"; DIS.top=(Math.tan(R*y1+i*y2+y3)*y4+y5)+"px"}R++}setInterval('A()',5); void(0); 

কোড-২ :

javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI=document.getElementsByTagName("img"); DIL=DI.length; function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position='absolute'; DIS.left=(Math.sin(R*1+i*x2+x3)*x1+x2)+"px"; DIS.top=(Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5)+"px"}R++}setInterval('A()',50); void(0);

কোড-৩ :

javascript:R= 0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI= document.images ; DIL=DI.length; function A(){for(i=0; i<DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position='absolute'; DIS.left=Math. sin(R*x1+ i*x2+x3)* x4+x5; DIS.top=Math. cos(R*y1+ i*y2+y3)* y4+y5}R++ }setInterval('A()',5); void(0)

কোড-৪ :

javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI=document.getElementsByTagName("img"); DIL=DI.length; function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position='absolute'; DIS.left=(Math.sin(R*x1+i*x2+x3)*x4+x5)+"px"; DIS.top=(Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5)+"px"}R++}setInterval('A()',50); void(0);

কোড-৫ :

javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI=document.getElementsByTagName("img"); DIL=DI.length; function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position='absolute'; DIS.left=(Math.tan(R*x1+i*x2+x3)*x4+x5)+"px"; DIS.top=(Math.tan(R*y1+i*y2+y3)*y4+y5)+"px"}R++}setInterval('A()',5); void(0);

সূত্র : পূর্বে রংধনু ফোরামে প্রকাশিত ।

আপনার ই-মেইল অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেলে সেটি কিভাবে আনবেন তা নিয়ে এখন আলোচনা করব ।
http://2.bp.blogspot.com/_Bheg8tZMXuQ/S0hiaB4HOkI/AAAAAAAAAMg/6bMYza0Shk4/s640/hotmail_gmail_aol_yahoo_mail_hacked.jpg
Gmail এর ক্ষেত্রে :
পদ্ধতি-১ : প্রথমে চেষ্টা করব কিভাবে আগের পাসওর্য়াড সহজ ভাবে ফিরিয়ে আনা যায় । এই পদ্ধতি তা খুবই সহজ । পদ্ধতি তা হল গুগুল আপনাকে আপনার গোপনীয় প্রশ্নটা জিজ্ঞেস করবে যদি আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়ে থাকে তাহলে password রিসেট করার details আপনার সেকেন্ডারী ই-মেইল অ্যাডসে চলে আসবে । তারপর আপনি তাদের প্রদত্ত লিংক থেকে পাসওর্য়াড রিসেট করতে পারবেন । এই পদ্ধতি অবলম্বন করতে নিচের লিংক এ যান ।

যদি আপনার প্রথম পদ্ধতিতে কাজ না হয় ২য় পদ্ধতি তা অনুসরন করুন :
পদ্ধতি-২ : অনেক সময় হ্যাকারেরা secret question এবং secondary email address পরিবর্তন করে ফেলে যাতে পাসওর্য়াড রিসেট করতে না পারেন তখন প্রথম পদ্ধতি তা ফেল আসে । তখন আপনি কি করবেন ? যখন এই রকম হবে তখন আপনার প্রয়োজন হবে contact the Gmail support team এবং তাদের account recovery form পূরন করবে হবে । ঐ ফর্ম পূরন করার সময় আপনাকে যে সকল প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তা হল :
1. Email addresses of up to five frequently emailed contacts
2. Names of any 4 Labels that you may have created in your account
3. List of other services associated with your compromised account
4. Your last successful login date
5. Account created date
6. Last password that you remember and many more…
আপনাকে অবশ্যই যথাসাধ্য চেষ্টা করতে হবে উত্তর গুলা সঠিক ভাবে দেওয়ার জন্য ।

Yahoo এবং  Hotmail এর জন্য :
ইয়াহু এবং হটমেইলের ক্ষেত্রে আপনাকে আপনার secret questions  এবং সেকেন্ডারী ই-মেইল অ্যাডেসের মাধ্যমে আপনার পাসওর্য়াড পুনরুদ্ধার করতে হবে । যখন আপনার পাসওয়াড হারিয়ে ফেলবেন বা ভুলে যাবেন তখন Forgot password link এ যাবেন এবং এর মাধ্যমে আপনার পাসওয়ার্ড পুনরুদ্ধার করবেন ।

মনে রাখা দরকার :
* আপনি যখন আপনার ই-মেইল অ্যাডসটি ক্রিয়েট করবেন তখন আপনার secret questions এবং সেকেন্ডারী ই-মেইল অ্যাডেস এবং কবে ই-মেইল অ্যাডসটি ক্রিয়েট করেছেন  তার তারিখ সময় ইত্যাদি যাবতীয় তথ্য নোট করে রাখুন ।
* কখনো কমন পাসওর্য়াড দিবেন না । পাসওর্য়াড দেখার ক্ষেত্র সব সময় ওয়ার্ড এবং সংখ্যায় দিতে চেষ্টা করবেন । যেমন : amarsonarbangla990
* সাইবার ক্যাফে গুলাতে ই-মেইল লগিন করতে সর্তক থাকবেন । এবং সব সময় লগআউট করে দিয়ে যাবেন ।
* আপনার ই-মেইল অ্যাডেসে অপরিচিত কোন ই-মেইল আসলে তার ঠিকানাটা ভাল করে পড়ে বুঝে শোনে খুলবেন ।
* যেখানে সেখানে কিংবা বিভিন্ন পর্ণগ্রাফী সাইটে  আপনার গুরুত্ব পূর্ন ই-মেইল অ্যাডসটি কখনোই দিবেন না ।
* মাঝে মাঝে দেখবেন আমেরিকা যাবার লটারী পূরন করুন বা এই রকম বিভিন্ন চটকদারী লেখা দেখবেন এই সব থেকে দূরে থাকবেন ।

সর্বপরি আপনার ই-মেইল অ্যাডেসের সুরুক্ষা কামনা করে শেষ করছি ।

পূর্বে রংধনু ফোরামে প্রকাশিত ।

(৩ replies, posted in আত্মপরিচয়)

আপনাকে স্বাগতম !!

http://ams-photo-software.com/screens/BeautyMainSh.jpg


হ্যালো !! সবাই কেমন আছেন । ভাল তো । আজ আমি আপনাদের সাথে যে সফটওয়্যারটি শেয়ার করব তার নাম হচ্ছে Beauty Studio । এটি দিয়ে আপনি যেকোন ছবিকে মেকআপ করতে পারবেন । যে কোন ছবিকে আপনার মন মত সাজাতে পারবেন । সফটওয়্যারটির সাইজ মাত্র 4.9mb কি বিশ্বাস হচ্ছে না এত ছোট সফটওয়্যারে এত কিছু করা যায় বিশ্বাস না হলে এখান থেকে ডাউনলোড করেই দেখুন ।

বোনাস :

http://beauty-studio---make-up-styler-4.smartcode.com/images/sshots/beauty_studio_-_make_up_styler_4_29961.jpeg
বোনাস হিসাবে আপনাদের যেই সফটওয়্যারটি শেয়ার করব তার নাম হচ্ছে Beauty Studio - Make Up Styler 4 4.0 এই সফটওয়্যারটি দিয়েও ছবিতে মেকআপ করা যায় । এতে আরো অনেক ফিচার আছে । সফটওয়্যারটি ইনষ্টল দিলে নিজে নিজেই বুঝে যাবেন । এখান থেকে ডাউনলোড করুন ।

সম্পাদনা : ডাউনলোড লিঙ্ক চেঞ্জ করে দিলাম, কারণ আগেরটি স্প্যানিশ ভাষার ছিল। 

সূত্র : পূবে এটি রংধনু ফোরামে প্রকাশিত ।

dr.shamim wrote:

মেহেদী হাসান  ভাই শেষ পর্যন্ত এখানেও অনেক দিন পর ।  (y)

সময় পাই না ভাই । আপনাদের সাথে সবসময় থাকার জন্য আমার মন কাদে । কিন্তু বিভিন্ন আকাজে মাঝে মাঝে ব্যস্ত হইয়া যাই । তবে এখানে নিয়মিত হবার চেষ্টা করতেছি ।

(১)
চোখের আড়ালে যখন তুমি থাক- জানি না কেন
হৃদয়ের খুব কাছাকাছি এসে ভিড় করে তোমার অনুভূতি-
এতো মধুর করে অনুভূতি আমাকে ছোঁয়া দেয়- বুঝানো যায় না।
(২)
আমার সকল অনুভূতি তোমার রুদ্ধ দুয়ারে মাথা কুঁটে মরে
মুখের ভাষায় আমি বলতে পারি না আমার অব্যক্ত আকর্ষন;
মনকে বুঝাই- হৃদয়ের অনুভূতি আর চোখের জলে তো তোমায় পেলাম।
(৩)
কী হবে তোমার কাছে আমার বদ্ধ কপাট খুলে।
তুমিতো অন্যের জন্য হৃদয়ের বাতায়ন রেখেছো উন্মুক্ত-
আমার মনের দখিনা হাওয়া তো তোমার ঘরে প্রবেশের পথ পায় না।
(৪)
আমার ভালবাসার বর্ষন যতই ঝরুক তোমার হৃদয়ের ভূমিতে
সেখানে শস্য ফলবে না- ফুল পাতা গজাবে না- কারন তা
অন্যের প্রতি আকর্ষনের শিলাপাথরে আকীর্ন হয়ে আছে।
(৫)
আমার তামান্না চলে এক পথে যেখানে তোমার নেই ইজাজত
তবু কেন জানি না নিলাজ মনকে পারি না আনপথে ঘুরাতে
হায়! আর কতকাল চলবে অনুমতিহীন নিষিদ্ধ পথে চলা।

পূর্বে আমার ফোরামে প্রকাশিত ।

উপল BD wrote:
মেহেদী হাসান wrote:

শুভ্রটা আমাদের শাওন ভাই । বাকিটা শাওন ভাইকে জিজ্ঞেস করেন উনি বলে দিবে ।

ভাই আপনি না তো? big grin

হায় আল্লাহ এভাবে বলবেন না লজ্জা পাই । আমি হতে যামু ক্যান আপনার হবু ভাবী জানলে আমাকে আস্ত রাখবে না । =D  আসলে এটা একটা মেয়ে আমার এক পরিচিত বড় ভাইকে লিখছিল আমি ফাইজলামী করে তা আপনাদের সামনে উপস্থাপন করলাম ।  :ইয়াহু:  :ইয়াহু:

উপল BD wrote:

তাই মেহেদী ভাই,এই শুভ্রটা যেনো কে? ;q

শুভ্রটা আমাদের শাওন ভাই । বাকিটা শাওন ভাইকে জিজ্ঞেস করেন উনি বলে দিবে ।

অনেক দিন তোমার সঙ্গে কোন যোগাযোগ নেই। এতে করে তোমার অবস্থা যাই হোক না কেন আমার অবস্থা ভীষণ খারাপ। কারণ আমি কখনো কোন- দিনও- ভাবিনি যে তোমার সঙ্গে কখনো আমার যোগাযোগ থাকবে না। আমার কাছে তুমি এতটাই প্রেমের পুরুষ যে তার কোন ব্যাখ্যা আমি লিখে শেষ করতে পারবো না। কিন্তু আমার এ প্রেমকে সমাজের সবাইতো ভালো চোখে দেখে না। কারণ ধর্মের কাছে-সমাজের কাছে অপ্রচলিত-অশ্লীল এ প্রেম। তাই এত সমস্যা এবং এত প্রশ্নের উৎপত্তি। কিন্তু আসলেই কি এটা কোন সমস্যা? কেউ যদি কাউকে প্রকৃত প্রেম নিবেদন করে- তাতে তার অপরাধ কী? আমার অপরাধ তোমার সঙ্গে যোগাযোগ রাখতে চাওয়া। স্বামী সংসার থাকা সত্ত্বেও তোমার সঙ্গে প্রেম করা-গ্রাম থেকে তোমাকে শহরে আনা। আমার সন্তানের শিক্ষক হিসেবে তোমাকে নিয়োগ দেয়া। তোমার মঙ্গল কামনা করা-সত্যিই কি এগুলো অপরাধের মধ্যে পড়ে?
আমি এ পর্যন্ত দুঃখে-কষ্টে বিপদে-আপদে তোমার কাছ থেকে এতই সহযোগিতা পেয়েছি যে আমি তোমাকে ছাড়া আর অন্য কিছুই ভাবতে পারি না। অনেক অনেক কারণে তুমি আমার উপর রেগে আছো। এসব কারণের অনেক কারণই হয়তো সঠিক। কিন্তু সব কারণ সঠিক নয়-আমি এটা বিশ্বাস করি। তোমার ক্ষতি হতে পারে-এমন কোন কাজ আমি করিনি এবং কখনো করবো না। তারপরও এটা সত্য যে, তোমার অনেক ক্ষতি হয়েছে। আমার কাছে থাকা তোমার কোন আমানতই খেয়ানত হবে না। সময় বদলায়। মানুষের অবস্থারও পরিবর্তন হয়। তুমি একসময় গ্রামে ছিলে-বর্তমানে শহরে আছো। তুমি কি নিশ্চিত-ভবিষ্যতে তুমি কোথায় থাকবে? সুতরাং প্রতিটি বিষয়ই এ রকমই।
কিছুদিন আগেও যে খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন-সে খালেদা জিয়া এখন বিরোধী দলের নেত্রী। যে এরশাদ সেনাবাহিনী প্রধান ছিলেন-তিনি ক্ষমতা দখল করে বাংলাদেশের প্রেসিডেন্টও হয়েছিলেন। অথচ প্রেসিডেন্ট এরশাদই আবার বছরের পর বছর জেল খেটেছেন। জেলে থাকা অবস্থায় এরশাদ একজন ভিক্ষুকের চেয়েও পরাধীন জীবনযাপন করেছেন। তুমি কোনদিনও কোন বিপদে পড়বে না-বিপদে পড়লে কে আপন-আর কে সবচেয়ে পর- তা নিশ্চিত প্রমাণ পাবে। আমি চাই তুমি চিরকাল সুখে থাক-কিন্তু যদি তোমার জীবনে কোন দু:খ আসে- তবে দেখবে আমি নিশ্চয় তোমার পাশে আছি। ভবিষ্যৎ জীবনে আমার সঙ্গে তোমার অতীত স্মৃতি আচ্ছন্ন হয়ে আছে। তাই আমি বারবার স্বামী সংসার ফেলে তোমার কাছে ফিরে আসি। এই পৃথিবীতে আমার চোখে তোমার মত সুদর্শন পুরুষ আমি কখনই দেখিনি। আমি এখন যেভাবে জীবনযাপন করছি-তা বলে শেষ করা যাবে না। আমার এ পরিস্থিতির জন্য শুধু আমিই দায়ী। কারণ আমি অন্যের স্ত্রী। তুমি অবিবাহিত যুবক। তুমি ছাড়া আমার ভবিষ্যৎ জীবনে আর কেউ নেই। তোমাকে নিয়ে আমি অল্প সময়ের মধ্যে দাম্পত্য জীবন তৈরি করতে চাই। তুমি দু’দিন অনুপস্থিত থাকার কারণে আমার নিদ্রা হয়নি। এ দু’দিন আমার জীবনের সবচেয়ে কষ্টের সময় ছিল। আর কিছু বলবো না। তোমার আসার অপেক্ষায় রইলাম। কবে আসবে তুমি-তোমার পথ চেয়ে বসে আছি আমি। সময়তো কাটে না-মন তো মানে না-শুভ্র কবে আসবে তুমি।
মেরা আকুছে আসু আয়া-লেকিন শিকওয়া জওয়াব নেহি আয়া। ও মেরা জান-ও মেরা মজনু-ও মেরা শুভ্র।


ইতি
তোমার প্রিয়তমা-লায়লী

বই গুলো অনেকের অনেক কাজে লাগবে । আমিও কয়েকটা বই ডাউনলোড দিছি ।

১১

(৩ replies, posted in ভিন্ন জগত)

বিশ্বে জনসংখ্যা বাড়াইতেছে এই রকম বয়স্ক লোক গুলা । ছবিতে বাচ্চা তো মাশআল্লা দিলে অনেক সুন্দর হইছে । যাক আপনারা কেউ বেশী বয়সে বাচ্চার জন্য ট্রাই কইরেন না ।  :lol:  :lol:  :lol:

অনেক কাজের পোষ্ট । ধন্যবাদ সাথে রেপু+  :ইয়াহু:  :ইয়াহু:

১৩

(২ replies, posted in তথ্য বটিকা)

হুম । ধূমপান ছাড়ুন নিজে বাচুন পরিবেশ বাচান । না ছাড়তে পারলে sawontheboss4 এর এই টপিকটি অনুসরন করুন ।

ওয়াও জটিল লিখছেন।  big grin  big grin

জিমেইল থেকে কম রেটে ডলার আমি দিতে পারব । বিশ্বের যেকোন দেশ থেকে বাংলাদেশে কথা বলা যাবে ২.২টাকায় । ইন্ডিয়া কথা বলা যাবে ১টাকায় । আর বেশী লিখলাম না তা হইলে এডমিন ভাববে অনেকদিন পরে এসে চটকদারী বিজ্ঞাপন দেওয়া শুরু করছে  =D ।

আমারটাও লাগিয়ে দিয়েন ।
http://www.facebook.com/meheditrips

ধন্যবাদ শাওন ভাই এইটা আমার ফটো না আমার এক বন্ধুর । আমার ছবি আপলোড করছি । আর সবাইকে মন্তব্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।

হ্যালো,
আমি মেহেদী হাসান । পেশায় ছাত্র । ভাল লাগে ওয়েব ডিজাইন করতে যদিও ওয়েব ডিজাইনে আমি এখনো অজ্ঞ । মৌমাছি যেমন মধুর জন্য এক ফুল থেকে আরেক ফুলে ঘুরে বেড়ায় আমিও তেমনি জ্ঞান অর্জনের জন্য এক ফোরাম থেকে আরেক ফোরামে ঘুরে বেড়াই । নেটে আয়ের পিছনে ঘুরা আমার নেশা । অবসরে ঘাটাঘাটি করি কিভাবে নেটে আয়ের অন্য ভিন্ন পদ্ধতি বের করা যায় । পাশাপাশি গ্রাফিক্সের কাজ করি । এখানে আসলাম আপনাদের কাছ থেকে নতুন নতুন জিনিস শিখতে ।