Topic: ত্রিপদীকাব্য-১
(১)
চোখের আড়ালে যখন তুমি থাক- জানি না কেন
হৃদয়ের খুব কাছাকাছি এসে ভিড় করে তোমার অনুভূতি-
এতো মধুর করে অনুভূতি আমাকে ছোঁয়া দেয়- বুঝানো যায় না।
(২)
আমার সকল অনুভূতি তোমার রুদ্ধ দুয়ারে মাথা কুঁটে মরে
মুখের ভাষায় আমি বলতে পারি না আমার অব্যক্ত আকর্ষন;
মনকে বুঝাই- হৃদয়ের অনুভূতি আর চোখের জলে তো তোমায় পেলাম।
(৩)
কী হবে তোমার কাছে আমার বদ্ধ কপাট খুলে।
তুমিতো অন্যের জন্য হৃদয়ের বাতায়ন রেখেছো উন্মুক্ত-
আমার মনের দখিনা হাওয়া তো তোমার ঘরে প্রবেশের পথ পায় না।
(৪)
আমার ভালবাসার বর্ষন যতই ঝরুক তোমার হৃদয়ের ভূমিতে
সেখানে শস্য ফলবে না- ফুল পাতা গজাবে না- কারন তা
অন্যের প্রতি আকর্ষনের শিলাপাথরে আকীর্ন হয়ে আছে।
(৫)
আমার তামান্না চলে এক পথে যেখানে তোমার নেই ইজাজত
তবু কেন জানি না নিলাজ মনকে পারি না আনপথে ঘুরাতে
হায়! আর কতকাল চলবে অনুমতিহীন নিষিদ্ধ পথে চলা।
পূর্বে আমার ফোরামে প্রকাশিত ।